পাতা:বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথ দুর্গম তাছাতে ঐ সকল স্থানের লোক নিতান্ত অসভ্য, সে কারণ ভ্রমণকারীদের অভীষ্টসিদ্ধি হই- ' তেছে না । - মধ্য আফ্রিকার অনেক স্বানের ভূমি বেশ উৰ্ব্বর। সেখানে নানা প্রকার ফসল ও বৃক্ষাদি জন্মে। কোঙ্গো, জাম্বিজি, নাইজার, শ্বেতনদ এবং চাদ, শির্ব, ভিক্টোরিয়া নিয়াঞ্জা, আলবার্ট নিয়াঞ্জা, তাঙ্গানিক, নিয়াস প্রভৃতি হ্রদের ধারে বিস্তর লোকের বাস আছে । বোর্ণেয়ের পশ্চিমে হোস। দেশ । তথায় প্রচুর শস্ত, কাপাস এবং নীল উৎপন্ন হয় । চাদ হ্রদের পশ্চিমে এবং দক্ষিণে বোৰ্ণে দেশ। এখানকার রাজার অসীম ক্ষমতা । বির্ণি ইহার পুরাতন রাজধানী। এখন নগরের আর কিছুই নাই, সকলি ভাঙ্গিয়া গিয়াছে। পূর্বে এই রাজধানীতে অনুন ২০০,০০০ লোকের বাস ছিল। এই রাজ্যের কতক অংশ বালুকাপূর্ণ, বাকি বেশ উর্বর ভূমি ; সেখানে অপৰ্য্যাপ্ত শস্ত্যাদি জন্মে। ওরাণী একটা বৃহৎ রাজ্য। এই রাজ্যের ভিতরে ফিত্রে হ্রদ আছে। সেনেয়ারের পশ্চিমে দাফর। বর্ষাকালে এখানকার ক্ষেতে ফসল হয় ; কিন্তু অন্ত ঋতুতে মাটী অতিশয় নীরস হুইয়া যায়, তাই সে সময়ে শস্যাদি কিছুই জন্মে ন। মধ্য আফিকার রাজার স্বেচ্ছাচারী। কিন্তু স্বেচ্ছাচারী হইলেও প্রজাদের সঙ্গে কাহার অস্বরস নাই। সেনিগাল এবং নাইজার নদের উপর দিকে অসংখ্য লোকের বাস । তাহার প্রায় সকলেই হাফসী । কিন্তু হাফসী বলিয়া তাহারা অন্ত অন্ত স্থানের লোকের মত নয়, ইছাদের আচার ব্যবহার অনেকটা ভাল। তিস্বত্ত, একটা প্রসিদ্ধ বাণিজ্য স্থান । বাৰ্ব্বারি, গিনি এবং সেনিগাম্বিয়ার লোকের এক একবারে চারি পাঁচ শত উটের উপরে পণ্য দ্রব্য বোঝাই করিয়৷ এই খানে বাণিজ্য করিতে আসে। নাইজার নদের নিম্নভাগে এবং যাপী, বোস, যারিব এবং নিফি প্রদেশের ভূমি বিলক্ষণ উৰ্ব্বর। । ঐ সকল রাজ্যে বিস্তর লোকের বাস আছে এবং তাহাদের দিন নিৰ্ব্বাহেব যোগ্য যথেষ্ট কাজও জুটে, কাছাকে নিষ্কৰ্ম্ম হইয়া কষ্টে কাল কাটইতে হয় না । নিফির নিয়ে সমুদ্রকুলের দিকে প্রায় সকলি জলাভূমি । তথার অতিশয় বন্ত হয় এবং জল বায়ুও স্বাস্থ্যকর মহে। এখানকার প্রায় সকল লোকেই ব্যৰসামী । নাইজার নদের মুখ হইতে দেড় শত ক্রোশ [ bs | আফ্রিকা উপরে চাদ নামে আর একটী নদ আসিয়া ইহার সঙ্গে মিশিয়াছে। চাদ নদের ধারে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য আছে । এই সকল স্থানে আডডা করিবার জন্য ইংরাজের অমেক চেষ্টা করিয়া আসিতেছেন, কিন্তু এপর্য্যন্ত কৃত কাৰ্য্য হইতে পারেন নাই । অাবলিলিয়ণ এবং দলের দক্ষিণে যে সকল স্থান আছে, তাহাদের বিবরণ এখনও ভাল রূপ জানিতে পারা যায় মাই। লিভিণ্টন প্রভৃতি ভ্রমণকারীরা দেখিয়া আসিয়াছেন, মধ্য আফ্রিকা সাগরগর্ত হইতে প্রায় ৩৫৩৩ ফিট উচ্চ। এই উল্লভ ভূ-প্রদেশের মধ্যস্থলে এবং বিষুব রেখার উত্তর দক্ষিণে অনেকগুলি হ্রদ আছে । তাহাদের মধ্যে তাঙ্গানিক, ভিক্টোরিয়া নিয়াঞ্জ এবং আলবার্ট নিয়াঞ্জাই প্রধান । এখানে বা কালাহারী, মাকোলোলো ও মাতেবেলি প্রভৃতি জাতির বাস করে। আফিকার পূর্বদিকে এই কয়েকটা প্রদেশ ও নগর অাছে,— প্রদেশ নগর সেীমালী বা আদেল জেইল, বাৰ্ব্বের। । অণজান বাদ । জাঙ্গুইবার বা জাঞ্জিবার জাঞ্জিবার লা শাঙ্গানী, মোম্বাজ, মাগাদোক্ষে, - কুইলোয়। মোজাম্বিক মোজাম্বিক, কুইলিমেন। সোফাল। সোফালা, মানিকা, জিম্বাও, সেন । জাম্বিজি বা লিয়াম্বাই, মাষ্ণুমা এবং সোফালা, এই কয়েকটা এখানকার নদনদী । বাবেলমান্দেব প্রণালী এবং গোয়াদিকুই অস্তরীপের মধ্যে আদেল রাজ্য। ইহা সোমৌলিদের দেশ। এখানে প্রচুর গন্ধবোল এবং কুলুরু পাওয়া যায়। সমুদ্রের ধারের দিকে আজান দেশ বালুকাপুর্ণ এবং পৰ্ব্বতমর ; সেখানে তৃণ লতা বৃক্ষণদি কিছুই নাই। কিন্তু हेशद्र डिठङ्ग भिष्कब्र फूमि जैकी ब्रा । बर्ष, श्रछनरु, अन्नब्र প্রভৃতি অনেক দ্রব্য আজ্ঞানে পাওয়া বায় । জাঙ্কুইব।রের নিম্ন জলাভূমি জঙ্গলে পরিপূর্ণ। সেই বনে অসঙ্খ্য অসঙ্খ্য হাতী দল বাধিয়া চরিয়া বেড়ায় । মোজাৰিকের ভূমি বেশ উর্বর । এখানকার জাম্বেজি নদীতে ষথেষ্ট সোমা পাওয়া যায়। এই মদীর কুলে সেনা এবং তেতি নগরে পর্তুগিজদের কেল্লা আছে। ইহার মধ্য