পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৫৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নয়াগায়ন [ ૭8 ] সর ২ নীতি হইয়াছে লোচন যার, নীতিচক্ষু। রাজগণ ময়লোচনে সকল বিষয় অবলোকন করিয়া থাকেন। নয়বস্তু (ক্লী ) নয়স্য বস্থ ৬তৎ। নীতিমাৰ্গ, নীতিপথ। ভূপতিদিগের নয়বস্তু ই সকল কার্য্যে অবলম্বনীয়। ময়বিজয়গণ, যশোবিজয়ের গুরু ও লাভবিজয়গণির শিষ্য। জ্ঞানবিলুপ্রকরণপ্রণেতা। নয়বিশারদ (পুং ) নয়ে নীতিশাস্ত্রে বিশারদঃ কুশলঃ ৭তৎ। নীতিশাস্ত্রজ্ঞ, নীতিকুশল । “ষাড় গুণ্যবিধিতত্ত্বজ্ঞে দেশভাষাবিশারদঃ । সান্ধিবিগ্রহিকঃ কাৰ্য্যো রাজ্ঞ নয়বিশারদঃ ” (মৎস্যপু ৮৯অ” ) নয়শাস্ত্র (স্ত্রী) নয়এব শাস্ত্রং ৬তৎ। নীতিশাস্ত্র । নয়সার (পুং ) নীতিস্বত্র । নয়। ( দেশজ ) নূতন। এক সনন্দ পাইয়াছিল। ১৮৯৮ সালে তাহার মৃত্যুর পর তাহার পুত্র জগৎসিং উত্তরাধিকারী হইয়াছিল। জগৎসিংহের মৃত্যুর পর ঐ জায়গীর বৃটিশ গবৰ্ণমেন্ট বাজেয়াপ্ত কুরিতে চান, কিন্তু তাহার স্ত্রীর অক্ষুরোধে ঐ বিষয় তাহাকে ছাড়িয়া দেওয়া হয় । নয়াছুমকা, সাঁওতাল পরগণা এবং নয়ামক উপবিভাগের রাজকীয় প্রধান স্থান। অক্ষা ২৪° ১৬’ উঃ, দ্রাঘি” ৮৭° ১৭’ ৩০% পুঃ । দুমক বাঙ্গালায় ইংরাজদিগের একট প্রাচীন স্থান । ১৮৫৫ খৃঃ অব্দে সাওতাল বিদ্রোহের সময় একজন সৈনিক কৰ্ম্মচারী চুমকার নাম নয়াত্মক রাখিয়াছিলেন।

  • . { চুম্বকা দেখ । ] নয়ানপুর, ত্রিপুর জেলার একটা নগর ও প্রধান বাণিজ্য স্বান। বিজয়গাঙ্গের তীরে অবস্থিত। এখানে বিজয় পার হইবার একট খেয়াঘাট অাছে।

নয়াকাট, নদীয়া জেলার একটা কৃত্রিম খাল, কুমারখালী হইতে ; নয়ানমুখ (দেশজ) এক প্রকার পাতলা থান কাপড়। বয়রা বিলে পড়িয়াছে । দৈর্ঘ্য প্রায় দুই মাইল । , মহিমুরের অন্তর্গত চিত্তলন্তর্গ জেলায় একটা গ্রাম। অক্ষা ১৪° ২৮ ১০৫ উঃ, দ্রাঘি ৭৬° ৩৪' ২১% পুং। এখানে লিঙ্গায়তদিগের বিখ্যাত মহাপুরুষ তিল্পরুদ্রের সমাধি আছে। তাহার রথযাত্রা উপলক্ষে ১৫ হাজার লোকের সমাবেশ হয়। নয়াগড়, উড়িষ্যার একটা ক্ষুদ্ররাজ্য। ইহার উত্তরে থওপীড়া রাজ্য, পূৰ্ব্বে রণপুর, দক্ষিণে পুরী জেলা এবং পশ্চিমে দশপাল্লা রাজ্য। পরিমাণ-ফল ৫৮৮ বর্গমাইল । ইহার অনেক স্থানের মৃত্তিক অতিশয় উৰ্ব্বর,দক্ষিণ এবং পূৰ্ব্বদক্ষিণ দিক্ অরণ্যময় এবং কৃষিকার্যের অনুপযুক্ত। এই প্রদেশটতে অনেক মনোহর দৃশু আছে। মধ্যস্থল দিয়া এক গিরিমালা ধাবিত হইয়াছে, উহার উচ্চতা কোথাও ২০০০, কোথাও বা ৩০০০ ফিট। ধান্ত, তুলা, ইক্ষু এবং কএক প্রকার তৈলকর শস্য এখানকার প্রধান উৎপন্ন দ্রব্য। খৃষ্টীয় ১৩শ শতাব্দীতে রেবার রাজপুত রাজবংশীর ব্যক্তি আসিয়া নয়াগড় রাজ্য সংস্থাপন করেন। ইহার বার্ষিক श्राग्न ७धांग्न ७e२७०९ छैोक । নয়াগায়ন, উত্তরপশ্চিমপ্রদেশের অন্তর্গত বাদ জেলার এক नभन्न । अत्रको* २५° ७ ७०* ऍ3६, झांशि° १२° २१* ७०* পুঃ । আজাইগড় হইতে কালিঞ্জর পর্যন্ত যে রাস্ত আছে, সেই রাস্তার উপর এই নগর অবস্থিত। গ্রীষ্ম কালে এস্থানে অসহ গরম হইয়া থাকে । ২ মধ্যভারতের অন্তর্গত বুন্দেলখণ্ডের একটী ক্ষুদ্র রাজ্য। ইহার উত্তরে ছত্রপুর রাজ্য। পরিমাণ ফল ১৬ বর্গমাইল। রাজস্ব ১৩৭.২ টাকা। লক্ষ্মণসিংহ নামে বুল্লেখণ্ডের দম্বাদিগের অধিনায়ক জাৰ্ম্মসমর্পণ করিয়া ১৮০৭ সালে পাঁচখানি ঝামের জন্তু | নয়াবাঘিনী, একটা খাল, এই খাল দিয়া পদ্মার জল আসিয়া মেঘনায় পড়িয়াছে। এই খাল কীৰ্ত্তিনাশার দক্ষিণ ও বাখরগঞ্জ জেলার অধীন। নয্যগ্রোধ (পুং ) স্তগ্রোধ। নর(পুং) মৃণাতীতি নৃ অচ্। মনুষ্য। স্থিয়াং জাতিস্থাৎ ভীৰু। নারী। পুত্রে যশসি তোয়ে চ নরাণাং পুণ্যলক্ষণম্ (ভূরিপ্র ) ২ পরমাত্মা, বিষ্ণু । “নরতীতি নরঃ প্রোক্তঃ পরমাত্মা সনাতনঃ ” ( ভারত ১৩১৪৯৩৯ ) ৩ মহাদেব । ( ভারত ১৩১৭।১১৫ ) ৪ পুরুষ। ( রাজনি” ) ৫ দেবভেদ । ( ভারত ১১৯ অ” ) ৬ স্বারোহিহারক অখ। (নিঘণ্ট, y ৭ নরদেবের অবতার অৰ্জুন। “নরনারায়ণে যে তে পুরাণাবৃষিসত্তমেী । তাবিমাবমুজানীহি হৃষীকেশধনঞ্জয়ে ॥” (ভারত ৩৭.৪৭ অ” ) শ্ৰীমদ্ভাগবতের মতে ইনি চতুর্থ অবতার। ধৰ্ম্মের পত্নী মূৰ্ত্তির গর্ভে ইহার জন্ম। নর ও নারায়ণ দুই মূৰ্ত্তি হইলেও একের সদৃশ ছিলেন। অপর করে নরসিংহ দ্বিধা হইয়। এই মূৰ্ত্তি ধারণ করেন। মহাভারতে লিখিত আছে, স্বায়ভুব মমুর অধিকার-কালে নারায়ণ ধৰ্ম্মের পুত্র হইয় নর, নারায়ণ, হরি ও কৃষ্ণ এই চারি অংশে অবতীর্ণ হইয়াছিলেন। ইহাদের মধ্যে নর ও নারায়ণ এই দুইজন বদরিকাশ্রমে গমন করিয়া কঠোর তপস্ত করেন। এই তপস্তার সময় ইহাদিগের তেজ এরূপ বৰ্দ্ধিত হইয়াছিল, যে, দেৰগণও ইহুদিগকে দর্শন করিতে সমর্থ হন নাই। ইহার যে দেবতার প্রতি সত্ত্বই