পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৬৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* " নবকৃষ্ণ - তাবে বলিলেন, "দাদা মহাশয় কি অনুমতি করেন।” রায় রামসুন্দর ক্রুদ্ধভাবে বলিলেন, “ভায় তুমি এখন মহারাজ, আমি কি তোমায় ডাকিতে পারি।” নবকৃষ্ণ শুনিয়া জ্যেষ্ঠের পদধারণ করিয়া ক্ষম প্রার্থনা করিলেন। নবকৃষ্ণ যেমন চতুর, কার্য্যদক্ষ ও তীক্ষবুদ্ধি ছিলেন, তেমনই বিস্তামুরাগী, দয়াবা ও আশ্রিত প্রতিপালক ছিলেন। আত্মীয় স্বজনের প্রতিও তাহার স্নেহমমতা যথেষ্ট ছিল। অনেক দূরসম্পৰ্কীয় কুটুম্ব তাছার বাড়ীতে গ্রাসাচ্ছাদন ও আশ্রয় পাইত । র্তাহার ইংরাজানুরাগ অতি প্রবল ছিল। দেশের অবস্থাও ইহার বিলক্ষণ জানা ছিল। তীক্ষবুদ্ধি ও দূরদৃষ্টি তাহার এত বেশী ছিল যে তাঁহারই ফলে এদেশে ইংরাজরাজত্ব প্রতিষ্ঠিত হয়। হেষ্টিংস সেইজন্ত তাহার সকল অনুরোধ রক্ষা করিয়া গিয়াছেন। নবকৃষ্ণের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিতে গিয়া তিনি এদেশীয়দিগকে কাউন্‌সিলের সভাপদ হইতে বঞ্চিত করিয়া যান । & নবকৃষ্ণ ইংরাজামুগ্রহে অতি দুর্গশীর হস্ত হইতে মুক্ত হন বলিয়া তিনি এদেশে ইংরাজ রাজত্ব স্থাপনে প্রাণপণে যত্ন করিয়া গিয়াছেন। ইংরাজের তাহাদের কাগজপত্রে দেশের অবস্থা সম্বন্ধে নবকৃষ্ণের দূরদর্শিতার বিষয় উল্লেখ করিয়া যথেষ্ট ংসা করিয়া গিয়াছেন ।* নবকৃষ্ণের নামে যতই কেন অত্যাচার অবিচারের কথা রটিত হউক না, হেষ্টিংসের পরম শত্রু মিঃ ফান্সিস নবকৃষ্ণকে হেষ্টিংসের পরম মিত্র এবং দক্ষিণ হস্ত জানিয়াও র্তাহার বিশেষ প্রশংসা করিয়া গিয়াছেন। তখন যে সকল রাজনৈতিক বিষয়ে পারসী বা বাঙ্গালা কাগজ পত্র দেখা আবশুক হইত বা উপযুক্ত বুদ্ধিমান বিচক্ষণ এবং বিশ্বাসী লোক পাঠাইয়া তদন্ত করা আবশ্বক হইত, সেই সকল স্থলেই ফ্রান্সিস এবং কাউন্‌সিলের অন্যান্ত সদস্ত সাহেবগণ রাজা নবকৃষ্ণকেই নিযুক্ত করিতেন । { নবাব আসাউদ্দৌলার মাতার সম্পত্তি সম্বন্ধে মিঃ ব্রিষ্টে অন্যায় বিবরণ দিয়াছিলেন এবং উক্ত সম্পত্তিতে নবাবসরকারের চিরপ্রচলিত রীতিনীতিতে হস্তক্ষেপ করায় নবাবের মাতা হেষ্টিংসের নিকট আবেদন করেন। ১৭৭৫ খৃষ্টাব্দের ২১এ ডিসেম্বর তারিখের কাউন্‌সিলে ঐ আবেদন উপস্থিত হইলে ক্লেভারিং তদন্ত করিবার জন্ত দুইজন লোক নিয়োগের প্রস্তাব করেন। ফ্রান্সিস বলেন-দুইজন লোক নিযুক্ত [ ৬২৯ ] নবগ্রহ SBeSMBSBS হওয়া অবগু কর্তৰ্য এবং তন্মধ্যে একজন রাজা নবকৃষ্ণ ; তাহাকে নিযুক্ত করা একান্ত উচিত, কারণ গবমেণ্ট তাহার উপরে নিৰ্ব্বিয়ে বিশ্বাস করিতে পারেন। বারওয়েল ইহার , পোষকতা করেন। ইহার পর নবকৃষ্ণই নিযুক্ত হন।* বিলাতে ওয়ারেণ ছেটিংসের বিচার কালে বার্ক, লর্ড থালে। প্রভৃতিও তাহারে কোনরূপ নিন্দাবাদ করেন নাই। এই সকল হইতে বুঝা যায় যে, রাজা নবকৃষ্ণ যদি নিতান্ত দুঃশীল প্রকৃতির লোক হইতেন, তাহা হইলে দেবীসিংহ ও গঙ্গাগোবিন্দের স্থায় হেষ্টিংসের শত্ৰগণের হন্তে তাহার লাঞ্ছনার অবধি থাকিত মা । } নবগঙ্গা, নদীয়া জেলায় প্রবাহিত মাতাভাঙ্গা নদীর একট শাখা। এই নদী যশোর জেলার পশ্চিম সীমায় প্রবেশ করিয়া প্রথমে পূর্বে তৎপরে দক্ষিণপুৰ্ব্বাভিমুখী হইয়। ঝিনাইদহ, মাগুর, নহাট, নলদী ও লক্ষ্মীপাশ অতিক্রম করিয়া মধুমতীর সহিত মিলিত হইয়াছে। এই নদীর উৎপত্তি স্থান বহুদিন হইল মজিয়া গিয়াছে, এখন পূৰ্ব্ব গর্ভের ৩ ক্রোশ দুরে দামুরহুদা নামক স্থান হইতে নদীর মুখ আরম্ভ হইয়াছে। এই নদী দিন দিন শুকাইয়া যাইতেছে। গ্রীষ্মকালে এককালে চলাচল বন্ধ হয়। অগ্রহায়ণ মাসে ছোট খাট মাল বোঝাই নৌকা যাতায়াত করিতে পারে। নবগ্রহ (পুং ) স্বৰ্য্যাদি নয়ট গ্রহের নাম নবগ্রহ। “সূর্যাশ্চন্দ্রে মঙ্গলশ্চ বুধশ্চাপি বৃহস্পতিঃ । শুক্রঃ শনৈশ্চরে রাহুঃ কেতুশ্চেতি নবগ্রহাঃ ॥” (তিথিতত্ত্ব) রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু—এই ৯ট গ্রহের নাম নবগ্রহ। যে কোন কামাকৰ্ম্ম করিতে হইলে, তাহার পূৰ্ব্বে নবগ্রহযজ্ঞ করিতে হয়, নচেৎ কাম্যকৰ্ম্ম ফলদ হয় না। গ্রহ সকল রথে করিয়া আকাশমগুলে বিচরণ করিয়া থাকেন । এই নয়ট গ্রহেরই দশা মনুষ্যের ভোগ হইয়া থাকে । [গ্ৰহগণের দশ বিবরণ দশা শব্দে দ্রষ্টব্য ] কুশণ্ডিক প্রভৃতি হোম করিতে হইলে তাহাতেও নবগ্রহহোম করিতে হয়। প্রতিদিন নবগ্রহ স্তব পাঠ করা মানবগণের অবগু কৰ্ত্তব্য ।

  • Long's Unpublished records, No. 964. t Proceeding of the Trial of W. Hastings, Wol. W. pp,

1079–1080, ΙΧ

  • “P. Francis--wo. Two gentlemen ought to be appointed * * and one of them must be Raja Nobakissen + 4 and be may be very safely relied on by the Government,”— Proceedings of the Select Committee, 21-12-75.

+ नयकृएकब्र औयनैौद्र थांब्रप्छ नङ्षटब्रब्रमिक: cय छैiझांग्न छैरभशांग्रैौब्र कथा जिथिङ बट्टेग्नांtछ्, ७थम ब्रांछ। ब्राप्छहलांजभिtङ्गब्र बिथनांतूनtद* জুন যাইতেছে যে তখনও নকুধরের জন্ম হয় নাই, সুতরাং ঐ উমেদারী অসম্ভব। Ᏹ©b~