পাতা:বিশ্বকোষ পঞ্চদশ খণ্ড.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মূঢ়গৰ্ভ [ રક્ત 8 ] মূঢ়গর্ভ --- *FF *-, z-ggggg -- মূকত। (স্ত্রী ) মুকস্ত ভাবঃ তল, টাপ, । মুকত্ব, মুকের ভাব বা ধৰ্ম্ম, বোবা হইয়া যাওয়া, কথা কহিতে না পার । “ততোংহুং হৰ্ষমাপন্ন: পুনমু কত্বমাগতা।” ( রামায়ণ লঙ্কাকা- ৯৮১৬ ) মুকলরায় ( পুং ) মেবারের রাণ! মোকল দেব । মূকাম্বিকা ( ঐ ) ১ দুর্গার নামান্তর। ২ নগরভেদ। মুকিমন (পুং ) মুকন্ত ভাব মুক (বর্ণদৃঢ়াদিভ্য; যাঞ, চ। প। ৫১৷১২৩) ইতি ভাবে ইমনিচ, মুকত্ব। মুকের ধৰ্ম্ম। মুচীপ (পুং) প্রাচীন জাতিবিশেষ। (শাখ- শ্রেী• ১৫,২৬৬) মুজবৎ ( পুং ) ১ পৰ্ব্বতভেদ । ( শু০য• ৩৬১ ) ২ তদেশবাসী জাতিভেদ । ( অথৰ্ব্ববেদ ৫২২৷e ) মুজালদেব (পুং ) রাজভেদ। মূঢ় (ত্রি) মূৰ-ক। ১ মুখ, বিবেকহীন। “অস্তোন্তাধ্যাসরূপেণ কুটস্থাভাসয়োর্বপুঃ । একীভূত্ব ভবেন্মুখ্যস্তত্র মুঢ়ৈঃ প্রযুজ্যতে ॥” ( পঞ্চদশী৭১) ২ বাল। ৩ তস্থিত। ৪ জড় । ( হেম ) ( রী ) ৫ মুচ্ছ । মূঢ়গৰ্ভ (পুং) গৰ্ভজ রোগভেন, গর্ভস্রাবাদি রোগ। ইহার নিদানাদির বিষয় সুশ্রীতে এইরূপ লিখিত আছে,—গ্রাম্যধৰ্ম্ম, যান-বাহনে পথশ্ৰম, প্রশ্বলন, পতন, ধারণ, অভিঘাত, বিপরীত ভাবে শয়ন বা উপবেশন, উপবাস, মলমুত্র-বেগের প্রতিঘাত, রুক্ষ, কটু তিক্তভোজন, শাক বা অতিশয় ক্ষারসেবন, অতিসার, বমন, বিরেচন, দোলন, অজীর্ণ বা গর্ভশাতন ( গর্ডস্রাব করান ) প্রভৃতি কারণে বুস্তবন্ধনচু্যত ফলের দ্যায় গর্ভের বন্ধন শিথিল হইয় পড়ে। গর্ভের বন্ধন শিথিল হইলে সমান বায়ু গর্ভাশয় অতিক্রম করিয়া যকৃৎ ও প্লীহার অস্থিধিবরে প্রবেশপুৰ্ব্বক কোষ্ঠদেশ আলোড়িত করিতে থাকে । তাছাতে জঠরদেশ আলোড়িত হওয়া প্রযুক্ত অপান বায়ু নিশ্চেস্থ হহয়। পাশ্ব, বস্তি, শীর্ষ, উদর, ধোনিদেশে শূল, আনাহ ও তহাদিগের মধ্যে কোন একটা উপদ্রব জন্মাহয় গঙন করে। তরুণগর্ড শোণিতপ্রাবের দ্বারা বিনষ্ট হয়। গর্ভ বঞ্চিত হইয় প্রসবকালে সমস্ত শরীর প্রসবপথে না আসিলে অথবা অপান বায়ু দ্বারা প্রতিহত হইলেও মূঢ়গর্ভ বলা যায়। এই মূঢ়গৰ্ড চারি প্রকার—কৗল, প্ৰতিখুর, বীজক ও পরিঘ । বাহু, মস্তক ও পাদ উদ্ধদিকে এবং শরীর নিন্মদিকে থাকিয়া কালের স্তায় যোনিমুখ রোধ করিয়া থাকিলে কীল কহে । একটা হস্ত, একট পাদ ও মস্তক নিঃস্বত হইয়া শরীর রুদ্ধ থাকিলে প্ৰতিখুর কহে। একটা হস্ত ও মন্তক নিঃস্থত হইলে তাহার নাম বীজক, আর ভ্রণ পরিষের স্তার ধোনিমুখ আবৃত করিয়া থাকিলে তাহাকে পরিব কছে । _ কেহ কেহ এই চারি প্রকার মূঢ়গৰ্ভ কহিয়া থাকেন, কিন্তু ইহ সঙ্গত নহে, কারণ যখন কুপিত বায়ু কর্তৃক পীড়িত হইয়। সেই গর্ভ অপত্যপথে বিবিধ প্রকারে অবস্থিতি করে, তখন কোন গর্ভের বা দুই সক্থি, কাহারও বা একমাত্র সকৃথি ঈষৎ বক্রভাবে বহির্গমনের নিমিত্ত যোনিমুখে অগ্রে আগত হয়। কাহারও সকৃথি ও শরীর ঈষৎ বক্র ও নিতম্ব দেশ তিৰ্য্যগৃভাবে থাকিয় যোনিমুখে অবস্থিতি করে। কাহারও বা বক্ষঃ পাশ্ব ও পৃষ্ঠ এই তিনের মধ্যে কোন একটা অঙ্গ অগ্ৰে অপত্যমুথে আগত হইয়া যোনিমুখ রোধ করিয়া থাকে। কাহারও ৰ৷ অপত্যপথের পাশ্বভাগে স্বতন্ত্রভাবে মস্তক থাকে ও একটমাত্র বাহু বাহিরে দৃষ্ট হয়, কাহারও বা মস্তক অল্প বক্রভাবে অপত্যপথের পাশ্বভাগে থাকে এবং দুইট বাহুই দৃষ্ট হয়। কাহার বা সৰ্ব্বশরীর বক্রভাবে থাকে, ও হস্ত, পদ ও মস্তক এইগুলি অগ্রে দৃষ্ট হয়। কাহারও একটমাত্র প৷ অপত্যপথে থাকে এবং অপর পা পায়ুদেশে থাকে। মুদ্ৰগৰ্ভয়োগে সংক্ষেপত: প্রসবকালে এই আট প্রকার অবস্থা ঘটিয়া থাকে। ইহার মধ্যে শেষোক্ত দুইট অবস্থা অসাধ্য। অবশিষ্ট সকল অবস্থায় ইন্দ্রিয়জ্ঞানের বৈপরীত্য, আক্ষেপ ও অপত্যপথের সংরোধ অথবা মক্কল্প নামক রোগ জন্মে এবং ঐ অবস্থায় শ্বাস, কাস বা ভ্রমের দ্বারা পীড়িত হইলে রোগীকে পরিত্যাগ করাই বিধেয় । বায়ুজনক দ্রব্যসেবন, রাত্ৰিজাগরণ, মৈথুন প্রভৃতি, অস্থিতাচারে গর্ভিণীর অপত্যপথে বায়ু কুপিত হইয়। সেই পথের দ্বার রুদ্ধ করে অর্থাৎ তাহাতে বায়ু অস্তরে থাকিয়া গর্ভাশয়ের দ্বার রোধ করে । তদ্বারা গর্ভ পীড়িত হয় ও গর্ভস্থ বালকের শ্বাসরোধ হইয়া গৰ্ভনাশ হয় এবং হৃদয়দেশে পীড়া জন্মিয়৷ গর্ভিণীরও প্রাণনাশ হয়। ইহাকে যোনি সম্বরণ কছে । বন্ধ্য। স্ত্রীলোকের আর্তবশোণিত সম্যকৃরূপে নিঃস্বত ন হইলে সেই শোণিত কুক্ষিদেশে সঞ্চিত হইয়া রক্তবিদ্রধি রোগ জন্মায়। পুত্রবর্তী স্ত্রীর যদি ঐক্কপ রোগ জন্মে, তাছাকে 'মক্কক্স’ রোগ কহে। বায়ু কুপিত হইয়া অপত্যপথ রোধ করিলে শোণিত সম্যকৃরূপে নিৰ্গত না হইয়া ক্রমশঃ কুক্ষিদেশে সঞ্চিত হইয়া কঠিন হয়, তাহাতে এই রোগ জন্মে। ইহাতে কুক্ষিদেশে অতিশয় পুলবেদন হয়। কাল পরিণত হইলে ফল যেরূপ স্বভাবতঃ বৃন্ত হইতে বিচুত হইয়া পতিত হয়, গর্ভও সেইরূপ কালক্রমে নাড়ীदक्कन इहे८ङ मूख् श्रेंटग थगtवद्र कांग ठे”श्ङि झ्छ । कृभि த বায়ু বা অভিঘাতের দ্বারা ফল যেরূপ অকালে পতিত হয়,