পাতা:বিশ্বকোষ পঞ্চদশ খণ্ড.djvu/৫৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যমুনা বাঙ্গালীয় মানচিত্র সঙ্কলন করেন, তখন এই নদীর খাতের কোন চিহ্নই পরিলক্ষিত হয় নাই। ডাঃ বুকানন হামিণ্টনের जभtङ्ग ॐझ] यह छणवांशें नएँौक्रट* श्रृंद्रिणरू रुघ्र । दर्द्धमान সময়ে ঘোড়ামারা হইতে গোয়ালন্দ পৰ্য্যও একটা খরস্রোত। মদীরূপে প্রবাহিত হইয়া উহ! পদ্মায় আসিয়া মিলিত হইয়াছে। ইহার পূর্বকুলে ময়মনসিংহ জেলা এবং পশ্চিমে রঙ্গপুর, বগুড়া ও পাবনা জেলা অবস্থিত । द७फ़ cछणाब्र यभूनां नारब श्रांब्र (gरु0ी मर्नेौ श्रांरक्ष । এই কারণে বর্তমানকালে উদ্ভূত যমুনাকে তদেশবাসিগণ দাওকোপা বলিয়া থাকে। বর্ষাকালে স্থানে স্থানে নদীবক্ষ ৫ মাইল পৰ্য্যন্ত বিস্তৃত হইতে দেখা যায়। নদীকূলের নিয়ভূমিতে যে পলি পড়ে, তদুপরি উৎকৃষ্ট পাটের চাস হয় । এই মদীতীরবর্তী সিরাজগঞ্জ নগর পাটব্যবসায় একটী কেন্দ্রস্থান । নদীবক্ষে বড় বড় নেীক পাট বা অন্ত পণ্য দ্রব্যের বোঝাই লইয়া সকল ঋতুতেই গমনাগমন করিয়া থাকে । এই নদী দিয়া একখানি ষ্টীমার আসামে যাত্রী লইয়া যায়। যমুন,ইছামতী নদীর একটা শাখা, গঙ্গার সহিত মিলিত। নদীয়া জেলার মধ্যে প্রবাহিত হইয়া বালিয়ানির নিকট ২৪ পরগণায় আসিয়া পড়িয়াছে। পরে দক্ষিণপূৰ্ব্ব দিকে বক্রগতিতে সুন্দরবনের ভিতর প্রবেশ করিয়৷ রায়মঙ্গল নদে মিশিয়াছে (অক্ষা ২১°৪৭′ উঃ এবং দ্রাঘি• ৮৯°১৩ পূ: ) কলিকাতা হইতে যে খাল পূৰ্ব্বাভিমুখে গিয়াছে, তাহা হাসানাবাদের নিকট এই নদীতে আসিয়া মিশিয়াছে। যমুন, আগামে প্রবাহিত একটা নদী। নাগা পাহাড়ের উত্তরাংশে (অক্ষা- ২৮৩১ উঃ এবং দ্রাঘি• ৯৩°৩১ পূঃ । উদ্ভূত হয়। রেঙ্গম শৈলের দক্ষিণপাদ । बिरक्षोड द्वि॥ নওগাঁ জেলায় ব্ৰহ্মপুত্রের কপিলী শাখায় যমুনামুখ ( অক্ষা২৬-১ উঃ এবং ভ্রাঘি• ৯২°৪৭′ পূ: ) গ্রামের নিকট সঙ্গত হুইয়াছে । দিখর, স্বৰ্গতি ও পাখ রাদেশ নামক নদীত্রয় ইহার শাখা। নদীবক্ষের স্থানে স্থানে কয়লা ও পাথুরে চুণ পাওয়া যায় । যমুনা (ববুন!), উত্তর বঙ্গে প্রবাহিত একটা নদী। সম্ভবতঃ উছ তিস্ত মদীর প্রাচীন খাত হইবে। দিনাজপুর জেলায় উদ্ভূক্ত হইয়া বগুড় সীমান্ত বাছিয়া গঙ্গার অাত্রেরী শাখায় भिणिङि श्ब्रींश् ।। ५ऎ नौिडेौ८झ निनाशशूज cषणानि कूणবাড়ী ও বিরামপুর এবং বগুড়া জেলায় ছিলি নামক স্থান চাউল ও নানা শস্তের বাণিজ্য-কেন্দ্র বলিয়। পরিগণিত । যমুনা, ১ বিন্ধ্যপাদমূলস্থ একটা গ্রাম। . ২ চম্পারণ জেলার গও কাতীরবর্তী একটা গ্রাম । ( ব্রহ্মখণ্ড ) [ ձե-Հ ] যমেশ যমুনাচাৰ্য্য, দাক্ষিণাত্যবাসী জনৈক আচাৰ্য্য o क्षt¥ङ्क সম্প্রদায় বিশেষের প্রবর্তক। ইনি চোলরাজপণ্ডিত কোলাহল কবিকে তর্কে পরাজিত করিয়া তাহাকে বৈষ্ণব ধৰ্ম্মে দীক্ষিত করেন । তদবধি চোলরাজ্যে শৈব ধৰ্ম্মের পরিবর্তে বৈষ্ণব ধৰ্ম্মের প্রতিষ্ঠা হয়। ইচ্ছার মতাবলম্বিগণ যমুনাচারী নামে প্রসিদ্ধ। কেহ কেহ ইহঁাকে যামুনাচাৰ্য্য নামেও অভিহিত করেন । [ যামুনাচাৰ্য্য দেখ। ] যমুনাজনক (পুং ) যমুনায়া জনকঃ স্বৰ্য্য। ( হেম ) যমুনাতীর্থ, প্রাচীন তীর্থভেদ । যমুনাদ্বীপ (পুং ) জনপদভেদ । যমুনাপ্রভব । পুং ) যমুনার উৎপত্তিস্থান । একটা প্রধান তীর্থ। যমুনাভিদ (পুং ) যমুনাং ভিনীতি ভিদক্ষিপ, । বলদেব। বলরাম যমুনাকে হলম্বারা আকর্ষণ করিয়াছিলেন বলিয়া তাহার এই নাম হইয়াছে । হরিবংশে ১০২, ১৪৩ অধ্যায়ে ইহার বিশেষ বিবরণ লিখিত আছে। यशूनांखाछू (५९) बभूनाया जाङ । षभ । (अमब्र) যমুনোত্তরী, হিমালয় পৰ্ব্বতশ্রেণীর অন্তর্গত একটা শৈলবিভাগ। গড়বাল সীমান্তে অবস্থিত। অক্ষাe ৩০°৫৯' উঃ এবং দ্রাঘি• ৭৮৩৫' পূঃ । যমুনা নদী ইছাকে বামে রাখিয়। শৈলগাত্র অবরোহণ করিয়াছে। এই স্থলে যমুণাবক্ষ সমুদ্রপৃষ্ঠ হইতে ৯৭৯৩ ফিট, কিন্তু যমুনোত্তর শৈলশৃঙ্গ ২৫৬৬৯ ফিট, উচ্চ। পার্শ্ববৰ্ত্তী পাচবাদর নামক শৈলশিখর (২০৭৫৮ ফিট) হস্থতে কএকট প্রস্রবণ নিঃস্বগু হইয়াছে। এই বঁদের পাচ শৈলের মধ্যস্থলে একটা বৃহৎ হ্রদ আছে। প্রবাদ, রামামুচর হনুমান লঙ্ক দগ্ধের পর, এই হ্রদে আসিয়া স্বীয় প্রজলিও লাঞ্ছল নিৰ্ব্বাপিত করিয়াছিলেন। যমুনোত্তরী-শৈল হিন্দুর একটা পবিত্র তীর্থ বলিয়া গণ্য । এখানে তিনটী স্রোতোধার। একত্র সংমিলিত হইয়াছে। নিকটে বসুত্রাতা নামে একটা উষ্ণ প্রস্রবণ অাছে। উছার পবিত্র জলে পিতৃপুরুষের পিণ্ডদানই পরম পুণ্যপ্রদ। এতদ্ভিন্ন তথায় আরও কএকটা উষ্ণ প্রশ্রবণ দৃষ্ট হয়। যমুন্দ (পুং) ঋষিভেদ। ইহার বংশীয়গণ মামুদায়নি নামে (כ8צוכו8 ilf-ift* ) ו סזזף ( (রী ) বস্ত্রবিশেষ । ( রাজতরঙ্গিণী ১২৯৯ ) शरभङ्गल्क (छौ) बभ९ छेब्रब्रउि cथब्रब्रडि छेब्रि दाश्णकां९ सेकू. **. । मडफ़्क। (जिक•) - शद्दम• (बि ) ४ क्यछख् । (झैँौ) २ डङ्गीनक्छ। ইহা হিন্দুদিগের