পাতা:বিশ্বকোষ পঞ্চদশ খণ্ড.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মীরাবাই [ १७ ] भैोब्रांराहै কি প্রকারে মীরার সঙ্গীত গুনিতে আগমন করিয়া ৭ লক্ষ টাকার মুক্তার মালা গোবিন্দজীউএর কণ্ঠে দিবেন—তাহ আমরা বুঝিতে অক্ষম । কথিত আছে, আকবর পুর্বজন্মে মুকুন্দ ব্রহ্মচারী ছিলেন। তাছারও মীরার সমকালে বিদ্যমান १ॉक अगकुद ! ভক্তমালগ্রন্থে ও মীরার পরিচয় প্রসঙ্গে লিখিত আছে যে, বাদশাহ আকবর মীরার ক্রমুখনিঃস্থত অপূৰ্ব্ব সঙ্গীতমুখাপান করিবার জন্য তানসেনের সঙ্গে বৈষ্ণবের বেশে আগমন করিয়াছিলেন । কিন্তু এ বর্ণনার মূলে কোন সত্য নাই, তাহ পূৰ্ব্বেষ্ট বলিয়াছি। 哆 象 এইরূপ কিংবদন্তী আছে যে, কোন উদাসীনবেশী মহা- | রাজ মারার সঙ্গীতে মুগ্ধ হইয়া বহুমূল্য মুক্তামাল মীরার কণ্ঠে | দিতে প্রস্তুত হইয়াছিলেন। মারা তাহাতে সম্পূর্ণ অসম্মত । হওয়ায় উদাসীন গোবিন্যজীউর কণ্ঠে উক্ত মালা অৰ্পণ করেন। ক্রমে উক্ত ঘটনা অতিরঞ্জিত হইয়। রাণার কণে প্রবেশ । করিল। কুম্ভ কৌতুহলাক্রান্ত ছহয়৷ মুক্তার মালা দেখিতে আসিলেন । জহুরীগণ কহিল, উচ্চার মুল্য ১০ লক্ষ টাকা, দিল্লীর সম্রাট ভিন্ন গুরূপ মুক্তাহ: ব আর কাচারও নাই । সকলেহ বলিল,—উদাসীনবেশ পুরুষ স্বহস্তে মারার কণ্ঠে মুক্তামাল পরাহয় দিতে গিয়াছিলেন। সন্ধিগ্ধচিত্ত রাণী । ভাবিলেন যে, শুধু সঙ্গীত শুনিয়া কেহ দশ লক্ষ টাকা দান করিতে পারে না । মীরার রূপলাবণ্যে মুগ্ধ হইয়। প্রলো ভনে বশীভুত কfরবার জন্তু এই মুক্তামাল উপস্থার দিয়াছে । হয় ত মীরা সতীত্ববিক্রয় করিয়াছে । বুদ্ধিশক্তি আচ্ছন্ন করিয়া ফেলিল । নিবুদ্ধিতা প্রযুক্ত ইহ তিনি বিবেচনা করিলেন না, যে রমণী চিতোরের চিরস্মরণীয় স্বর্ণসিংহাসন, মণিমাণিক্যযুক্ত রত্নভূষণ, ভোগবিলাসের সজীব প্রস্রবণ রাজভবন পদদলনপুৰ্ব্বক কৃষ্ণপ্রেমে উন্মদিনী, সেই কি ন৷ একগাছি মুক্তার মালার লোভে অপার্থিব সম্পদ | | এমে সন্দে কপিশাচ তাছার সজ্ঞাত্বর বিক্রয় করিবে ! সন্দেহরূপী পিশাচের আবেশে রাণ অন্ধনিশ বিষম-বুশ্চিক- | দংশন ভোগ করিতে লাগিলেন । রাজপথে বৈষ্ণবগণ কর- } ভাল ধ্বনিত করিয়৷ মীরার সঙ্গীত গান করিতে লাগিল । । “মীরা কহে বিনা প্রেমসে না মিলে নন্দলাল" ভণিত শুনয় । রাণা ভাবিলেন, সৰ্ব্বসাধারণে তাছাকে স্ত্রৈপতার ব্যঙ্গ কfরভেছে । মীরার নামে মীরার স্মৃতিতে তাছার প্রতিমুহূর্তে | বৃশ্চিকদংশনৰtল উপস্থিত হইতে লাগিল। মারাকে কি শান্তি দিবেন, স্থির করতে পায়িলেন না। ভাৰিলেন, মীরাকে চিত্তোর হইতে নির্বাপিত করিলে সৰ্ব্বসাধারণে মীরার অমু t XV > స সরণ কৱিবে । মূঢ় কুম্ভ মনে করিলেন, তিনি ৰেমম পত্নীভাবে মীরার রূপলাবণ্যে মুগ্ধ, সকল লোকেই মীয়ার সৌন্দর্য্যে সেই ভাবে মুগ্ধ। এই অমূলক ধারণার বশবর্তী হইয়। তিনি মীরার প্রাণনাশ করিবার সঙ্কল্প করিতে লাগিলেন। কারণ তাহা ইষ্টলে মীরার সঞ্চিত মীরার স্মৃতি ও মীরার ভণিতাযুক্ত প্রীতিগীতি বিলুপ্ত হইবে । কিন্তু তিনি বুঝলেন না যে, ভক্তিमडी भैोब्राग्न नरिजकाश्मिौ ७ ननौठक्ष्वनि हिब्रक्मिहे शृषैौवानैौ মমুষ্যের অন্তঃকরণে মধুধার বর্ধণ করিখে। বিকুণ্ডচিত্ত রাণী জানিতেন যে, মীয়াকে তিনি ৰে আজ্ঞাই করিবেন, মীরা তাহ অম্লান বদনে পালন করিবেন। এই বিশ্বাসে নির্ডর করিয়া মায়াকে গোপনে পত্র লিখিলেন— “भौब्रा ! ८ऊाथांब्र खछ श्राभि मियांमिथि चलाखिब्र- यूकिकश्श्वन मक्ष कब्रिट्डश् ि। फूथि ब्राब्रिप्ड मकैौभए७ भग्न झ्हेब्र। প্রাণত্যাগ কর, তাহা হইলে আমি নিশ্চিন্তু হই ।” BB BB BBBS BBBBBB BBBD DDD MBBD দেখা করাইয়া দিতে প্রার্থনা করিলেন । পত্রবাহক কছিল,— রাণার সে আদেশ নাই। মীরা আর কোন বাঙ নিম্পত্তি করিলেন না । গভীর নিশীথে যখন রাজ ভৰনের সকলেট স্বযুপ্ত, মীরা তখন ভক্তি ভরে গোবিন্দঞ্জীউকে প্রণাম করিয়া অলক্ষিতভাবে রাজভবন ত্যাগ করিলেন । নদীতীরে উপস্থিত হইয়। পতিব্ৰতা মীরা তরঙ্গসস্কুল নদীগর্ভে লম্ফপ্রদানপুৰ্ব্বক পতিত হইলেন । সংজ্ঞাখুথ হহয়। মীরা স্বপ্ন দেখিলেন,--- এক দিবা কান্তি বালক তাহাকে ক্রোড়ে করিবার জন্য বাস্থ বিস্তার করিয়াছে। সেই নবীননীরদগুমি, নীলেনীবরলোচন; শিথিপুচ্ছসমনীলকুঞ্চিতমূদ্ধজ, বনমালা-বিভূষিত গোপালরূপী কৃষ্ণ তাছাকে অঙ্কে ধারণ করিয়া কহিতেছেন—“মীরা ! তুমি পতির আজ্ঞা প্রতিপালন করিয়া পতিভক্তির পরাকাষ্ঠা দেখাইয়াছ । এক্ষণে গাত্রে খান ত্রিতাপতাপত সংসার-দুঃখে দগ্ধ নরনারীকে ভক্তির সঞ্জীবনী গাথা শুনাই য়ু কৰ্ত্তব্য পালন কর । ক ৰ্ত্তব্য কৰ্ম্ম এখনও শেষ ছয় না ! উঠ ! আমার আজ্ঞা পালন কর।” সংজ্ঞালাভ করেখা মীরা দেখিলেন,—তিনি সৈকতশধ্যায় শয়ান রহিয়াছেন । মীর আর চিতোরে প্রত্যাগমন করিলেন না । হরিগুণ গান করিতে করিতে বুলাবনধামে মাত্র করিলেন । বৃন্দাবনচন্দ্র বালকবেশে মীরার পপ প্রদর্শন করিয়া ক্ষুধাতৃষ্ণার খাগুজল যোগাইতে যোগাইতে চলিলেন । এইৰূপে তিনি বালকবৃন্দের সহিত সঙ্কীর্তন করিতে করিতে বুলাবন অভিমুখে অগ্রসর হইলেন । পথিমধ্যে মীরার হরিনাম গানে উন্মত্ত হইয়া স্বকুমারন্ধদয় ব্যক্তিমাত্রেই তাহার কর ।