পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ाशि मूडांद्र অল্পসমাসযুক্ত এবং প্রসাদগুণভূষিত গদ্যকে চুৰ্ণক বলে । যথা, গুণরত্নসাগর জগদেকনাগর কামিনীমদন জনরঞ্জন” ইত্যাদি। ছন্দোমঞ্জরীর মতে গদ্য তিনপ্রকার—বৃত্তক, উৎকলিকাপ্রায় ও বৃত্তগন্ধি। কঠোর অক্ষরশূন্য অল্পসমাসযুক্ত গদ্যকে বৃত্তক বলে, ইহা বৈদভী রীতিতে রচিত হয়। কঠোরাক্ষর ও বহুতর সমাসযুক্তকে উৎকলিকাপ্রায় এবং বৃত্তের একদেশযুক্তকে বৃত্তগন্ধিগদ্য বলে । কাব্যাদর্শের মতে পাদলক্ষণরহিত পদসমূহকে গদ্য বলে। গদ্যকাব্য প্রধানতঃ দুইভাগে বিভক্ত, কথা ও অাখ্যায়িক । ( কাব্যাদর্শ ১ পরিচ্ছেদ । ) { কাব্য দেখ। ] গদ্যাণ (পুং) পরিমাণ বিশেষ । ভাবপ্রকাশের মতে দুই যবে এক গুঞ্জt, ৮ গুঞ্জায় এক মায এবং ৬ মায বা ৪৮ গুঞ্জায় এক গদ্যাণ হয় । কোন কোন বৈদ্যকের মতে, ৭ গুঞ্জায় এক মাব, ৬ মাযে বা ৪২ গুঞ্জায় এক গদ্যtণ হয় । গদ্যাণক (পুং) গদাণ এব স্বার্থে কন্‌। ১ গদ্যাণ । ২ লীলাবর্তী উক্ত পরিমাণ বিশেষ । লীলাবতীর মতে ২ যবে এক গুঞ্জ, ৩ গুঞ্জায় এক বল্ল, ৮ বলে এক ধরণ ও ২ ধরণে এক গদ্যাণক হয় । কোন কোন পুস্তকে ‘গদ্যাণক স্থলে গদ্যানক বা গদ্যলক এইরূপ পাঠও লক্ষিত হয় । কোন বৈদ্যকের মতে ৬৪ গুঞ্জ বা রতিতে এক গদ্যাণক হয় । গদ্র, ১ বোম্বাই প্রদেশের কাঠিয়াবাড়ের গোহেলবারপ্রাস্তের অন্তর্গত একটী নগর, লোকসংখ্যা প্রায় ছয় হাজার । ১৮০৪ খৃষ্টাব্দে সহজানন্দ-প্রতিষ্ঠিত স্বামী নারায়ণ সম্প্রদায়ের এথানে একটা প্রধান আডিড আছে। এইখানে সহজানন্দ ১৮৩০ খৃষ্টাব্দে ইহলোক পরিত্যাগ করেন। ফৌজদারী আদালত, বালক ও বালিকাবিদ্যালয় এবং ঔষধালয় আছে। ২ সিন্ধুপ্রদেশের থর ও পার্কর জেলার অন্তর্গত উমারকোট তালুকের একটা নগর। এখানে প্রায় দুই সহস্ৰ লোকের বাস । গধালি, কাঠিয়াবাড়ের গোহেলবারগ্রান্তের অন্তর্গত একটা ক্ষুদ্র রাজ্য। উজলবার রেল ষ্টেসন হইতে ৩ • ক্রোশ পশ্চিমে অবস্থিত; এখানে তিনজন করদ সামন্তের অধীন তিনখানি গ্রাম আছে। অায় প্রায় ৯• • •\ টাকা, তন্মধ্যে বরদার গাইকবাড়কে ১৬৯৯ টাকা ও জুনাগড়ের নবাবকে ৩•• টাকা কর দিতে হয়। গধি তি , উপ প্রদেশের মজফরনগর জেলার জন্তর্গত একটী গ্রাম। এখানে দুই সহস্রাধিক লোকের বাস, তন্মধ্যে V - [ २२A ] গমুটিয়া বলুচি মুসলমানই অধিক। এখানে কএকটা ইষ্টকালয়, उिनी भन्छन् ७ ७ोठाश्कि बाणाग्न आँप्रश्। ७थाप्न চিনি ও লবণের ব্যবসাই অধিক । গ্রামের চারিদিকে সুন্দর উপবন। গধিয়া, দক্ষিণ কাঠিয়াবাড়ের অন্তর্গত একটা ক্ষুদ্র রাজ্য। গিরিজঙ্গলের ধারে অবস্থিত । ইহার মধ্যে দুইখানি গ্রাম দুইজন সামস্তের অধীন। আয় প্রায় ২৫• • টাকা, তন্মধ্যে বরদার গাইকবাড়কে ২৭৪ টাকা ও জুনাগড়ের নবাবকে ২•N টাকা কয় দিতে হয়। গধুল, কাঠিয়াবাড়ের গোহেলবারপ্রাস্তের অন্তর্গত একটী ক্ষুত্র রাজ্য। ধোলা রেলপথের ২॥• ক্রোশ দূরে অবস্থিত। দুইজন সামস্তরাজের অধীন। আয় প্রায় ৩০০০ টাকা, তন্মধ্যে বরদার গাইকবাড়কে ১৬৮ টাকা ও জুনাগড়ের নবাবকে ২৮ টাকা কর দিতে হয়। গধূকা, কাঠিয়াবাড়ের হলার প্রান্তের অন্তর্গত একট ক্ষুদ্র রাজ্য । একজন করদ সামস্তের অধীনে এখানে ছয়খানি গ্রাম আছে। রাজকোট হইতে ৫ ক্রোশ পূৰ্ব্বে অবস্থিত । আয় ১• • • • টাকা, তন্মধ্যে বৃটিশ গবমেণ্টকে ৪৬০ টাক। ও জুনাগড়ের নবাবকে ২০০ টাকা কর দিতে হয়। গধ্য (ত্রি ) { বৈ ] গ্রহ যৎ পৃষেদিরাদি-বৎ নিপাতনে সাধু । প্রাপ্য, যাহা পাইবার যোগ্য । “ত্বাং বাজী হবতে বাজিনেয়ে। মহে বাঞ্জস্য গধ্যস্ত সাতেী।” ( ঋক্ ৬। ২৬ । ২ ) “গধ্যস্ত প্রাপ্যস্ত’ ( সায়ণ)। গনতঙ্গ, পঞ্জাব প্রদেশের বসহর বিভাগে স্থিত কুনাবার ও চীনসাম্রাজ্যের মধ্যবৰ্ত্তী গিরিসঙ্কট। অক্ষা ৩১° ৩৮' উঃ ও দ্রাঘি ৭৮ ৪৭ পূঃ । ঐ সঙ্কটের উপর ঋষি গনতঙ্গ পৰ্ব্বত । ইহা উচ্চে ২১২২৯ ফিট হইবে । ইহার সর্বোচ্চ স্থানসমূহ চিরদিনই বরফাবৃত থাকে। বরফাবৃত বলিয়া এই স্থানের পাৰ্ব্বতীয় দৃপ্ত ভয়াবহ ও পৰ্ব্বতট চুরারোহ। এস্থানে কোন বৃক্ষাদি জন্মে না । গিরিসঙ্কট হইতে পৰ্ব্বত শিখরের উচ্চতা ১৮২৯৫ ফিট । গনুটিয়া, জেলা বীরভূমের অন্তর্গত পুকুর পরগণার একটা । নগর। অক্ষা ২৩ ৫২৩০% উঃ, ও দ্রাখি ৮৭° ৫২৪৫% পুং । এই গওগ্রামখানি মোর (ময়ূরাক্ষ) নদীর উত্তরকুলে অবস্থিত, এই স্থানে পূৰ্ব্বে প্রচুর পরিমাণে রেশমের চাষ হইত। গ্রামের সমস্ত অধিবাসীরা গুটী ভাঙ্গিয় রেশম তৈয়ার করিয়া ইংরাজের কুঠিতে বিক্রয় করে। ইহাই তত্ৰত্য বাসন্দাদিগের একমাত্র জীবনোপায় । খৃষ্টীয় ১৭৮৬ অস্বে ফ্রাস্হার্ড সাহেব সৰ্ব্বপ্রথমে এইখানে C: 월