পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গিরাড় গিয়াসাবাদ, বঙ্গের মুর্শিদাবাদের অন্তর্গত আজিমগঞ্জের তিন ক্রোশ উত্তরে ভাগীরথীর দক্ষিণ উপকূলে অবস্থিত একটা প্রাচীন নগর। অক্ষা ২৪° ১৭৩৩% উঃ ও দ্রাঘি" ৮৮° ১৬৪১ পূ: ইছায় প্রাচীন নাম বদ্রিহাট। এখন স্থানীয় পুলিস ফাড়িকে বদ্রিহাট থানা বলিয়া থাকে। গৌড়ের গয়াসউদ্দীন নামে একজন পাঠান রাজার নামানুসারে গিয়াসাবাদ নাম হষ্টয়াছে চলিত কথায় গয়সীবাদ বলে । এখানকার ধ্বংশাবশেষ দেখিলে ইহা অতি প্রাচীন নগর বলিয়াই বোধ হয়। এই স্থানে একট দুর্গ, রাজবাটী, পালিভাষায় খোদিতলিপিযুক্ত প্রস্তরস্তম্ভ, বিচিত্র বিচিত্র শিল্পময় প্রস্তরাদির ভগ্নাবশেষ স্বর্ণমুদ্রা ও মৃৎপাত্রাদি পাওয়া গিয়াছে। পূৰ্ব্বে কোন বংশীয় রাজগণ এইখানে রাজত্ব করিডেন, তাহার কোন ইতিহাস জানা যায় নাই। পালিভাষায় লিখিত শিলt. ফলক দেখিয়া অনুমান হয় যে এখানে পূৰ্ব্বকালে কোন বৌদ্ধরাজার রাজত্ব ছিল । ধ্বংশাবশেষের মধ্যে কতক কলিকা তার যাদুঘরে অনিয়া রাখা হইয়াছে। গিয়াসপুর, লক্ষ্মণাবতীর অন্তর্গত একটা নগয়। গৌড়ের মুসলমান রাজগণের সময় এইখানে টাকশাল ছিল । গির (ী) গুক্ষিপ্ত। বাক্য। “গীষ্টি ব্যং বদ্ধয়ামে বচোবিদঃ ” (ঋক্ ১৯১১১) গির, বোম্বাই প্রেসিডেন্সীর কাঠিয়াবাড় বিভাগের অন্তর্গত একটা গিরিশ্রেণী। ডিউ দ্বীপের ২ মাইল উত্তরপূর্ণ হইতে আরম্ভ করিয়া প্রায় ৪০ মাইল পৰ্য্যন্ত বিস্তৃত হইস্বাছে । এই বনময় পৰ্ব্বতমধ্যে দস্থাপতি হাবাবাল ভারতীয় নৌ-সেনাধ্যক্ষ কাপ্তেন গ্ৰাণ্টকে ১৮১৩ খৃষ্টাব্দে प्लाज़ारे মাস বন্দী করিয়া রাখেন । গির (স্ত্রী ) গির বা টপ্‌। (টাপং চাদেী-হলস্তানাং ক্ষুধা বাচ নিশাগিয় । অপিশলীয় । ) বাক্য। “তাং গিরাং করশাং শ্রীত্ব ।’’ ( দশরথবিলাপ ) গিরাড়, মধ্যপ্রদেশের বাজেলার অন্তর্গত একটা নগর, বর্দী নগরের ৩৭ মাইল দক্ষিণপূৰ্ব্বে অবস্থিত । অক্ষা ২০° ৪১' উঃ ও দ্রাখি ৭৯ ৯ ৩০' পূঃ । ইহার নিকটবৰ্ত্তী পৰ্ব্বতে সেখখাজা ফরিদপীরের পীঠ। স্থানীয় হিন্দু ও মুসলমান ভক্তের সৰ্ব্বদা সেইস্থানে যাইয়া খাকে । ধাৰ্ম্মিক ফরিদ ত্রিশবৎসর কাল ফকিরবেশে ভারতের নানা স্থান পরিভ্রমণ করিয়া ১২৪৪ খৃষ্টাব্দে এই পৰ্ব্বতে আসিয়া বাস করেন। ইহার সম্বন্ধে অনেক আশ্চৰ্য্য ঘটনা শুনা বায়। পাঁচখানি গ্রামের আয়ে এই পীরস্থানের খরচ চলে। এখানে একটা পুলিশ ও গ্রাম্য বিদ্যালয় অাছে। সপ্তাহে সপ্তাহে হাট বসে। [ .৩৬৭ ] ििते कृष्छ्रं

- ”...... --- গিরি (পুং) -ই, কিচ্চ। ( পু টিভিদিচ্ছিদিভ্যশ্চ । উগৃ ৪।১।৪২)। ১ পৰ্ব্বত । “গিয়েতৃষ্টির্ন ভ্রাজতে তুজ শবঃ ” (ঋক্ ১৫৬৩) ‘গিরেঃ পৰ্ব্বতন্ত’ ( যায়ণ ) ২ তান্ত্রিক সন্ন্যাসীবিশেষ । “সদোৰ্দ্ধবাহুর্যে বীর: মুক্তকেশো দিগম্বরঃ । সৰ্ব্বত্র সমভাবেন ভাবয়ে যোনরোত্তমঃ ॥ ইষ্টদেবী ধিয়া নারীং স গিরি পরিকীৰ্ত্তিভঃ।” (उच्न) যিনি সৰ্ব্বদাই উৰ্দ্ধবাহু, বীরাচারী, মুক্তকেশ ও উলঙ্গ, সৰ্ব্বত্রই সমভাবে অবলোকন করেন এবং আপনার ইষ্টদেবী ভাবিয়া সকল নারীর উপরে অনুরাগ প্রকাশ করিয়া থাকেন, তাহাকেই গিরি বলে। ৩ পরিত্রাজকগণের উপাধিবিশেয | শঙ্করাচার্য্যের প্রধান শিযা আননা এই উপাধিধারী ছিলেন । ৪ নেত্ররোগবিশেষ। ৫ গেলুক। ( বিশ্ব ) ৬ মেঘ। “গিরয়োনাপ উগ্র অস্পৃঞ্জন ” ( ঋক্ ৬৬৬১১)। "গিররো মেঘাঃ’ ( সায়ণ । ) ৭ পারদদোষবিশেষ। পারদের এই দেবের শোধন না করিয়া সেবন করিলে শরীরের জাড়া হয় । “মলং বিষং বহিগিরী চ চাপলং নৈসর্গিকং দোষমুশস্তি পারদে” (তাবপ্রকাশ ) ৮ দশনামী সম্প্রদায়ের অন্তর্গত একটা সম্প্রদায় । [ দশনামী দেখ। ] মণ্ডনমিশ্রের শিয্য “গিরি” হইতে এই সম্প্রদায়ের নামকয়ণ হইয়াছে। ইহাদের মধ্যে এক একজন মঠধারী মোহন্ত আছেন । র্তাহারাই এই সম্প্রদায়ের প্রধান । বর্তমানকালে এই সম্প্রদায়ের অনেক লোক বৈষ্ণব ধৰ্ম্ম অবলম্বন করিয়াছে, তাছার গিরিবৈষ্ণব নামে খ্যাত। উৎকলে এইরূপ গিরিবৈষ্ণব দেখা যায়। তাহার কৃবিও শিষ্য সেবকদিগের দান গ্রহণ করিয়া জীবিকানিৰ্ব্বাহ করে। যশোরজেলায় ইহারা যোগীবৈষ্ণব নামে প্রসিদ্ধ । ইহার দীরপরিগ্রহ করে না । (ত্রি ) ৯ পূজ্য, শ্রেষ্ঠ । ( মেদিনী) ( ) ভাবে ই কিচ্চ। ১• নিগরণ, তক্ষণ। গিরতি স্তোকং কর্তুরিই। ১১ বালমূধিক। স্ত্রীলিঙ্গে বিকল্পে উীপ হয়। গিরি শন্ধের পরবর্তী নদী নখ প্রভৃতি কয়েকটা শব্দের নকার শত্ব হয় । গিরিক (পুং ) গিয়ে কৈলাসে কাল্পতি কৈ-ক। ১ শিব। “গিরিকো হিষ্ণুকোবৃক্ষ জীবঃ পুদগলএবসঃ।”(তারত-১২৩৬৮অঃ) (ত্রি) গিরে ভবঃ গিরি-কন। ২ পৰ্ব্বতজাত । গিরিকচ্ছপ (পুং ) গিয়ে পৰ্ব্বতস্থারীযু কচ্ছপ। একপ্রকার