উর্ণায়ু। এখানে তদ্বিতের যুস্ প্রত্যয়ের সকার ইৎ হইয়াছে। *। রুধাদিত্যঃ শ্লম্। পা। ৩। ১। ৭৮। রুধাদি ধাতুর পর শ্লম্ হয়। ইহার শ ও ম ইৎ হয়, ন থাকে। রুধ-তি রুণদ্ধি। *। কিমোঽৎ। পা ৫। ৩। ১২। কিম্ শব্দের উত্তর অৎ প্রত্যয় হয়। তাহার পর, —। *। ক্বাতি। পা ৭। ২। ১০৫। অৎ প্রত্যয় পরে থাকিলে কিম্ স্থানে ক আদেশ হয়। সুতরাং কিম্ অৎ ক্ব। এখানে তদ্ধিতের অন্ত্য তকার ইৎ হইয়াছে। ইটোঽৎ। পা ৩। ৪। ১০৬। লিঙের আত্মনেপদের ইটের স্থানে অৎ অর্থাৎ অকার হয়। এখানে অৎ এই তকারের ইৎ কার্য্যের নিষেধ হয় নাই।
১১। *। আদির্ঞি টুডবঃ। পা ১। ৩। ৫। আদিস্থিত ঞি, টু এবং ডু ইৎ হয়, অর্থাৎ কার্য্যকালে এই সকল অনুবন্ধগুলি থাকে না। যেমন ঞি ধৃষা-ক্ত ধৃষ্ট। টু বেপৃ-অথুচ্ বেপথু। ডু কৃঞ্-ক্ত্রি কৃত্রিম।
১২। *। যঃ প্রত্যয়স্য। পা ১। ৩। ৬। প্রত্যয়ের আদিতে যকার থাকিলে তাহা ইৎ হয়। যেমন, নৃত-যুন্ নর্ত্তক।
১৩। *। চুটু। পা ১। ৩। ৭। প্রত্যয়ের আদিস্থিত চবর্গ এবং টবর্গের ইৎ সংজ্ঞা হয়। যেমন, —। *। গোত্রে কুঞ্জাদিভ্যঃ চ্ফঞ্। পা ৪। ১। ৯৮। গোত্র সংজ্ঞক অপত্য অর্থে কুঞ্জাদি শব্দের উত্তর চ্ফঞ্ প্রত্যয় হয়। কুঞ্জ-চ্ফঞ্ কৌঞ্জায়ন্য। এখানে চকার ইৎ হইয়াছে। রাম-জস্ রামাঃ। এখানে জকার ইৎ হইয়াছে। *। চরেষ্টঃ। পা ৩। ২। ১৬। অধিকরণ উপপদের পর চর ধাতুর উত্তর ট প্রত্যয় হয়। কুরু-চর-ট কুরুচর। এখানে ট ইৎ হইয়াছে। *। সপ্তম্যাং জনের্ডঃ। পা ৩। ২। ৯৭। সপ্তম্যন্ত উপপদের পর জন্ ধাতুর উত্তর ড প্রত্যয় হয়। যেমন, পঙ্ক-জন্-ড পঙ্কজ। এখানে ডকারের ইৎ সংজ্ঞা হইয়াছে। এই রূপ প্রত্যয়ের আদির চবর্গ ও টবর্গ ইৎ হইয়া থাকে।
১৪। *। লশক্বতদ্ধিতে। পা ১। ৩। ৮। প্রত্যয়ের আদিতে ল, শ ও কবর্গ থাকিলে তাহারা ইৎ হয়; কিন্তু তদ্ধিত প্রত্যয়ে হয় না। যেমন,—। *। লুট্ চ। পা ৩। ৩। ১১৫। নপুংসকলিঙ্গে ভাববাচ্যে ধাতুর উত্তর ল্যুট্ প্রত্যয় হয়। হস-ল্যুট্ হুসন। এখানে কৃৎ প্রত্যয়ের আদিস্থিত লকার ইৎ হইয়াছে। *। কর্ত্তরি শপ্। পা ৩। ১। ৬৮। কর্ত্তৃবাচ্যে সার্ব্বধাতুক পরে থাকিলে
১৫। কিন্তু তদ্ধিত প্রত্যয়ের আদিস্থিত ল, শ এবং কবর্গের ইৎ হয় না। যেমন,—। *। প্রাণিস্থাদাতো লজন্য-তরস্যাম্। পা ৫। ২। ৯৬। প্রাণীতে যাহা থাকে তদ্বাচী আকারান্ত শব্দের উত্তর অস্ত্যর্থ বিকল্পে লচ্ প্রত্যয় হয়। চূড়া-লচ্ চূড়াল। এখানে তদ্ধিত প্রত্যয়ের আদিস্থিত লকার ইৎ হইল না। *। লোমাদিপামাদিপিচ্ছাদিভ্যঃ শনেলচঃ। পা ৫। ২। ১০০। মত্বর্থে লোমাদি শব্দের উত্তর শ, পামাদির উত্তর ন, এবং পিচ্ছাদি শব্দের উত্তর ইলচ্ প্রত্যয় হয়। লোম-শ লোমশ। এখানে তদ্ধিত প্রত্যয়ের আদিস্থিত শকার ইৎ হয় নাই। *। সংজ্ঞায়াং কন্। পা ৪। ৩। ১৪৭। পিষ্ট শব্দের উত্তর বিকারে সংজ্ঞা বিষয়ে কন্ প্রত্যয় হয়। পিষ্ট-কন্ পিষ্টক। এখানে তদ্ধিত প্রত্যয়ের আদিস্থিত ক বর্ণের ইৎ হয় নাই। এই রূপ কোন স্থলেই তদ্ধিত প্রত্যয়ের আদিস্থিত ল, শ এবং কবর্গের ইৎ সংজ্ঞা হইবে না।
ইৎ বর্ণের ফল এই রূপ,—
১৬। *। অচো ঞ্ণিতি। পা ৭। ২। ১১৫। ঞ ইৎ এবং ণ ইৎ প্রত্যয় পরে থাকিলে অজন্ত অঙ্গের বৃদ্ধি হয়। *। যেমন,—কৃ-ঘঞ্ কার। অত উপধায়াঃ। পা ৭। ২। ১১৬। ঞ ইৎ এবং ণ ইৎ প্রত্যয় পরে থাকিলে উপধা অকারের বৃদ্ধি হয়। যেমন,—যজ-ঘঞ্ যাগ। পচ-ঘাঞ্ পাক। কুম্ভ-কৃ অণ্ কুম্ভকার।
১৭। *। তদ্ধিতেবচামাদেঃ। পা ৭। ২। ১১৭। তদ্ধিতের ঞ ইৎ এবং ণ ইৎ প্রত্যয় পরে থাকিলে প্রাতিপদিকের আদ্য অচের বৃদ্ধি হয়। *। কিতি চ। পা ৭। ২। ১১৮। তদ্ধিতের ক ইৎ প্রত্যয় পরে থাকিলে অঙ্গের আদ্য অচের বৃদ্ধি হয়।
১৮। যাহার অন্তে পুগাগম (পকার) হয়, কিম্বা যে