পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/৪৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিষ্যদে [ 8૭( ] অভিসন্তাপ অল্প চুলকাইতে থাকে, তাহার পর অত্যন্ত কর কর করে ও ভিতরে বেদন বোধ হয় ; কোথাও চক্ষুর ভিতরে যেন হঠাৎ কীটাদি পড়িল এই রূপ বোধ হয় এবং দুঃসহ যন্ত্রণ হইতে থাকে। চক্ষুর পাত। অত্যন্ত ফুলিয়া উঠে; প্রথমে চক্ষের জল, তাহার পর পুয় মিশ্রিত জল পড়ে ; কণিনিক রক্তবর্ণ হয় ; মস্তক বেদনা করে, শরীর উষ্ণ এবং নাড়ী বেগবতী ছয় , মধ্যে মধ্যে বমন ও বমনোদ্বেগ হইয়া থাকে। চক্ষুরোগে মাদক দ্রব্য সেবন ; অধিক মানসিক চিন্তা ; রাত্ৰিজাগরণ ; রৌদ্র ধূম শীতল বায়ু, পূৰ্ব্ব ও উত্তরদিকের বায়ুসেবন ; অধিক মৈথুন ; মৎস্ত, শাক, অম্ন, ঝাল, গুরুপাকদ্রব্য প্রভৃতি ব্যবহার করা নিষিদ্ধ । শালী, যব, গম, ছোলা, মুগ, মাংস, ডিম্ব, দুগ্ধ, ঘৃতপক্ক দ্রব্য; তিক্ত রস প্রভৃতি পথ্য চক্ষুরোগে প্রশস্ত। যাহাতে কোষ্ঠগুদ্ধি হয় রোগী সৰ্ব্বথা এরূপ যত্ন করিবে । কেশ, চক্ষু, দেহ, পরিধেয় বস্ত্র এবং শয্যাদি সৰ্ব্বতেভাবে পরিস্কার পরিচ্ছন্ন রাখিবে । চিকিৎসা-—সামান্ত পীড়াতে প্রথমাবস্থায় চক্ষুর উপরে উষ্ণ জলের স্বেদ, অথবা জলে পোস্তের ডে ড্রী সিদ্ধ করিয়া তাহার স্বেদ দিলে বিশেষ উপকার দশে। স্তন দুগ্ধের সঙ্গে সাঞ্চার রস মিশ্রিত করিয়া চক্ষুর ভিতরে দিলে ফল হয় । বৈদ্যের রসোত ও স্তনদুগ্ধ মিশ্রিত করিয়া চক্ষে দেন। সন্ন্যসীরা, তাম্র পাত্রে দুগ্ধ ও দারুহরিদ্র ; কিম্বা হরীতকী, কামিনীকাষ্ঠ ও বিশুদ্ধ গব্যস্তৃত তাম্র পাত্রে ঘষিয়া চক্ষুর ভিতরে প্রয়োগ করিতে বলেন । এলোপ্যার্থী মতে, অৰ্দ্ধছটাক গোলাপ জল, ২ রতি ফটকিরি এবং ২। রতি সলফেট অব জিঙ্ক একত্র মিশ্রিত করিয়া চক্ষুর ভিতরে দিবে। হোমিওপ্যার্থী চিকিৎসকেরা একোনাইট, ১২ ড০, কিম্বা বেলেডোন ১২ ডা, ২। ১ বিন্দু পরিমাণে জলের সঙ্গে মিশ্রিত করিয়া সেবন করিতে দেন। ফলতঃ যে কোন ঔষধ হউক না কেন, একটু কালবিলম্ব না হইলে পীড়ার প্রতীকার হয় না। পূয়জনক প্রদাহের প্রথমাবস্থাতেই চক্ষুর ভিতরে ও উপরে কষ্ট কী প্ররোগ করবে। চক্ষুর ভিতরে প্রয়োগ করিবার নিমিত্ত গোলাপ জল অৰ্দ্ধছটাক, ৰাষ্ট কী অৰ্দ্ধত্রেণ একত্র মিশ্ৰিত করিয়া প্রত্যহ চারি পাচ বার চক্ষুর ভিতরে দিবে। গোলাপ জল অৰ্দ্ধছটাক, কাঠুকী ১৫ গ্ৰেণ ইহা একত্র মিশ্ৰিত করিয়া চক্ষুর পাতার উপরে উত্তম রূপে লাগাইবে। এবং তুল ও বস্ত্র দ্বারা চক্ষু বাধিয়া রাথিবে। সেবনের নিমিত্ত কুইনাইন লৌহ ও পার্থিবান্ন প্রশস্ত। উপদংশ ও প্রমেহ রোগীর এবং শিশুদেরও এই প্রকার রোগ ঘটে। চক্ষুর যে কোন পীড়া হউক না কেন, সত্বর সুচিকিৎসকের পরামর্শ লইবে । অভিষান্দনগর (ী) অভিযান্দেন প্রধান নগরাতিবৃদ্ধ্যা কৃতং নগরম্ । শাখা নগর। প্রধান নগরে অধিক লোক হইলে, উদ্ধৃত্ত লোক দ্বারা স্থাপিত নূতন নগর। অভিষ্যন্দরমণ (ক্লী ) ৬-তৎ। রতিস্নান । অভিষ্যদেবমন (ক্লী ) ৬-তৎ । নগরের অতিরিক্ত লোক দিগের নিঃসারণ। অভিষ্যন্দিন। অভিস্তন্দিন (ত্রি) অভিষ্যনীতে অভিস্তন্দ-ণিনি। অপ্রাণি কৰ্ত্তরি বা ষত্বম্। যে সকল দিকে ক্ষরিতেছে । [ যত্বের স্বত্র অভিষ্যন শব্দে দেখ } । অভিমৃঙ্গ (পুং) অভিঘজ্যতে অভি-স্বর ঘঞ। উৎকট রাগ । অতিশয় অনুরাগ। অহংবুদ্ধি । [ যত্বের স্বত্র এবং জ স্থানে গ হইবার স্বত্র অভিষেক্য শব্দে দেখ } । অভিসংরন্ধ (ত্রি ) অভিসংরভ্যতে স্ম অডি-সমূ-রভ-ক্ত। ক্রুদ্ধ । * ঋষস্তখোদ্ধোহধঃ । পা ৮। ২। ৪০, ধা ধাতু ভিন্ন ঝষের পরস্থিত ত ও খ স্থানে ধ হয়। * । ঋলাং জশ ঝশি। পা ৮। ৪ । ৫৩। বশ পরে থাকিলে ঝলের স্থানে জশ হয় । অভিসংবৃত্তি (স্ত্রী) অভি-সমৃ-বৃত:ক্ৰিন্থ। ব্যবহার। অভি নিম্পন্ন । অভিসংশ্রয় (পুং ) অভিতঃ সংশ্রয়: । প্রাদি স০ । অভি সমৃ-শ্রিঞ-অচ। সৰ্ব্বথা আশ্রয়। অভিসংসার (পুং ) অভিতঃ সম সম্যক সরতি গচ্ছতি। অভি-সমূ-স্ব-ঘঞ। জগৎ । (অব) সংসারস্তাভিমুখ্যম্। অব্যয়ী। সংসারের অভিমুখ। অভি-সমৃ স্ব শমুল অভিংসারম্ অভিগমন করিয়া। এখানে অভির দ্বারা বীপ অর্থ প্রকাশ হইতেছে বলিয়া দ্বিত্ব হয় নাই। " অভিসংহিত (ত্রি) অভি-সমৃ-ধা-কৰ্ম্মণি-কৰ্ত্তরি বা জ। কোন ফলের উদ্দেশে কৃত । অভিসন্ধির বিষর । অভিসন্ধি কর্তা । * । দধাতে ছি। পা । ৭। ৪ । ৪২ । ক ইৎ তকারাদি প্রত্যয় পরে থাকিলে ধাএ ধাতু স্থানে হি আদেশ হয় । অভিসন্তাপ ( পুং ) অভি-সমৃতপ ভাবে ঘঞ । অতিসন্তাপ। অভিসন্তপ্যতেহশ্মি অধিকরণে ঘঞ্চ। যুদ্ধ। & { ১১৭ }