বিষয়বস্তুতে চলুন

পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/৬৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অশ্বশ্চন্দ্রা [૭88 ] অশ্বস্থান শিচ লোপ:। ঘোড়সোয়ায়। সাদী। ধূল অশ্ববাহক, লু অশ্ববাহন। তাশ্বে বাহনং যন্ত এ বাক্যেও ‘অশ্ববাহন’ শব্দ সিদ্ধ হইতে পারে। অশ্ববিক্রয়িন (ত্রি) অশ্বং বিক্রেতুং শীলমন্ত বিক্ৰী-শীলার্থে ইনি। ৬-তৎ। যে ঘোড়া বিক্রয় করিয়া জীবিকা নিৰ্ব্বাহ করে। অশ্ববিদ (পুং) অশ্বং লক্ষণয়া তন্মানসং বেত্তি বিদক্ষিপ। ৬-তৎ। নলরাজ । মহাভারতে বনপর্বেয় ৭২ অধ্যারে নলরাজের অশ্বতত্ত্বজ্ঞতার বিষয় বর্ণিত আছে । ( ত্রি) অশ্বলাভকৰ্ত্ত । অশ্ববৈদ্য (পুং ) অশ্বস্ত অশ্বানাং বা বৈদ্যঃ চিকিৎসক । ৬-তৎ । ঘোড়ার চিকিৎসক। জয়দত্তকৃত অশ্বশাস্ত্রে অশ্ব চিকিৎসা বর্ণিত আছে । অশ্বশঙ্কু (পুং ) অশ্বন্ত শঙ্কু। ৬-তৎ। ঘোড়া বাধিবার গোজ। অশ্বন্ত শঙ্কুরিব। দনুর পুত্র বিশেষ। মহাভারতের আদিপর্বে ৬০ অধ্যায়ে দমুর চল্লিশ পুত্রের মধ্যে অশ্বশঙ্কুর নাম পরিগৃহীত হইয়াছে। অশ্বশালা (স্ত্রী) অশ্বস্ত অশ্বানাং বা শাল গৃহম্।। ৬ তৎ। মন্দুরা । ঘোড়ার ঘর। আস্তাবোল । ঘোড়া রাখিবার স্থান। জয়দত্তকুত অশ্বশাস্ত্রে অশ্বের গৃহনিৰ্ম্মাণ করিবার এই রূপ বিধি আছে,–আস্তাবোলের স্থান পূৰ্ব্ব ও উত্তরদিকে কিছু ঢালু হইবে। সেখানে বালি, কাঠ কিম্বা কোন দুষ্ট কীট থাকিবে না। ঘরের ভিতর উত্তমরূপ শুষ্ক হওয়৷ চাই। আস্তাবোলের এক পাশে কুল কাঠেয় একট লাঠী রাখিতে হয়। ঘরের সম্মুখের উঠানে বালি ছড়ান থাকে, ইচ্ছা হইলে ঘোড়া সেই খানে গড়াগড়ি দেয় । অনেকে আস্তাবোলে বানর বাধিয়া রাখে। লোকের বিশ্বাস এই যে, তাহাতে ঘোড়ার পীড়া হয় না । অশ্বশাস্ত্র (কী) অশ্বস্ত লক্ষণজ্ঞাপকং শাস্ত্ৰম্। শাক, তৎ শালিহোত্র কৃত ঘোড়ার লক্ষণাদি জ্ঞাপক শাস্ত্র। জয়দত্তের কৃতও একখানি অশ্বশাস্ত্র আছে। অশ্বশিরস্ (ক্লী) অশ্বস্ত শিরঃ। ৬-তৎ। অশ্বের মস্তক। অশ্বস্ত শির ইব শিরেী যন্ত। বহুব্রী। দানব বিশেষ। মহাভারতে দমুর চল্লিশ পুত্রের মধ্যে ইহার নাম গৃহীত হইয়াছে। হয়গ্ৰীৰ নামক বিষ্ণুমূৰ্ত্তি বিশেষ। অশ্বশৃগালিকা (স্ত্রী) অশ্ব শৃগালর্যোর্বৈরং দ্বন্থাৎ বৈরে বুন্‌ টাপ অত ইত্বমূ. ঘোড়া ও শৃগালের বিরোধ। অশ্বশস্ত্র। (ত্রিপূঞ্জশ্বৈঃ ঘোটকৈঃ চন্দ্ৰতি আহলাদয়তি চদি-শিচ, রক্ শিচ, লোপ টপ ৩-তৎ বেদে পৃ• সুড়াগমঃ । যে স্ত্রী অশ্ব দ্বারা আহলাদ করান । অশ্বষড়গব (ক্লী) অশ্বানাং যটকং অশ্ব ষটকে ষড়গবচ, ছয়ট ঘোড়া। ( প্রকৃত্যর্থন্ত ঘট ত্বে ষড়গবচ বার্ভিক, পী ৫ । ২ । ২৯ । সুত্রে ) । অশ্বদনি (ত্রি) অশ্বং সমৃতে দদাতি সন (সৰ্ব্বধাতুভ্যো ইন। উৎ ৪। ১১৩) ইতি ইন। ৬-তৎ। অশ্বদত। যিনি ঘোড়া দান করেন । 藝 অশ্বসা (ত্রি) অশ্বং সমুতে অশ্ব সন (জনসনখনক্রমগমে दिü. ।। * ७ । २ । ७१) हेउि दिः । (বিড়নোরমুনাসিকস্তাৎ। পা ৬। ৪ । ৪১) ইতি আত্বম্ । ৬-তৎ। অশ্বদাতা। অশ্বসাদ (পুং) অশ্বং সাদয়তি গময়তি অশ্বসা-চি উপধা বৃদ্ধিঃ অণ, শিচ, লোপ:। উপ স• । অশ্বচালক। সাদী। অশ্বসাদিন (পুং) অশ্বেন সীদতি গচ্ছতি সদ-ণিনি। ৩-তৎ। অশ্বারোহী। সাদী। ঘোড়সওয়ার। অশ্বসেন (পুং ) অশ্বানং সেন যন্ত । বহুত্রী। জিনপিতৃ বিশেষ। নৃপ বিশেষ, তাহার পুত্র সনৎকুমায় ৷ তক্ষক পুত্র সর্প বিশেষ । অশ্বসেনৰূপনন্দন (পুং ) ৬-তৎ। সন ংকুমার। অশ্বস্তন (ত্রি) শ্বোভবঃ শ্বস্ব টু ভূটচ শ্বস্তনঃ। নএং-তৎ। যাহা কেবল যত্নমান দিনজাত, পর দিনে থাকে না। * শ্বসস্তুট চ। পা ৪। ৩ । ১৫ । অশ্বস্তুনিক (ত্রি) শ্বস্তনমন্ত্যন্ত মত্বৰ্থে ঠন্‌। নঞ তৎ। যে গৃহস্থ কেবল বর্তমান দিনের পর্য্যাপ্ত ধনসঞ্চয় করিতে পারে। যাহার ধন পর দিনে থাকে না। অশ্বস্তোমীয় (কী ) অশ্বন্ত স্তোমং স্থতিরন্তি অশ্ব-মত্বর্থে ছ। অশ্বের স্ততিযুক্ত স্বক্ত বিশেষ। ঋগ্বেদের ১ মণ্ডলে ১৬২ স্বত্তে অশ্বের স্তুতি আছে। মা নো মিত্রে বরুণে অৰ্য্যমায়ুরিন্দ্র ঋভূক্ষা মক্কত: পরিখান। যদ্বাজিনে দেবজাতন্ত সৰ্থেঃ প্রবক্ষ্যামো বিদথে বীৰ্য্যাণি । আমরা অশ্বের স্তুতি করিতে প্রবৃত্ত হইয়াছি। মিত্র, বরুণ, অৰ্য্যম, আয়ু, ইন্দ্র, ঋভুক্ষ, মরুৎ প্রভৃতি দেবতারা যেন নিন্দ করেন না। যে হেতু বহু-অন্নবান দেবজাত ঘোড়ার যজ্ঞবিষয়ে বীৰ্য্যেয় কথা আমর। বলিব । এই রূপ বাইশটা ঋকে অশ্বের স্তব করা হইয়াছে। অশ্বস্থান (স্ত্রী) ৬-তৎ। ঘোড়া রাখিবার ঘর। জাস্তাবোল।