পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৫৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, শেওনী [ 488 J শেওরীনারায়ণ ছাপরা আক্রমণ ও অধিকার করেন। যুদ্ধে যে সকলসেন নিহত হয়, তাহাদিগকে দুর্গমধ্যে একটা বিস্তৃত গৰ্ত্ত খুড়ির পুতিয়া ফেলা হইয়াছিল। তৎপরে তাছার উপরে একটী চতুষ্কোণ সমাধিমন্দির গাথিরা দেওয়া হয়। এখনও ভগ্ন দুর্গ মধ্যে ঐ शभांक्षिङ् मेिष्ठिँन हि शृषिांन श्ब्रिांग्छ् । যাহাই হউক, ছাপরায় মুসলমানদিগের পরাজয় সংবাদ যথাসময়ে মহম্মদ থার নিকট পৌঁছে । তখন তিনি কালবিলম্ব না করিয়া নাগপুর হইতে বহুলংখ্যক সেনা লইয়া ছাপরা অধিকার করিয়া লন। ঐ যুদ্ধে সন্ধি অনুসারে থানবার ও গঙ্গা নদী শিওনী ও মওলা রাজ্যের সীমারূপে নিৰ্দ্ধারিত হয় । ১৭৬১ খৃঃ মহম্মদের মৃত্যুর পর তৎপুত্র মাজিদ খ এবং ১৭৭৪ খৃষ্টাৰে মাজিদপুত্র भइन्छा आयौन थ1 भिछुब्राप्छात्र अशिकारौँ श्न । श्राभौम श्रृंो শিওনীতে প্রাসাদ নিৰ্ম্মাণ করিয়া তথায় রাজপাট স্থানান্তরিত করেন। প্রায় ২০ বৎসর রাজা করিয়া আমীন গতায়ু হইলে তাঙ্গার জ্যেষ্ঠপুত্র মহম্মদ জমান শাহ রাজপদ প্রাপ্ত হন। এই নবীন দেওয়ান দুৰ্ব্বলচিত্ত হওয়ায় রাজ্যে নানা অমঙ্গল ঘটিতে থাকে। তৎকালে ছাপরা নগর রাজধানী রূপে গণ্য না থাকিলেও উহার জনসংখ্যা নিতান্ত অল্প ছিল না। এই সময়ে পেদ্ধারীদম্যদল ঐ সমৃদ্ধ নগর লুণ্ঠন করিতে অভিলাষী হইয় সদলে আগমন করেন। তাছার নগরবাসীর ধনরত্ন অপহরণকালে প্রায় চল্লিশ হাজার নগরবাসীর প্রাণ সংহার করিয়াছিল। তাহাদের অত্যাচারে নগরটা শ্ৰীভ্রষ্ট ও সমৃদ্ধিহীন হইয় পড়ে। দেওয়ানের এই অকৰ্ম্মণ্যতায় ১৮০৪ খৃষ্টাব্দে ইংরাজদিগকে বেরার ছাড়িয়া দিতে হইল বলিয়া নূতন সম্পত্তি হস্তগত করিবার অভিপ্রায়ে নাগপুরপতি মহম্মদ জমান শাহকে পদচ্যুত করেন। তৎপরে তিনি ঐ সম্পত্তি বার্ষিক ৩ লক্ষ টাকা মুনফার খড়গ ভারতী নামক একজন গোসাঞীকে বন্দোবন্ত করিয়া দেন । নাগপুর-স্লাজশক্তির অবসানের পর, শেওনী ইংরাজের অধিকারে আইসে এবং তদবধি এই স্থানে জার কোনও যুদ্ধ বিগ্ৰহ ঘটে নাই। এখানকার উমারগড়, ভৈলাগড়, প্রতাপগড় ও কানাইগড় নামক স্থানে কএকটা ধ্বস্ত গিরিস্ফুর্গ দেখিতে পাওয়া যায়। এতদ্ভিন্ন সোণবারা বনমধ্যে অষ্টাগ্রামের নিকটে ও উগলির নিকটে হীরা নদী গর্ভস্থ উচ্চ শৈলখওে দুইটী গোড়দুর্গ আছে। ঘনসোর নামক স্থানে ৪•ট ভয় মম্বিরের নিদর্শন রছিয়াছে। উহা দ্বারা ঐ নগরের প্রাচীন সমৃদ্ধির পরিচয় পাওয়া যায়। উহার কতকগুলি দাক্ষিণাত্যের হেমাড়পন্থী সম্প্রদায়ের ব্যয়ে ও উদ্যোগে নিৰ্ম্মিত হইয়াছিল। ২ উক্ত জেলার একট তত্বশীল। ভূপরিমাণ ১৮৬৪ বর্গ झांझेल । ৩ উক্ত জেলার প্রধান নগর। অক্ষা” ২২° «e• উঃ जांघि" १>* ७** शूः ।। ०११8 धूडेटिक मश्श्वश् चांमैौन भी «हे নগর প্রতিষ্ঠা করেন। শেওনী, মধ্যপ্রদেশের হোসঙ্গাবাদ জেলার জন্তর্গত একটা তহলীল। ভূপরিমাণ ৪৯১ বর্গমাইল। o ২ উক্ত উপবিভাগের প্রধান নগর । অক্ষা ২১* ২৮' উঃ এবং দ্রাঘি" ৭৭” ২৯ পুঃ । মিউনিসিপালিট থাকায় নগরট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন । ১৭৫৯ খৃষ্টাৰো রঘুজী তোস্লে কর্তৃক এই প্রদেশ আক্রমণের পর হষ্টতে এই নগরের প্রতিষ্ঠা হয়। তৎকালে এখানে একটা দুর্গ নিৰ্ম্মিত হুইয়াছিল। ১৮১৮ খৃষ্টাব্দে ইংরাজসৈন্ত হোসঙ্গাবাদ হইতে আগিয়া এই দুর্গ অধিকার করে। এই নগর সমগ্র মৰ্ম্মদ উপত্যকার একটা বাণিজ্যকেন্দ্র। ভোপাল, নরসিংহপুর ও ঙ্গেসঙ্গাবাদ প্রভৃতি স্থান হইতে তুলা আমদানী হইয় আসে । এখান কইভে বোম্বাই সহরে মাল যাইবার একটী পাকা রাস্তা আছে। গ্রেট ইণ্ডিয়া পেনিলম্বলা রেলপথের এখানে একট ষ্টেসন আছে। শেওপুর (শিবপুর), মধ্যভারত এজেন্সীর অধীন,গোয়ালিয়ার রাজ্যের পশ্চিম সীমান্তে অবস্থিত একটা নগর । অক্ষা ২৫° ২৯ উঃ এবং গ্রাঘি ৭৬ ৪১.১৫' পূঃ। পূৰ্ব্বে এই নগর একটা রাজপুত সামন্তরাজের অধীনে ছিল। খৃষ্টীয় ১৯শ শতাব্দীর প্রারম্ভে দৌলতরাও সিনের সেনাদল এই নগর অধিকার করে। ১৮১৬ খৃষ্টাব্দে যখন সিন্দে-সেনাপতি জেনারল বাপ্তিস্তে ২•• শত সেনা লইয়া নগর ও দুর্গ রক্ষা করিতেছিলেন, তখন রাজপুত সর্দার জয়সিংহ ষষ্টি সংখ্যক মাত্র সেনা লইয়া বাপ্তিস্তেকে সপরিবারে বন্দী করেন। শেওরাঞ্জ, পঞ্জাবের কাঙড় জেলার অন্তর্গত একটা পাৰ্ব্বত্য প্রদেশ। শৈঞ্জ ও শতক্র নামক নদীদ্বয়ের মধ্যস্থলে অবস্থিত। মধ্য হিমালয় পৰ্ব্বতের জালোরী নামক একটী গিরিশ্রেণী এট প্রদেশকে দুই ভাগে বিভক্ত করিয়াছে। এখানকার পাৰ্ব্বত্য প্রদেশ অতীব মনোরম। পৰ্ব্বতগাত্রস্থ পল্লীগুলি সুইজলণ্ডের *Chalets" এর মত। স্থানীয় রমণীরা বহুস্বামিকাচার পয়ায়ণ । শেওরাণী (শিবরাণী ), তকৎ-ই-সুলেমান নামক পৰ্ব্বতের একটা অংশ। দেরাইসমাইল খ হইতে দেরাফতে খ পর্যন্ত বিস্তৃত। ঐ পৰ্ব্বতে যে মিশ্র পাঠান জাতির বাস আছে, তাহারাও শেওরাণী নামে বিদিত । শেওরী-নারায়ণ, মধ্যপ্রদেশের বিলাসপুর, জেলার অন্তর্গত একটা প্রাচীন মগর। এখানে একট সুপ্রাচীন নারায়ণ মন্দির