পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রগুপ্ত [ ১৩৬ ] চন্দ্রগোল চন্দ্র গুপ্তের মৃত্যুর পর তৎপুত্র বিন্দুসার রাজা হন। রাজা রাঙ্কেশ্রলালের মতে “নেপালীবৌদ্ধগ্রন্থ পাঠ করিলে ধিন্দুসারকে চন্দ্রগুপ্তের পুত্র বা মৌর্য্যবংশীয় বলিয়। স্বীকার করা যায় না । চন্দ্রগুপ্ত মৌর্য্যবংশের প্রথম ও শেষ রাজা” (৭) । কিন্তু যখন সকল প্রধান পুরাণে, দীপবংশ ও মহাবংশ প্রভৃতি প্রমাণিক বৌদ্ধগ্রন্থে বিন্দুসার চক্স গুপ্তের পুত্ররূপে বর্ণিত হইয়াছেন, তখন এ সম্বন্ধে কোন সন্দেহের কারণ নাই। { চাণক্য, বিন্দুসার প্রভৃতি শব্দে অপর বিবরণ দ্রষ্টব্য । ] চন্দ্রগুপ্ত, ১ একজন মহা প্রতাপশালী গুপ্তসম্রাটু ও মহারাজাধিরাজ সমুদ্র গুপ্তের পিতা । ইহার অপর নাম বিক্রম বা বিক্রমাদিত্য । ইনি লিচ্ছবিরাজচুহিতা কুমারদেবীর পাণি গ্রহণ করেন । মেছরেীলীর খোদিত শিলাফলকে চন্দ্র নামে একজন রাজার নাম পাওয়া যায়, কেহ কেহ তাহাকে মিহিরকুলের কনিষ্ঠ ভ্রাতা বলিয়। অনুমান করেন, কিন্তু ঐ লিপির অক্ষর ও সমুদ্রগুপ্তের সময়কার গুপ্ত ক্ষরে পরস্পর সোসাদৃশু থাকায়, উছ চন্দ্রগুপ্তের সময়ের শিলালিপি বলিয়া গ্রহণ করা যাইতে পারে । অপরাপর গুপ্তসম্রাটুগণের শিলাফলকে “ভাগবত” নামে যেমন র্ত্যহাদের পরিচয় অাছে, মেহরেী লীর লিপিতেও সেইরূপ “ভাগবত” আখ্যা দৃষ্ট হয় । এই ফলকে লিখিত আছে যে চন্দ্র বঙ্গ হইতে সিন্ধু বাহিলক পর্য্যন্ত সমস্ত জনপদ জয় করিয়াছিলেন । ইহাতে বোধ হয় ইনিই গুপ্তরাজগণের মধ্যে সকল প্রথমে সমস্ত উত্তর ভারত জয় করিয়া মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন এবং নুতন (গুপ্ত) সম্বৎ প্রচলন করেন । গুপ্তসম্রাটুগণের ইতিহাসে ইনি ১ম চন্দ্রগুপ্ত নামে খ্যাত । { গুপ্তরাজ বংশ শব্দ দেখ । ] ২ অপর একজন গুপ্তসম্রাট, ২য় চন্দ্রগুপ্ত নামে খ্যাত । ইনি মহারাজাধিরাজ সমুদ্রগুপ্তের "পৃস্নিগ্ৰহীত” পুল ও দত্তদেবীর গর্ভজাত । ইহার অপর নাম বিক্রম বা বিক্রমাঙ্ক, ও দেবরাজ । ইনি ( নেপালরাজ ধ্রুবদেবের কন্ঠ ) ধ্রুবদেবীকে বিবাহ করেন । দিগ্বিজয় উপলক্ষে উদয়গিরি প্রভৃতি চন্দ্র গুপ্ত মুদ্র । ভারতের নানা স্থান দর্শন, অনেক কীৰ্ত্তিস্থাপন এবং অনেক দেবোত্তর ও ব্রহ্মোত্তর দান করেন । ইহার সময়কার খোদিত (*) Dr. R. Mitra's Indo Aryans, Vol. II. p. 418. श्रृिंगानिनि नार? छांना शाग्रे ८रु झे नि ४४ इहे८ऊ *8 ७रपुंजश९ ( 8 ० ० इहे८ङ 8४७ ५: श्र: ) नर्मrख नाझाला cङ*ों क८द्रन । [ গুপ্তরাজবংশ শঙ্কা দেখ । ] চন্দ্রগুগু, আজমীরের একজন চৌহানরাজ, মাণিক্যরায়ের পৌত্র। প্রায় ৬৯৫ খৃষ্টাব্দে বিদ্যমান ছিলেন । দিল্লীর শেষ হিন্দুরাজ পৃথ্বীরাজ ইহারই বংশধর । চন্দ্রগুপ্ত, একজন জালন্ধররাজপুত্র । মড়াগ্রামের বিখ্যাত লক্ষীমন্দিরে প্রায় ৬• • খুঃ অব্দের প্রাচীন দুইখানি শিলtফলক উৎকীর্ণ অাছে, তৎপাঠে জানা যায় যে চক্র গুপ্তের পত্নী ঈশ্বর ঐ মন্দির প্রতিষ্ঠা করেন । চন্দ্রগৃহ ( ক্লী ) চন্দ্রস্ত গৃহম ৬তং । কর্কটরাশি । চন্দ্রমন্দির প্রভৃতি শব্দও এই অর্থে ব্যবহৃত । চন্দ্র গোচর ফল ( ক্লী ) রাশিবিশেষে চন্দ্রের অবস্থিতি অমুসারে মানবগণের যে শুভাশুভ ঘটে, তাহাকেই চন্দ্রগোচর ফল বলা যায় গোচর দেথ । ] চন্দ্রগোপালপাল, ন বস্ত্রী পাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভাস্থ প্রধান বিদূষক । ইনি গোপালভাড় বলিয়া খ্যাত । নবদ্বীপ নগরে কুম্ভকার কুলে ইহার জন্ম হয় । কেহ কেহ বলেন ইনি জাতিতে নাপিত ছিলেন। ইনি মতিশয় সঙ্গী তামু রাগী ছিলেন এবং দিল্লী প্রদেশীয় সমাগত কেলোয়াৎfদগকে BBBB BBBS BB BBBB S BBB S BSBDDB BBBB BBB প্রীতিকর ছিল এবং তিনি এতদেশীয় সঙ্গীতের রাগ স্নাগিণী অতি আশ্চর্য রূপে উপলব্ধি করিতে পারিতেন । ইনি অট্টালিক। নিৰ্ম্মাণের উন্নতিসাধনে কৃতসঙ্কল্প ছিলেন । রাজ বাড়ীর মধ্যে পুজার দালান তাহার তত্ত্বাবধানে নিৰ্ম্মিত হয় । কাশীধামস্থ পবিত্র জ্ঞানবাপী কুপে অবতরণ করিবার জন্য যাত্রীদিগের সুধিধাজনক মৰ্ম্মর প্রস্তর নিৰ্ম্মিত সোপানশ্রেণী ও ইহ স্বারা নিৰ্ম্মিত্ত হয় । হিন্দু সমাজেও সৰ্ব্বত্র সন্মান ও সমাদর পাইতেন এবং জাতি সম্বন্ধীয় কোন প্রশ্ন উত্থাপিত रुहे८ण प्रशंद्रॉम क्लष35८ठा द्र नश् िउ भिशिङ झहेग्न ऊाश द्र মীমাংসা করিয়া দিতেম। এমন উপস্থিত বক্তা ও সুরসিক *tw cątą rz sitt azon Rfè l (Calcutta Review.) এ ছাড়া ইহার সম্বন্ধে আরও অনেক প্রবাদ অাছে । { গোপালভাড় দেখ । ] চন্দ্রগোমিন, প্রসিদ্ধ চন্দ্রব্যাকরণপ্রণেতা। ক্ষীরস্বামী ইহার রচিত পারায়ণ এবং পুরুষোত্তম ও উজ্জলদত্ত ইহার লিঙ্গানুশাসন বা লিঙ্গ কারিকার উল্লেখ করিয়াছেন । চন্দ্রগোল ( পুং ) চন্দ্রএব গোলঃ । গোলাকার চন্দ্রমওল । { ত্রিকাগু )