পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

फ़िएकांक्लि চিকাদেশ । (ইনচু পিটছ চিকচি চ । পা ৫। ২।৩৩ ) নত, নাসিকাযুক্ত, খাদ । - টিকিল (পুং) চি বাহুলকাৎ ইলচ্‌ কুক্‌চ । পঙ্ক, পাক । fচকীর্ষক (ত্রি ) কর্ত,মেছুকঃ স্ব-ইচ্ছার্থেসন (ধাতে কৰ্ম্মণ: সমানকর্তৃক্ষাদিচ্ছায়াং বা পা ৩১/৭) ততো খুল। করিতে অভিলাষী। ह्रिंौ६ (शैौ ) कंक्षिष् झ-गम् उडः यः अङाङ्गः ( १॥ ৩,৩১০২ ৷ ) করিবার অভিলাষ । “নাশকৰ্ম্ম চিকীর্ষয় ।” (ভারত ২১-২৪ । ) চিকীয়ু (ত্রি) কর্তমিচ্ছ কু-সৰু উ (সন্নাশসেভিক্ষ উ । পা ৩২।১৬৮ ) করিবার ইচ্ছাবিশিষ্ট । চিকীৰ্ষিত (ত্রি) কৰ্ত্ত মিষ্টং কসন কৰ্ম্মণি ক। অতীন্সিত, অভিলষিত । চিকীৰ্ষা (ত্রি) কৰ্ত্ত মেয্যং কু-সন কৰ্ম্মণি মৃৎ। অভিলষনীয় । চিকুর (পুং) চি ইত্যব্যক্তশাং কুরতি চি-কুক্ক: । ১ কেশ। “চিকুরপ্রকার জয়স্তি তে” ( নৈষধ ) । ২ বৃক্ষভেদ। ৩ পৰ্ব্বত। ৪ সরীসৃপ । ৫ সপবিশেষ, আর্য্যকের পৌত্র বামনের দৌহিত্র ও সুমুখের পিতা । (ভারত উদ্যোগ ১০৩২) (ত্রি) ৬ চঞ্চল। চিকুরকলাপ (পুং ) চিকুরাণাং কলাপ: ৬তৎ। কেশসমূহ। ( হেম ৩২৩২ ) { চুল দেখ। ] চিকুর ( পুং ) নিপাতনাদীর্ঘ । কেশ, চুল । চিকোড়ি, ১ বোম্বাই প্রদেশের অন্তর্গত বেলগাঁও জেলার মধ্যস্থ কতকগুলি গ্রামসমষ্টি ; উক্ত জেলার উত্তরপশ্চিমে অবস্থিত । ইহার উত্তরে কোলাপুর ও আথনি, দক্ষিণে গোকাক ও শাহপুর, পূৰ্ব্বে গোকাক এবং পশ্চিমে কোলাপুররাজ্য । ইহাতে মোট ২১৫টি গ্রাম আছে । তন্মধ্যে ১৫৮টী গ্রাম গবর্মেন্টের ও ৫৭ট অপর লোকের কর্তৃত্বাধীনে রহিয়াছে। ইহার ক্ষেত্রফল ৮৪৯ বর্গমাইল, অধিবাসী সংখ্যা ২৪৫৬১৪ । ১৮৪৯-৫০ খৃষ্টাব্দে ও ১৮৫২-৫৩ খৃষ্টাব্দে গবর্মেন্ট চিকোড়ির জরিপ করেন । - ইহার মধ্যস্থ ৩• •৪ • • ফিট উচ্চ মালভূমির দ্বারা ইহা স্বভাবতঃ উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত। কৃষ্ণা ও তাহার উপনদী দুধগঙ্গা উত্তর চিকোড়ির মধ্য দিয়া এবং ঘাটপ্রভা ও তাহার উপনদী হরণকাশী দক্ষিণ চিকোড়ির মধ্য দিয়া প্রবাহিত হইয়া ইহার উর্বরতা বৃদ্ধি করিতেছে। ইহা সহাদ্রিপৰ্ব্বতের অনতিদূরে অবস্থিত বলিয়া ভিন্ন ভিন্ন গ্রামের জলবায়ু ভিন্ন ভিন্ন প্রকার। পূৰ্ব্বাঞ্চলে বৃষ্টির সম্পূর্ণ অভাব, কিন্তু অভ্যস্তর প্রদেশে ও পশ্চিমাঞ্চলে করিতে WI ጫእ [ ર ] চিকোড়ি à¤àನ್ತು অপৰ্যাপ্ত বৃষ্টি হয়। আবার মধ্যস্থ মালভূমির উপরে অল্পবৃষ্টি হইয়া থাকে । কৃষিকাৰ্য্য দ্বারাই এখানকার অধিকাংশ অধিবাসীদিগের জীবিকানিৰ্ব্বাহ হইয়া থাকে। অল্প লোকেই বস্ত্রবয়ন, কম্বলাদি প্রস্তুত ও রঙ্গের কৰ্ম্ম করিয়া জীবন যাপন করে । এখানকার অনেক গ্রামে সাপ্তাহিক হাট বসিয়া থাকে । নিপানি, শঙ্কেশ্বর ও চিকোড়ি নামক সহরত্রর বাণিজ্য জন্য বিশেষ বিখ্যাত ; এই তিনটী স্থান প্রধান প্রধান রাস্তার উপর অবস্থিত এবং সেইজন্ত অন্ত স্থানের বাণিজ্য দ্রব্য এই এই স্থানে আনীত ও এখানকার উৎপন্ন সামগ্রী অপর স্থানে রপ্তানি হইয়া থাকে। এ প্রদেশের জমিদারগণ সঙ্গতিশালী । এখানকার প্রধান উৎপন্ন শস্ত জোয়ারি । গোধূম ও অন্যান্ত শস্তাদিও এখানে জন্মিয় থাকে, কিন্তু তত বেশী উৎপন্ন হয় না । চিকোড়ি, ১ বেলগাঁও জেলার একটা উপবিভাগ উপরি লিখিত চিকোড়ির গ্রামসমষ্টি লইয়৷ এই উপবিভাগ সংগঠিত। ইহা একটা কৃষিকাৰ্য্যকুশল উপত্যকাভূমি ; ইহাতে বহুসংখ্যক বদ্ধিষ্ণু গ্রাম আছে। ইহার দুই তিন মাইল দক্ষিণে অনুৰ্ব্বর পাহাড় পূৰ্ব্বপশ্চিমে বিস্তৃত, ইহার উত্তরাঞ্চল অতিশয় উৰ্ব্বর। । এই উপবিভাগ ইক্ষু, উপাদেয় ফল ও ভাল ভাল বাগানের জন্য বিখ্যাত। ' এই উপবিভাগের উত্তরপ্রদেশের জলবায়ু মনোরম ও স্বাস্থ্যকর ; মধ্যঅঞ্চলের জলবায়ু না ভাল না মন, কিন্তু দক্ষিণঅঞ্চলের জলবায়ু অতিশয় অস্বাস্থ্যকর। ইহার দক্ষিণে অতিশয় বৃষ্টির প্রাচুর্ভাব, কিন্তু পূৰ্ব্বদিকে স্ববৃষ্টি হয় না । চিকোড়ি উপবিভাগের উত্তরদিকে কৃষ্ণা, উত্তরপশ্চিমে এবং দক্ষিণপশ্চিমে দুধগঙ্গা ও বেদগঙ্গা এবং দক্ষিণে হরণকাশী ও ঘাটপ্রভা নদী প্রবাহিত হওয়ায় এখানে জলকষ্ট নাই ; এতদ্ব্যতীত ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতস্বতী, খাল ও পুষ্করিণী বহুতর রহিয়াছে । ২ উক্ত জেলার অন্তর্গত চিকোড়ি উপবিভাগের একটা সহর। অক্ষা ১৬, ২৫ উঃ এবং দ্রাঘি ৭৪° ৩৮' পূঃ । এই সহরের চতুর্দিকে পাহাড় । কৃষ্ণানদী এখান হইতে ১• মাইল অন্তর। লোকসংখ্যা ৫৬৯৯ । ইহা একটী বাণিজ্যপ্রধান স্থান। রত্নগিরিউপকূলস্থ রাজপুর নামক স্থান ও নিকটবৰ্ত্তী অপরাপর স্থানের সহিত এখানকার বাণিজ্য চলিয়া থাকে। ব্যবসানিপুণ মুসলমান বণিকগণ কোলাপুর রাজ্যের মধ্যস্থ অজরে নামক স্থান হইতে তণ্ডুল, দক্ষিণ বিজাপুরের বাঘলকোট নামক স্থান হইতে গোধূম, রত্নগিরির মধ্যস্থ রাজাপুর হইতে নারিকেল, তরকারী,