পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চেঙ্গো ৩ দ্বাপরযুগের একজন ক্ষত্রিয় রাজা, ভারতযুদ্ধে পাওবের পক্ষে সহায়তা করিয়াছিলেস । , "স্থ্যুম্নশ্চেকিতান: কাশীরাজশ্চ বীর্ধ্যবান।” (গীত ১ অt ) চেক্‌নাই, বঙ্গপ্রদেশের অন্তর্গত পাবনা জেলার একটা নী। যে সকল স্থান দিয়া ইহা প্রবাহিত তন্মধ্যে আটটা স্থানে গবর্মেটি কর্তৃক মৎস্ত ধরিবার ব্যবসা চলিতেছে। চেক্রিয় ( ত্রি ) পরিশ্রমী, কাৰ্য্যকুশল । - চেগাপার্থী, পক্ষীবিশেষ। ইহার মাথার উপরিভাগে কৃষ্ণ বর্ণ, কিন্তু লম্বালম্বী একটী হরিদ্রত শাদা ডোরাকাটা, চক্ষের উপর দুইটী রেখা, একটী কৃষ্ণাভ কটা অপরট হরিদ্রাভ, পৃষ্ঠ এবং কণ্ঠদেশে মখমলের রঙ, পাগুটে ও গিরিমাটর মত অঙ্কিত ; পাথার নিম্নভাগ কৃষ্ণাভ কটা, কিনারায় লালচে শাদা ডোরা । ইহার কৃষ্ণবর্ণ শক্ত পালক লেখনীরূপে ব্যবহৃত হয়। দাড়ি এবং গলা শাদা ; গাল, ঘাড় এবং বুকের উপর নানা বর্ণেরঞ্জিত ; পাজরার উপর শাদা এবং কালা ডোরা ; বক্ষের নিম্নভাগ এবং তলপেট শাদা ; পুচ্ছ কাল, কিন্তু ইহার কোন কোন অংশে শাদsদাগ থাকে, ঠোট লালচে কটা ; কটা পা ধূসরাত সবুজ। এই পার্থী এক একটা ১১ হইতে ১২ ইঞ্চি লম্ব হয় । ভারতবর্ষে এই পক্ষী গীতকালে দেখা যায় । জলাভূমিতে, প্লাবিত ধান্তক্ষেত্রে, ঝিল, পুষ্করিণী এবং নদীতে অবস্থিত করে । কৃমি এবং জলীয় কীট ইহাদের খাদ্য । ইহারা বংশীর স্তায় ধ্বনি করিয়া বায়ুর বিপরীত দিকে উড়িয়া যায় । চেগে, মলবারবাসী একপ্রকার নীচ জাতি । ইহার খেজুর নারিকেল প্রভৃতি গাছ হইতে তাড়ি প্রস্তুত করিয়া জীবিকা নিৰ্ব্বাহ করে । এইরূপ প্রবাদ যে চেগোগণ সিংহল হইতে আসিয়াছে। ইহার বলে যে চেরুম্ পেরুমল রাজার রাজত্ব কালে তাহার রাজ্যে এক ধোপানী বাস করিত । একদা সে কাপড় কাচিতে কাচিতে কাপড়ের অন্ত দিক ধরিবার জন্ত কাহাকেও দেখিতে না পাইয়া প্রতিবেশী আজারি অর্থাৎ স্বত্রধরের কন্যাকে ডাকিল । বালিকা সমাজের নিয়ম জানিত না, সুতরাং ধোপানীকে সাহায্য করিল। ইহার অনতিকাল পরেই একদিন ধোপানী ঐ প্রতিবেশী অজারির গৃহে প্রবেশ করিল। আজারী ইহাতে মহাক্রোধান্ধ হইলে ধোপানী বলিল, তোমার জাতি গিয়াছে, এখন তুমি আমাদের সমজাতীয় ; তোমার কন্যা আমার সঙ্গে কাপড় কাচিয়াছে। অজারী ক্রোধ সংবরণ করিতে না পারিয়া ধোপানীকে মারিয়া ফেলিল। এই ঘটনা চেরুম্ পেরুমলের কর্ণগোচর হইলে রাজদণ্ডভয়ে সমস্ত আজারীগণ পলাইয়া কাণ্ডির রাজার আশ্রয় লইল । চেরুম্ পেরুমল তাহাদিগকে অভয়দান করিয়া [ రిషి 3 . চেঙ্গমা, ফিরিয়া আসিবার জল্প কাণ্ডিয়াজের নিকট পত্র লিখিলেন । কিন্তু আজারীগণ, ভিরির আসিলে কি জানি রাজা কি করেন এই ভয়ে কাশুিরাজের নিকট ছুইজন চেগে অর্থাৎ সৈনিক প্রার্থনা করিল । রাজা তাহাতে সক্ষত হইলেন এবং বলিলেন তোমাদের রক্ষার মূল্য স্বরূপ তোমরা চেগে ও উহাঙ্গের বংশধরদিগকে বিবাহশ্ৰাদ্ধাদি উপলক্ষে নির্দিষ্ট পরিমাণ তণ্ডুল দিবে। তদনুসারে কুইজন চেগে সস্ত্রীক মলবারে আসিয়া . বাস করে । বৰ্ত্তমান চেগোগণ উহাদেরই বংশধর । অদ্যাপি আজারীগণ প্রাচীন প্রথামত বিবাহাদিতে চেগোদিগকে তণ্ডুল দিয়া থাকে । কোন আজারী নিতান্ত অসমর্থ হইলে নির্দিষ্ট পরিমাণ চাউল চেগোকে দিয়া তাহার অনুমতি লইয়া ফিরিয়া . আনে, তথাপি নিয়ম ভঙ্গ করে না । যুদ্ধ বিগ্ৰহাদির সময় ইহার রাজার পক্ষে যুদ্ধ করে । তাড়ি প্রস্তুতই ইহাদের প্রধান। উপঞ্জীবিকা । ইহার দুই শ্রেণীতে বিভক্ত চেগে ও তোয়েন চেগে । উইলসন সাহেব যে চেগাবান বা চেকাবান নামক নীচ জাতির বিষয় লিখিয়াছেন তাহার বোধ হয় এই চেগে জাতিই হইবে । - চেঙ্গ (দেশজ ) এক জাতীয় ক্ষুদ্র মৎস্ত। ইহার লম্বায় এ একটা একহাত দেড়হাত পৰ্য্যস্ত বড় হয় । ইহাদের নিম্নের চুয়ালের দস্তশ্রেণী স্বচাল। মাথার উপরকার আঁইষ বড় বড়, কিন্তু বাকাচোর। আইষগুলি সারি সারি স্থাপিত আছে । নাসিক হইতে পৃষ্ঠদেশের ডান পর্যন্ত ১৮ হইতে ২• সারি দাত আছে। চক্ষু হইতে কাণুক পৰ্য্যস্ত ৯টা সারি। অন্তান্ত স্থানের আঁইষ বিভিন্ন প্রকারে স্থাপিত । ইহার উপরকার বর্ণ কৃষ্ণাভ ফ্যাকাশে, নিম্নের বর্ণ শাদাটে বা হরিদ্রাভ। গাল এবং মুখের নিম্নের দিকে ধূসর ডোর অঙ্কিত। অন্তান্ত স্থানে নামাবর্ণের ডোরা এবং দাগ আছে । এই মৎস্ত ভারতবর্ষের জলাশয় সকলে পাওয়া যায়। সিংহল, ব্ৰহ্মদেশ, চীন এবং ফিলিপাইন দ্বীপপুঞ্জেও দৃষ্ট হয়। ইহার জল এবং ঘাসপূর্ণ পুষ্করিণীতে থাকিতে ভালবাসে । চেঙ্গড়া (দেশজ) ১ অপরিণত বুদ্ধি, অপ্রবীণ, অৰ্ব্বাচীন। ২ বংশয়চিতপাত্রবিশেষ । - চেঙ্গড়ামি (দেশজ) অপরিণত বুদ্ধির কার্ষ্য 3. চেঙ্গম, মাজাজ প্রেসিডেন্সির সালেম ও দক্ষিণ অকাড়, জেলা মধ্যবর্তী একটা গিরিবক্স। ইহার প্রকৃত নাম তিঙ্গরীকোট বা সিঙ্গরীকোট । অক্ষা ১২° ২১% হইতে ১২• ২৩ ৪ ৫ উঃ, জাধি" a৮ ৫৯ হইতে ৭৮ ૬૨ દદ” ભૂઃ । কর্ণাট প্রদেশ হইতে বারমহলে যাইবার পথে অবস্থিত বলিয়া এখানে অনেক প্রসিদ্ধ যুদ্ধাদি হইয়া গিয়াছে। ১৭৬৯ খৃঃ