পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গালয় ( বঙ্গীয় ) [ s१७ ] মি: ডি, এল, রিচার্ডসন, রসিকলাল সরকার প্রভৃতি অনেক গণ্যমান্তব্যক্তি ওরিএন্টাল সেমিনারীতে পুনরায় সেক্স্পীয়ারের নাটকাবলী অভিনয় আরম্ভ করেন । ওরিএন্টাল থিয়েটারের ১ম বারের অভিনয়াদি দেখিয়া কালীপ্রসন্ন সিংহ ও রাজা প্রতাপচন্দ্রাদির মনে থিয়েটার করিবার ইচ্ছা হয়। কাদম্বীর অভিনয়ের সময়ে ছাতুবাবুর মৃত্যু হইয়াছিল। “মহাশ্বেতা” নামে কাদম্বর অভিনীত হয়। রাজা ঈশ্বরচঞ্জের একখানি পায় হইতে জানা যায়,— ওরিএন্টাল থিয়েটারের অধ্যক্ষগণের সহিত শ্ৰীযুক্ত কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়, প্রিয়নাথ দত্ত প্রভূতির মনোমালিন্ত ঘটিলে রাজ। ঈশ্বরচন্দ্র, রাজ। প্রতাপচন্দ্র প্রভৃতি বাঙ্গাল নাটক অভিনয়ের প্রস্তাব করেন। তাহারাই আগ্ৰহ করিয়া শ্ৰীযুক্তকেশবচন্দ্র গঙ্গোপাধ্যtয়কে স্থান নিৰ্ব্বাচন করিতে বলেন। কোনও ভদ্রলোকের বাড়ী চাহিয়া লইয়া বা ভাড়া করিয়া কার্য্যারম্ভের কথা ও হইয়াছিল। ইহার পর দুই কি আড়াই ধৎসর পর্য্যস্ত উছার আর কোনও উচ্চবাচ্য ছিল না । শেষে যখন কতকগুলি যুবকে এক থানি বাঙ্গালা নাটকের আখড়াই দিতে শুনা গেল ( সস্তু ত; জয়রাম বসাকের বাড়ীর “কুলীন কুলসৰ্ব্বস্ব”) তখন ইহার পরামর্শ করিয়া সংস্কৃত “রত্নাবলী” নিৰ্ব্বাচন করিয়া, রামনারায়ণ তর্করত্ন দ্বারা উহার অনুবাদের ব্যবস্থা করিলেন । চ{ারমাসের পর পণ্ডিতের অসুবাদ শেষ হয়, পরে সংশোধন করিতেও আর একমাস যায়। সংশোধনের সময়ে অনেক পরিবর্ধন করা হয় । অতঃপর ইহ ছাপাইতে ও তিনমাস বিলম্ব ঘটে। তাহার পরেও স্ত্রীচরিত্রের অভিনেতা নিৰ্ব্বাচনে ও যথেষ্ট বিলম্ব হুইয়াছিল। ইহার পর আখড়াই দিতে ও অন্তান্ত সম্প্রদায় অপেক্ষ অনেক বেশী সময় গিয়াছিল। যাহা হউক ১২৬৫ সালের ১৬ই শ্রাবণ শনিবারে ( ১৮৫৮। ৩১ জুলাই ) বেলগেছিয়ায় দ্বারকানাথ ঠাকুরের বাগানে রত্নাৰঙ্গীর প্রথম অভিনয় হয়। রত্নাবলীতে ওরিএন্টাল থিয়েটারের কতিপয় অভিনেতা যোগদান করিয়াছিলেন। শিক্ষা দিবার ভার ঐযুক্ত কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়ের উপর ন্যস্ত ছিল । এই অভিনয়ে যাহারা ধে ধে অংশ লইয়। অভিনয় করেন, নিম্নে তাহার তালিকা দেওয়া হইল,— স্নাঙ্ক । উদয়ন প্রিয়নাথ দত্ত । ৰসস্তুক কেশব চন্দ্র গঙ্গোপাধ্যায় । রুমম্বান রাজা ঈশ্বরচন্দ্র সিংহ । ¢शौर्शकद्रांप्र१ গেীরদাস বসাক,দীননাথ ঘোষ,তারাটা গুহ । বাস্ত্রব্য নবীনচন্দ্র মুখোপাধ্যায়। বাহুভূতি গিরিশ চন্দ্র চট্টোপাধ্যায়। বাসবদত্ত। মহেশ্রীলtধ চুনিলাল বস্তু। §R রঙ্গালয় (বঙ্গীয় ) झुक्नु|दशौं হেমচন্দ্র মুখোপাধ্যায়। * × কাঞ্চনমালা ( মীরামপুরনিবাসী এক ব্রাহ্মণ) မိဳ႕ কুসঙ্গত৷ অঘোরচত্র দীঘড়িয়া । বাজীকর উীনাথ সেন । স্বায়বীন যদুনাথ ঘোষ । পুত্ৰধার ক্ষেত্রমোহন গোস্বামী । Cot ( ১ম ) দ্বারকানাথ মল্লিক । ( ২য় ) কৃঞ্চগোপাল ঘোষ । ਜੋ। রমালাখ লাহা । নর্ভুকী ১ কালিদাস সীন্যtল, ২ কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় । রত্নাবলীর ছয়ট অভিনয় হয় । শেষ অভিনয় ২৪ কাৰ্ত্তিক ( ১৯ শে অক্টোবর ) শনিবারে হয়। এই অভিনয়েই ঐক্যতান বাদনের প্রথম প্ৰবৰ্ত্তন হয়। শ্ৰীযুক্ত ( এখন মহারাজ ) যতীন্দ্রমোহন ঠাকুরের যত্নে সঙ্গীতাধ্যাপক vক্ষেত্রমোহন গোস্বামী দ্বারা দেশীর যন্ত্রাদি লইয়। এই বাদ্যসম্প্রদায় গঠিত হইয়াছিল। রাজাদিগের ব্যয়ে সাজসজ্জা ও রঙ্গমঞ্চ অতি উৎকৃষ্ট হইয়াছিল। ধনীর সাহায্য পাইয় এবং উত্তরোত্তর অনুশীলনে রুচিমাজ্জিত হওয়ায় এই নাট্য সম্প্রদায় সাধারণের বিশেষ তৃপ্তিসাধন করিয়াছিলেন। বেলগেছিয়ার এই নাট্যশাল ও নাট্যসম্প্রদায় অনেক দিন বর্তমান ছিল । রত্নাবলীর অভিনয় দর্শনে সস্ত্রীক ছোটলাট হালিডে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, রমাপ্রসাদ রায় প্রভৃতি উপস্থিত থাকিতেন। মাইকেল মধুসূদন দত্তও এই অভিনয় দর্শন করেন। কেশর বাবুর বন্ধু বলিয়া তিনি রাজাদিগের নিকট পরিচিত হন। সাহেবদিগের জন্য রত্নাবলীর ইংরাজী অনুবাদ আবশুক হয়। সেই স্থত্রে মাইকেল এথানে আসেন ও ইংরাজীতে রত্নাবলী অমুবাদ করিয়া দেন। এই অবধি তাহান্স সহিত ঘনিষ্ঠ ষ্ঠা হয়। শেষে মাইকেল নাটকের সংস্কৃত প্রথা ত্যাগ করিয়া ইংরাজী প্রথায় শৰ্ম্মিষ্ঠা নাটক রচনা করিয়া কেশব বাবুকে দেখান ও বাঙ্গালা রত্নাবলীর নাটকীয় গুণহীনতা বুঝাইয় দেন। রাজা ঈশ্বরচন্দ্র পরে উন্থ গুনিয়া শৰ্ম্মিষ্ঠ অভিনয় করিতে উদ্ভূত হন। শৰ্ম্মিষ্ঠায় যিনি যে অংশের ভার লইয়াছিলেন, তাহার তালিকা,— शयष्ठि প্রিয়নাথ দত্ত (পিতৃবিয়োগ হওয়ায় যদুনাথ চট্টোপাধ্যায় ) মাধব্য কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায় । मड्डी নবীনচন্দ্র মুখোপাধ্যায়। শুক্র দীননাথ ঘোষ । কপিল শরচ্চত্র খোব ৷ दकोर्ख्न ঈশ্বরচন্দ্র সিংহ ( গাড়ী হইতে পড়িয়া গিয়া হাত ভাঙায় एठांब्रॉक्रॅांश ७इ अछिनग्न कtझन । हैमृएठा তারাচাদ গুস্থ (তৎপরিবর্ষে মৃত্যলীল দে অভিনয় করেন। নগরবাণী ১ হরিশ্চত্র মুখোপাধ্যায়, ২ রসিকলাল লাহ, ৬ জঙ্গদুদণ্ড দত্ত।