পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রসায়নবিজ্ঞান [ ৩০২ } রসায়নবিজ্ঞান

  • নিবন্ধমৌষধং সুতং ভূর্জে তৎ ত্রিগুণান্বরে। রসগোটুলিকাং কাষ্ঠে দৃঢ়ং বন্ধ গুণেন হি ॥ সন্ধানপূর্ণকুন্তাশ্বঃ খাবলম্বনসংস্থিতম্। অধস্তাঙ্গ জালয়েদৰ্থিং তত্তছুক্তক্রমেণ হি। দোলাযন্ত্রমিদং প্রোক্তং স্বেদনাখ্যং তদেব হি ॥*

(তাবপ্র, পূৰ্ব্বথ• ) ২ স্বেদনীযন্ধু—একটা জলপূৰ্ণ মৃৎপাত্রের মুখ বস্ত্র দ্বারা বদ্ধ করিয়৷ তদুপরি পাক্য দ্রব্য সংস্থাপনপূর্বক তদাকার আর একটা পাত্র বিপৰ্য্যস্তভাবে পূৰ্ব্বোক্ত পাত্রের কাণায় মিলাইয়া প্রলেপযোগে বন্ধ করিয়া দিবে। অতঃপর তাহা অগ্নিতে স্থাপনপূর্বক তাপ দিলে নিম্ন ভাগুেখিত বাস্পদ্বারা বস্ত্রোপরিস্থ দ্রব্য স্বেদ প্রাপ্ত হয় । - “সাম্বুস্থালীমুখাবন্ধে বস্ত্রে পাক্যং নিবেশল্পেং । পিধায় পচ্যতে যত্র স্বেদনীযন্ত্ৰমুচ্যতে ॥” (রসরত্নস• ৯অe) জারণাধস্ত্র—১২ অঙ্গুলীপরিমিত লম্ব। দুইটী লোহার মুচি প্রস্তুত করিয়া তাহার ঈষৎ ছিদ্রযুক্ত একটতে গন্ধক পুরিয়া, রযযুক্ত অপর একটা মূধামধ্যে তাহ। প্রবেশ করাইয়৷ দিবে। পারদের নিম্নস্থ অপর একটা পাত্রে জল রাখিবে । প্রথমে ঐ রস ও গন্ধক বস্ত্রগাড়িত রসোনক রসে যত্নের সছিত মিলাইয়া ভাওমধ্যে পুরবে। অতঃপর ঐ যন্ত্র একটা মৃৎপাত্রের মধ্যে রাখিয়া, তদুপরি অপর একটী পাত্র ঢাকা দিবে এবং ঐ পাত্রদ্বয়ের সংযোগস্থল বস্ত্র ও মৃত্ত্বিকাযোগে এরূপ ভাবে রুদ্ধ কfরবে, যেন কোথাও ছিদ্র না থাকে। পরে ঐ স্থালী ঘুটের পোরের মধ্যে স্থাপন করিয়া তিন দিবস সমান ভাবে অগ্নিতে পোড়াইয়। পরে উষ্ণ জলে মদন করিবে। "লোহমুযাদ্বয়ং কৃত্ব দ্বাদশাঙ্গুলমানতঃ । ঈষচ্ছিদ্রাং ছিদ্রমিতামেকাং গন্ধকসংযুতাম্ ॥ মুযায়াং রসযুক্তারামন্তস্তাং তাং প্রবেশয়েৎ । তোয়ং স্থাৎ স্বভকস্তাধ উদ্ধাধো বহিদাপনম । রসোনক রসং ভদ্রে যত্নতে বস্ত্রগালিতম,। দাপয়েৎ প্রচুরং ধৰ্ম্মাদাপ্লাব্য রসগন্ধকে ॥ স্থালিকায়াং নিধায়োর্জ’ স্থালীমষ্টাং দৃঢ়াং কুরু। সন্ধিং বিলেপয়েদষত্নাম্মদ বস্ত্রেণ চৈব হি । স্থাল) স্তরে কপোতtথ্যং পুটং কর্যাগ্লিন সদ।। যন্ত্রস্তাধ; করাধাগ্নিং দস্থাৎ তীব্রায়িমেব চ। এবং তু ত্রিদিনং কুৰ্য্যাৎ তপ্ততোয়ে বিমদয়েৎ । ন তত্র ক্ষীয়তে স্বতে নচ গচ্ছতি কুত্রচিৎ ৷ উৰ্দ্ধং বহিরধশ্চাপে মধ্যে তু রস-সংগ্ৰহঃ । भूषाषऽभिन< cनदि लाग्नरग्नन्त्रककॉमिक्भ. ॥* (ब्रगां{१) গৰ্ভযন্ত্র—৪ অঙ্গুলী লম্বা ও ৩ অঙ্গুলি বিস্তার এবং মুখবিবর অঙ্গুলি-মধ্যবিস্তার করিয়! একটা মুম্বা প্রস্তুত করিবে। পরে লবণ ২০ ভাগ ও গুগগুলু ১ভাগ উত্তমরূপে চূর্ণ করিয়া পুনঃ পুনঃ জলযোগে তাহ মদন করিবে এবং তদ্বারা মুম্বার অভ্যস্তর ভাগ লেপন করিয়া লইৰে । অতঃপর তাহাতে তিলপিষ্ট নিক্ষেপ করবে। অনস্তর তুষায়ি দ্বারা মৃদ্ধ তাপে দগ্ধ করিলে এক হইতে তিন রাত্রেই পারদ ( পিষ্টিক ) ভস্ম হইয় যায়। এই যন্ত্র দ্বার ভেষজাদি ব্যতিরেকে পারদ জায়ণ ও রঞ্জন করা ধাইতে পারে । -গর্ভযন্ত্ৰং প্রবক্ষামি পিষ্টিকাভষ্মকারকম্। চতুরঙ্গুলীর্ঘাঞ্চ• মৃষিকাং মৃন্ময়ীং দৃঢ়াম্ ॥ অঙ্গুলমধ্যবিস্তারং বস্তু লং কারয়েমুখম্। লোণস্য বিংশতিভাগা একভাগস্ত গুগগুলেt: ; মুল্লহ্মং পেধয়িত্ব তু তোয়ং দদ্যাৎ পুনঃ পুনঃ । মুধালেপং ততঃ কুৰ্য্যাৎ তিলপিষ্টং চ নিক্ষিপেৎ ॥ কুৰ্য্যাং তুষায়িং ভূমেী চ মুহুম্বেদং তু কারয়েৎ। আহোরাত্রং ত্রিরাত্রং বা রসেন্দ্রে ভস্মতাং ব্রজেৎ } জারণে সারণে চৈব রসরাজস্য রঞ্জনে । যন্ত্রমের পরং কৰ্ম্ম যন্ত্রবিষ্ঠ মহাবল ॥ ওষধি রহিতশ্চায়ং হঠাৎ যন্ত্রেণ বধ্যতে। তস্মাদযন্ত্রবলং চৈকং ন বিলভ্যং বিজানত ॥” ( রসার্ণব ) ংসপাকযন্ত্ৰ—সিকতাকার থপর প্রস্তুত করিয়া বালুকাপূর্ণ কfরবে। পরে তদুপরি অপর একখানি থপর চাপ৷ দিয়া পঞ্চক্ষার, মুত্র, লবণ ও বিড়সহযোগে ঔষধাদি পাক कद्र! इहे ग्रंt ५t८ऐ । -খপরং সিকতাকারঃ কৃত্ব তন্তোপরি দ্যসেথ । অপরং থপরং তত্ৰ শনৈযুদ্বগ্নিনা পচেৎ ॥ পঞ্চক্ষারৈস্তথা মুত্রৈলবণৈশ্চ বিড়ৈন্ততঃ । হংসপাক: সবিজ্ঞাতে যন্ত্রতত্ত্বার্থকোবিদৈঃ ॥” (রসার্ণব) মুষ বা মুচি —মুধ, ভাও, স্থালী প্রভৃতি রাসায়নিকের আবগুকীয় মৃদযন্ত্র প্রস্তুত করিবার জন্য কৃষ্ণ, রক্ত, পীত ও শুক্ল বর্ণের মুন্তিকা বিহিত হইয়াছে । ঐ সকলের মধ্যে কৃষ্ণবর্ণ মৃত্তিকাই প্রশস্ত। চোলাইএর বাকনল প্রভৃতি প্রস্তুত করিবার জন্য অপেক্ষাকৃত দৃঢ় মুক্তিকার প্রয়োজন। এই জন্ত তুষদগু, বল্মীক মৃত্তিক অঙ্গ ও অশ্বের মলদণ্ড,

  • লাগাঞ্জনের গ্রন্থে এই যন্ত্রের আরও একটু পাঠান্তর দৃষ্ট হয়।

“চতুরঙ্গুলদৈর্ঘ্যেশ বিস্তারেণ তু ত্রাঙ্গুল । মুকু স্বল্পীংকুৰ্যাৎ স্বৰূঢ়ং বওঁ লাং ৰুং ।”