পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রসায়নবিজ্ঞান (যুরোপীয় ) ক্ল রাইড, এবং সোডিয়াম ও আলুমিনিয়া সহযোগে ক্রাইওলাইট, নামে অবস্থিতি করে। অঙ্গার (Carbon ) নামক রূঢ়পদার্থের ব্যবহার বহুপ্রাচীন কাল হইতেই সাধারণের জানা আছে। এই অঙ্গারের অক্সিজেন-ঘটিত ক একটা যৌগিক পদার্থ আছে। পৃষ্ঠলে সাহেব বন্দুকের চোঙ্গের মধ্যে চা-খড়ি উত্তপ্ত করিয়া কাৰ্ব্বনিকৃ অক্সাইড নামক যৌগিক পদার্থটি প্রাপ্ত হইয়াছিলেন, কিন্তু ফুর্ভাগ্যবশতঃ তিনি ডহার দাহনশীলতা লক্ষ্য করিয়া উহাকে হাইড্রোজেন বণিয়া অনুমান করেন। ১৮•৩ খৃষ্টাব্দে ক্রাকস্তাঙ্ক ও ক্লেমেণ্ট প্রভৃতি রাসায়নিকের। ইহার প্রকৃত তত্ব নিরূপণ করেন। ১৭৭৫ খৃষ্টাব্দে লাভে গিয়ে হীরক দগ্ধ করিয়া কাৰ্ব্বনিক আস্হাইড্রাইড, নির্ণয় করেন । ইহা সাধারণে কাৰ্ব্বনিক এসিড, নামেও পরিচিত। Mithaue, Light Carburetted Hydrogen & Fire-damp złose সামে প্রচলিত অঙ্গার-মিশ্রিত উদজনবাষ্প (Marsh-gas ) ১৭৭৮ খৃষ্টান্ধে ভণ্ট সাহেব কর্তৃক সৰ্ব্বপ্রথমে পরীক্ষিত হইয়াছিল । [ বিস্তৃত বিরণ অঙ্গার শব্দে দ্রষ্টব্য। ] ১৭৯৫ খৃষ্টাব্দে ওলন্দাজ দেশীয় রাসায়নিক স্বরা ও সলফিউরিক্ এসিড, দ্বার প্রস্তুত ওলিফায়েণ্ট গ্যাস আবিষ্কার করেন। অঙ্গার ও উদ জন তড়িৎ দ্বারা উষ্ণুপ্ত হইলে উভয়ে মিশ্রিত হইয়া আসিটিলিন নামক যৌগিক পদার্থ উৎপাদন করিয়া থাকে। পাথুরিয়া কয়লা লৌহ-fরটর্টে উওপ্ত করলে কোল-গ্যাস জন্মে। এই বাপ নানা পদার্থের মিশ্রণে উৎপন্ন । মেয়ার সাহেব কর্তৃক প্রথমে সালফিউরেটেড, হাইডেজেন আবিষ্কৃত হয়, কিন্তু ১৭৭৭ খৃষ্টাব্দে সাল সাহেব উহার ধম্মাদির অনুশীলন করেন। হাইডি,ক্ৰ-পার্সালফাইড, সালফিউরাস-আস্হাইড্রাইড, সালফার-টাইঅক্সাইড, সালফিউরিক এসিড (খেসিল ভাগেণ্টাইন হারাকস পরিস্কত করিয়া ইহা প্রস্তু ক করেন ), হাইপোসালফিউরাস বা থাইও-সালফিউরিকৃ এসিড, বাইসালফাইড অব কাঞ্চন প্রভৃতি যোগিক পদার্থ গন্ধকের যোগে উৎপন্ন হয় । { গন্ধক দেখ। ] সিলিনিয়াম্ ও টেলিষ্টরিয়ম নামক রূঢ় পদার্থদ্বয়ের কোন ব্যবহার নাই এবং ইহা অতি দুল্লভ পদার্থ। ইহা গন্ধকের স্থায় ধৰ্ম্মবিশিষ্ট এবং তদ্বন্দ্রব্যের স্থায় যোগিক দিও স্মৃষ্টি করিয়া থাকে । - ১৬৮৯ খৃষ্টাব্দে ব্ৰাও নামক জনৈক রাসায়নিক মুর হইতে ফক্ষয়াস আবিষ্কার করেন। ১৭৬৮ খৃষ্টাব্দে অস্থি হইতে এই রূঢ় পদার্থ গ্রন্থত হয় এবং ১৭৯৬ খৃষ্টাব্দে সাল সাহেব গস্থি হইজে ফক্ষয়াস প্রাক্তপ্রশষ্ট্রর উন্নতি সাধন করেন। { లిపిe ] রসায়নবিজ্ঞান (যুরোপীয় } মুক্তাবস্থায় ফফরাস একবারেই দুষ্প্রাপ্য, ইহা ৰৌগিকল্পপে পার্থিব, জাস্তব ও উদ্ভিজ্জ-বিভাগে অবস্থিতি করে । ১৭৮৩ খৃষ্ঠাম্বে গান্‌জেম্বার সাঙ্কেৰ হাইড্রোজেন ফফাইড, বা ফফাইন্‌ নামক যৌগিক পদার্থ উদ্ভাবন করেন। বাম্প, তরল ও কঠিন ভেদে ফফিউল্লেটেড হাইড্রোজেন তিন 2*țz 1 erfgrwzi zirrifts Ēri vēts Sub-oxide of Phosphorous, Phosphorous anhydride s Phosphoric anhydride taxe Hypophosphorous acid, Phosphorous acid and Phosphoric acid zstęfs "Fat(na দ্রাবকসমূহ জলের সংযোগে উহার এন্‌হাইড্রাইড দ্বারা উৎপন্ন হয়। [ গ্রফুরক বা ফসরাস দেখ। ] ১৮০৮ খৃষ্টাব্দে গে-লুসাব কর্তৃক বোরণ নামক রূঢ়পদার্থ আবিষ্কৃত হয় । সোহাগ বলিয়া যে পদার্থ প্রচলিত দেখা স্নায়, তাহা বেরোপিক্‌ এসিডের লবণ। বোরাসিৰু এসিড, বোরণ নামক রূঢ়পদার্থের অক্সিজেন-ঘটিত যৌগিক। অক্সিগুন যোগে বোরণ বোরিক্ষু আনহাইড্রাইড, নামে এক যৌগিক পদার্থ উৎপাদন করে। এক অণু বোরিক আনহাইড্রাইড, তিন অণু জলের সহিত মিলিত হইলে বোরাসিক এসিড, নামে কথিত হয়। বোরালিঙ্ক এসিডের লবণকে বোরেটু কছে। { সোহাগা দেখ । ] ১৮০৭ খৃষ্টাব্দে ডেষ্ট্ৰী সাহেব সিলিকন আবিষ্কার করেন। ইহা মুক্তাবস্থার কখন অবস্থিতি করে না। অক্সিজেন যোগে সিলিকা রূপে ইহা পার্থিব রাজ্যে নানাবিধ অবস্থায় বিদ্যমান থাকে। সিলিকনের অক্সিজেন-ঘটিত যৌগিক সিলিকা নামে খ্যাত । [ সিলিকা দেখ । ] এই সকল আলোচনা কারলে স্পষ্টই অসুমিত হয় যে, রসায়নবিদগণের চেষ্টায় ১৮শ শতাদের শেষ ভাগ হইতে উনবিংশ শতকের মধ্যভাগ পর্য্যস্ত রসায়নবিজ্ঞানের যথেষ্ট উন্নতি সাধিত হইয়াছিল এবং তদবধিই রসায়ুনশাস্ত্রের ভিত্ত্বি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয় । আঙ্গরিক রসায়ন । মঙ্গীর, উদঙ্গন প্রভূতি ক একট রূঢ় পদার্থের যোগে অসংখ্য প্রকার যৌগিক প্রস্তুত হইয়া থাকে, তৰ্জ্জুষ্ট রসায়নবিদগণ এই যৌগিক-বিভাগকে স্বতন্ত্ররূপে আলোচনা করিবার ব্যবস্থা করিয়াছেন। ইছা ইংরাণীতে Orgauic Chemistiy নামে পরিচিত। পূৰ্ব্বে রাসায়নিকদিগের বিশ্বাস ছিল যে, পার্থিব বা অনাঙ্গারিক ( iuorganic ) পদার্থেরা ভড়শক্তি এবং আঙ্গরিক অর্থাৎ উদ্ভিজ্জ ও জাস্তব পদার্থনিচয় চৈতন্য-fsh ( Vital force) . utzi zè, x{z s, bifrē