রাজপুত্র [ ৩৭১ ] রাজপুরআলি উদয়পুর-রাজনন্দিনীর পাণিপীড়ন উপলক্ষে জয়পুর ও যোধপুররাজের অযথা অস্তুবিবাদ এবং উভয়কে উত্তেজিত করিবার জন্ত মরাঠা ও পাঠানদলের পরস্পরকে সাহায্যদান রাজপুত্তজাতির জাতীয় গৌরবনাশের অন্যতম কারণ। ১৮১১ খৃষ্টাব্দে নাবালক রাজপুত্তরাজগণ দম্যর উৎপীড়ন সহা করিতে না পারিয়া দিল্লীশ্বর ও ইংরাজ প্রতিনিধি সরচালর্স মেট্কাফের নিকট সাহায্য চাহিয়া পাঠান। তদনুসারে ১৮১৭ খৃষ্টাকে মার্ক হস্ অব হেষ্টিসের আদেশে ইংরাজসেনাদল পেন্ধারিদিগকে পরাভূত করে। সদ্ধার আমার খ। ইংৰাজ রাজের নিকট হইতে টোঙ্কের শাসনভার প্রাপ্ত হন । ১৮১৮ খৃষ্টাব্দের শেষ ভাগে ভরতপুর ব্যতীত সকল রাজপুত স্বীকার করে । ইংরাজ করে আজমীরের শাসনভার অর্পণ করেন। তদবধি ১৮৫৭ খৃষ্টাব্দের সিপাহীবিদ্রোহ পর্য্যস্ত এথানে আর কোন বীপ বিশৃঙ্খল ঘটে নাই। ঐ সময়ে কোটায়ু বিদ্রোহুিদল ইংরাজ রাঞ্জের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। ইংরাঞ্জগণ কোট অধিকার করিয়া লয়েম । রাজপুত ভিন্ন রাজপুতনায় আরও অন্যান্ত জাতির বাস ব্রাঞ্জাই ইংরাজের অধীনস্ত। সিলে রাজ আছে । জাট, গুজর, মাষ্ঠীর, লোধ, কাড়া, মালী, চামার, । থান্জাদ, থাইমখানি, মে ৪, মৈরাত, মীন, ভাল, কোলী, মের বা মহৈর ও মোঘিয়া প্রভৃতি জাতিও দেখা যায়। ইহাদের মধ্যে মীনা, ভীল প্রভূতি পাৰ্ব্বত্য অসভ্যঞ্জাতিরা বিশেষ যুদ্ধর্ষ। [ তত্তৎ শব্দ দেখ। ] এখানকার আলবার, উদয়পুর, বিকানের, জয়শালমার আজমীর, ভরতপুর, টোঙ্ক, কোটা, বুদা, ঝালরাপাটন তারাগড়, চিতোর, কমলমেরু, গো গুগু, জয়পুর, গেলা, ভাঙ্গস্রোয়গড়, মণ্ডলগড়,ইন্দ্রগড়, যোধপুর, গগ্ রাওন, রণস্তগুগড় প্রভৃতি নগর বিশেষ সমৃদ্ধিশালী ও দুর্গাদি পরিশোভিত। এখানকার অধিবাদিকৃন্দ অধিকাংশই হিন্দু; বৈষ্ণব ও শৈবের সংখ্যাই অধিক । স্থানে স্থানে প্রাচীন জৈনধৰ্ম্মের প্রভাব ও লক্ষিত হয় । দাদুপন্থী, রামসেনেহী, নাগ ও বল্লভাচারী সম্প্রদায়ের প্রভাব মেবার, আলবার, শাহপুর। ও জয়পুর প্রভৃতি স্থানেই অধিক । “ রাজপুত্র ( পুং ) রাজ্ঞশ্চন্দ্রস্ত পুত্র । ১ বুধ গ্রহ । ( শব্দ রত্নাe ) ২ মহারাজচুত ( আম ) । ( রাজনি•") ৩ বৰ্ণসঙ্করজাতিবিশেষ। } অম্বষ্ঠের ঔরসে এবং বৈশু কছাতে এই জাতির উৎপত্তি হইয়াছে। “বৈশ্ৰাদম্বষ্ঠকন্যায়াং রাজপুত্রস্ত সম্ভব: ।” (পরাশরপদ্ধতি) পুরাণমতে এই জাতি করণ কন্যাতে ক্ষত্রিয় হইতে জন্মিস্থাছে। এই জাতি রজঃপুত নামে প্রসিদ্ধ। ৪ রাজনন্দন, রাজার পুত্র, পৰ্য্যায়—যুবরাজ, কুমার, ভর্তুদারক । ( অমর ) “রাজপুত্র চিরং জীব মা জীব মুনিপুত্ৰক । জীব বা মর বা সাধো ব্যাধ মা জীব মা মর ॥” ( উদ্ভট ) ৫ ক্ষীরিকারুক্ষ। ৬ মহারাজচুত বৃক্ষ । ( রাজনি• ) রাজপুত্র স্বাথে-কলু। রাজপুত্র শব্দার্থ। রাজপুত্র, জনৈক কামশাস্ত্রপ্রণেতা। দামোদরকৃত কুট্টনীমতে হছার উল্লেখ আছে। রাজপুত্ৰ ( স্ত্রী ) রাজা পুত্রে যস্ত। রাজার মাত । রাজপুত্রিকা ( ) রাজপুত্রী সংজ্ঞায়াং ক{। শরারিপক্ষ, চলিত শরালপাখী । ( পটtধর ) ২ রাজকন্ত।। ৩ শুক্ল যুথিকা । ৪ পিত্তল । ( বৈদ্য কলি০ ) রাজপুত্ৰ ( ) রাজ্ঞ পুজীব। ১ কটুকুৰী। ২ রেণুকা । ৩ জাত।। ৪ রাজরীতি। ৫ ছুচ্ছুন্দরী । (রাজনি•) ৬ মালতী । ‘অবিমু৫শ্চাথ জাতী মালতী স্বমনা অপি।’ ( জটাধর ) ৭ রাধ কস । রাজপুত্ৰীয় ( ত্রি ) রাজপুত্র সম্বন্ধীয় । রাজপুর (রী) রাজ্ঞঃ পুরং। রাজার পুর, রাজপুর, রাদনগরী । রাজ প্রসাদ । নগরভেদ । রাজপুর, বোম্বাই প্রেসিডেন্সীর কাঠিআবাড়ের থালাবার বিভাগের অন্তর্গত একটী সান স্তরাজ্য । বোম্বে-বড়োদ। রেলপথের বড়পান্ ষ্টেশন হইতে ১॥৩ ক্রোশ দূরে এই নগর অবস্থিত । রাজপুর, বোম্বাই প্রেসিডেন্সীয় রেবাকাখার অন্তর্গত একটা সামগু রাজ্য। সর্দার রাবল শুরসিংহ বিথাiদ সদুগুণে ভূধিত । হঁহার বড়োদার গাছ কোবাড়কে কল্প দিয়া থাকেন। রাজপুর, বাঙ্গালার ২৪ পরগণা জেলার মন্তগত একটী নগর । মিডানসিপালিটী থাকায় এখানকার অবস্থা লিওস্তি মন নছে । এখানকার গঞ্জ হইতে প্রত্যহ দ্রব্যাদি কণিকাতায় আমদানী হহয়! থাকে । রাজপুর, যুক্তপ্রদেশের দেংরাদুন জেলার একটা নগর । মুসোরীর স্বাস্থ্যাবাসে যাহতে হইলে এই স্থানে থাকিয়া যাহবার ‘5(9) 51(敬 রাজপুর আলি, মধ্যভারতের ভোপাবর এজেন্সীর অন্তভূক্ত একটা সামস্ত রাজ্য। নৰ্ম্মদ ও বিন্ধ্যশৈলের মধ্যস্থলে অবস্থিত। ভূ-পারমাণ ৮৩৭ বর্গমাইল। এখানকার সর্দারগণ উদয়পুর-রাজবংশধর ও শিশোদীয় কুলসস্থত। মহারাজয়গণ মালব অাক্রমণ সময়ে এই পাৰ্ব্বত্য রাজ্যের মধ্য দিয়া আসিলে ও এখানকার বিশেষ ক্ষতি করিতে পারেন নাই। হংরাজরাঞ্জের
পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৩৭৩
অবয়ব