পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৪৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামগোপাল ঘোষ [ 886 | রামগোপাল ঘোষ স্থাপিত হইলে স্থানীয় লোক তথায় যাইয়। বাস করে । রামগিরি এখন জনশূন্ত । রামগীতোপনিষদ (স্ত্রী) উপনিষদভেদ। রামগোপাল, রসকল্পবল্লা প্রণেতা একজন বৈষ্ণব কবি । ইনি রঘুনন্দনের শিষ্য চক্ৰপাণি চৌধুরীর গ্রপৌত্র ও গঙ্গারামের পুত্র । ১৬৪৩ খৃষ্টাব্দে উক্ত গ্ৰন্থখানি রচনা করেন। এই রামগোপালের পুত্ৰ পীতাম্বর দাস রসমঞ্জরী প্রণয়ন করিয়াছিলেন । রামগোপাল ঘোষ, একজন বাঙ্গালী বণিক ও স্থবিজ্ঞ রাজনৈতিক । হুগলীর অন্তঃপাতী বাগাটে গ্রামে তাচার পৈত্রিকবাসস্থান । তাহার পিতা গোবিন্দচন্দ্র ঘোষ ব্যবসা-বাণিজ্যে লিপ্ত হইয়। কলিকাতায় আসিয়া বাস করেন। তিনি কোচবিছার মচারীজের কলিকfতাস্থ এজেণ্ট ছিলেন । এই কলিকতা রাজধানীতে ১৮১৫ খৃষ্টাব্দে অক্টোবর মাসে রামগোপালের জন্ম হয় । বাল্যকালে প্রাথমিক ইংরাজিশিক্ষার জন্ত রামগোপাল মি: সেরবোর্ণের স্কুলে প্রবিষ্ট হন। গ্রয়োদশ বর্ষে তিনি অধ্যয়নার্থ কলিকাত “হিন্দুস্কুলে" গমন করেন । তথায় অধ্যাপক প্রবর হ, ল, ব, ডিরোজিওর শিক্ষাধীনে থাকিয় তিনি অসাধারণ প্রতিভাবলে অত্যন্নকালমধ্যেই ইংরাজীশিক্ষায় সম্যক্ পারদশিত। লাভ করিয়াছিলেন । কিন্তু র্তাহীর পিতার অবস্থাবিপৰ্য্যয়ে তিনি আর অধিক কাল কলেজে অধ্যয়ন করিতে পারেন নাই । উদরান্ন-সংগ্রহের চেষ্টায় তাহাকে অর্থকরী কৰ্ম্মের অনুসন্ধানে বর্গিত হইতে হয়। মহাত্মা ডেভিড, হেয়ারের আগ্রহাতিশষ্যে মিঃ জোসেফ নামক জনৈক য়িহুদা বণিক্‌ ৰ্তাহাকে স্বীয় বাণিজ্য-কার্য্যে সহকারিরূপে নিযুক্ত করিয়াছিলেন । রামগোপাল পরিশ্রম ও অধ্যবসায় দ্বারা অচিরে স্বীয় প্রভুকে সস্তুষ্ট করিয়া ফেলিলেন। কর্তব্যকৰ্ম্মের প্রতি র্তাহার অনুরাগ ও স্থির লক্ষ্য দেখিয়া তৎপ্রতি জোসেফের দৃঢ় বিশ্বাস জন্মিল। এই সময় রামগোপাল বাঙ্গালার কৃষিজাত ও শিল্পজাত দ্রব্যসমূহের তালিকা সহ একখানি বিবরণী প্রস্তুত করিয়া স্বীয় প্রভুকে প্রদান করেন। ইংরাজী ভাষায় রামগোপালের লিপিনৈপুণ্য সন্দর্শন করিয়া জোসেফ লাহেব তাছার প্রতি বিশেষ আকৃষ্ট হন। রামগোপালের বিনয়নম্র ব্যবহারে ও কাৰ্য্যকুশলতায় পরিতুষ্ট জোসেফ সাহেব ইংলণ্ডগমনকালে আপনার বিশ্বাস বশেই আপনার আফিসের কার্য্যভার রামগোপালের উপর সম্পূর্ণ নির্ভর করিয়া যান। রামগোপাল fবশেষ সাবধানত ও বিচক্ষণতায় সহিত প্রভুর কার্য্য XVI ;ه ده ټ পরিচালন করিয়া বাণিজ্যব্যাপারে বিলক্ষণ লাভ দেখাইয়াছিলেন । ইহার কিছু পরে মিঃ কেলসাল জোসেফের অংশীদার হন এবং রামগোপাল তাহীদের A৪৪istant থাকেন। জোসেফ কাজ কৰ্ম্ম ছাড়িয়। বিলাতে প্রস্থান করিলে মিঃ কেলসাল রামগোপালকে অংশীদার করিয় লন । তথন হইতেই c'è wift'in atx Messrs Kelsall and Ghose’ श्ब्र । ১৮৪৬ খৃষ্টাধে উভয়ের মধ্যে মনোবাদ উপস্থিত হওয়ায় রামগোপাল ২ লগ টাকা লইয়া স্বীয় অংশ ত্যাগ করিম আসেন । এই সময়ে কলিকাত। ছোট আদালতের ২য় প্রাঞ্জের পদ শূন্ত হয়। গবমেণ্ট বাহাদুর রামগোপালকে ঐ কার্য্যগ্রহণ করিতে অনুরোধ করেন, কিন্তু রামগোপাল 'কোম্পানির নেমক খাইব না বলিয়৷ সেই পদ গ্রহণে *ীকার করেন । অতঃপর তিনি আরাকান দেশজাত চাউল খরিদ করিয়৷ একটা বাণিজ্য-ভাণ্ডার স্থাপন করেন, আকারাব ও রেঙ্গুনে তাহার শাখ। (ব্রাঞ্চ)আফিস ছিল । এই ব্যবসায়ে তিনি বিলক্ষণ অর্থসঞ্চয় করেন। এই সময়ে যুরোপীয় বণিকসমাজে তাছার নাম এরূপ প্রতিষ্ঠালাভ করিয়াছিল যে, ১৮e • খৃষ্টাব্দে ২৬এ নবেম্বর তাহার রামগোপালকে বেঙ্গল চেম্বার অব কমার্সের সভ্যপদে বরণ করিয়াছিলেন । ১৮৫৪ খৃষ্টাব্দে মি: ফিল্ড তাহার অংশীদার হন । ১৮৪৭ খৃষ্টাব্দে কোন অভাবনীয় ক্ষঙিতে কলিকাতার वर्ध्निकुमट्धमाग्र न४ श्ब्र! शाग्न । ७मन फि, ७ई नमtब्र অনেকেই মানসস্ত্রম রক্ষা করিতে না পারিয়া কাৰ্য্য বন্ধ করিতে বাধ্য হন। রামগোপালের কোন কোন বন্ধু তাহাকে বেনামি করিয়৷ কাৰ্য্য করিতে পরামর্শ দেন। তদুত্তরে তিনি বলেন, শঠতা করিয়া ক্রেতাদিগকে ঠকাইবার পরিবর্তে অtপনার অঙ্গ এস্ত্রের শেষখও পৰ্য্যস্ত বিক্রয় করা ও ভাল । এই উদারতার বিষয় উপলব্ধি করিলে বেশ বুঝা যায় যে, রামগোপাল স্কায়বান, দৃঢ় প্রতিজ্ঞ, সরলদ্ধদয় ও কর্মী ব্যক্তি ছিলেন। তাছার গুণয় উন্নতচিত্ত ব্যক্তির পক্ষে প্রতায়ণ। ৰ৷ প্রবঞ্চন নিতান্ত ঘৃণার বিষয় ছিল । রামগোপালের এই দৃঢ়চিত্তত তাহাকে উন্নতির পথে লইঙ্গ চলিল । তিনি ও যেমন কখন কাহাকে ও ঠকাইতে চেষ্টা পান নাই, ইংলণ্ডীয় ব্যাঙ্কারগণ ও কখন তাহার দ্বার। প্রতারিত হইবার ও আশা করেন নাই । তাহার প্রেরিত Bill তাছার সম্মানের সহিত গ্রহণ করিতে লাগিলেন । এই কারণে র্তাহাকে সেই বিপদে বিশেষ কষ্ট পাইতে হয় নাই । ॐtशद्र छtब्र”ब्रठl, tनफिक बण ७ गब्रणठ टैाश८क ५न•