পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৪৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামচন্দ্র [ 8૭6. ] রামচন্দ্র রামায়ণ গান করিলে রামচন্দ্র স্ব বর্ণাদি র্গারিতোষিক দিতে ইচ্ছুক হন। বালকের বনচারী বলিয়া সে উপহার । গ্রহণ করেন নাই। অতঃপর যখন রামচন্দ্র অবগত হইলেন যে, এই ছুইটী তাহারই সীতার গর্ভজাত সস্তান, তখন তিনি সভামধ্যে দূতগণকে আহবান করিয়া বলিলেন, “তোমরা সত্বর সীতার শুদ্ধচরিত্রত ও নিম্পাপদেহের পরিচয় এবং তদ্বিষয়ে মহর্ষির অভিপ্রায় ৪ প্রত্যয়দান সম্বন্ধে সীতার মনোগত অভিলাষ অবগত হইয়া আমাকে নিবেদন কর।” দূতগণ রাজাঞ্জ প্রাপ্তিমাত্র ত্বরায় মহামুনি ৰাষ্মীকি সকাশে উপনীত হইয়। ঐ কথা জ্ঞাপন করিল। মহৰ্ষি বাল্মীকি উত্তর করিলেন, “মহারীজকে বলিও, গীতা সভাসমক্ষে শপথ করিবেন"। রামচন্দ্র ও সেই কপী সভাস্থ মহর্ষি ও রাজন্তবর্গকে জানাইয়া সে দিনের জন্ত বিদায় দিলেন । পরদিন প্রাক্ত: কালে রামচন্দ্র মহর্বিগণ এবং অদ্যাপ্ত রাজা সভাসদগণে পরিবুত হইয়া যজ্ঞস্থলে উপস্থিত রহিয়াছেন ; এমন সময়ে সীতাদেবী বাল্মীকির অমুবৰ্ত্তিনী চষ্টয়া সভাস্থলে আসিলেন । মগধ সীভাচরিত্রের সাধুবাদ কীৰ্ত্তন কfরণে যখন মহারাজ রামচন্দ্র সীতাকে পরীক্ষার জষ্ঠ আহবান করিয়াছিলেন,—সে দিন, ক্লিক্স কোষেয়বসন৷ করুণাময়ী দুঃখিনী সীতা যুক্ত-করে বলিয়াছিলেন, “হে মাতঃ বসুন্ধরে, যুধি মামি কায়মনোবাক্যে পতিকে অর্চনা করিয়া থাকি, তবে আমাকে তোমার গর্ভে স্থান দাও।” সীতার পাতালপ্রবেশের পর, একদা মহাকালের সহিত রামের কথোপকথম হয়। ঐ সময়ে ৩ দুৰ্ব্বাস আসিয়া রামচন্দ্রের সাক্ষাৎ প্রার্থনা করেন। মন্ত্রণাগুষ্ঠের দ্বারা লক্ষ্মণ মুনিবরকে প্রবেশের নিষেধবাৰ্ত্ত জানাইলে তিনি ক্রোধে উন্মত্ত্ব হইয় অভিসম্পাত দিতে উস্তত হইলে লক্ষ্মণ মন্ত্রণাগৃহে প্রবেশ করিয়া ঋষি বরের আগমনবাৰ্ত্ত জানান । রাম এই জন্য পূৰ্ব্ব-প্রতিশ্রুতি অনুসারে লক্ষ্মণকে পরিত্যাগ করিলেন । তদনুসারে লক্ষ্মণ সরযুসলিলে আত্মবিসর্জন করিলে, রাম বিশেষ শোকাকুল হন । অনস্তর ব্রহ্মার বচনে তিনিও সরঘূলিলে ময় হইয়া মহাপ্রস্থান করেন। মছামুনি বাল্মীকি দশাননবধ নামধের রামায়ণ মহাকাব্যে মেরূপ রামচরিত কীৰ্ত্তন করিয়াকে, তাছাই উপরে উদ্ভূত হইল। উত্তরকাণ্ডোক্ত রামচক্রের জীবনীর উপসংহার ভাগ পৌরাণিক জটিলতায় বিজড়িত। রাম-জীবনের ঐতিহাসিকত যুদ্ধকাণ্ডেই সমাপ্ত হইয়াছে। রামের উদারচরিত, অপুৰ্ব্ব স্বার্থভ্যাগ, অবিচলিত পিতৃভক্তি, অসম সাহস ও অদ্বিতীয় बैौब्रचबिक्झम लिमि *ीtछ डाङ्गळवागैौब्र निको भूबिक माङ्ग XVI Q ১১৭ রামচন্দ্র, মণের অবতার বলিয় পুজিত হইয়াছেন । রামায়ণের উত্তরকাণ্ডে ও তাছার সংযোজিত অংশে, পদ্মপুরাণের পাতালথণ্ডে, ব্রহ্মপুরাণে, দেবীভাগবত, শ্ৰীমদ্ভাগবত ও মহাভাগৰতে এবং অপরাপর পুরাণেও রামচন্দ্রের অবতার কথা কীৰ্ত্তিত হইয়াছে । . বাহুল্য ভয়ে সে সকল কথা লিখিত হইল না। [ গীত, রামায়ণ, তুর্গ, বাল্মীকি প্রভৃতি শব্দ ও পুরাণ শঙ্কে বিভিন্ন পুরাণের স্বচ দ্রষ্টব্য । ] জৈনদিগের নিকট রামচন্দ্র পদ্ম নামে পরিচিত, অবশু তিনি জৈন তীর্থঙ্কর পদ্ম প্রস্ত হইতে ভিন্ন । ৬৭৮ খৃষ্টাব্দে রৰিষেণ-রচিত পদ্মপুরাণে ভিন্নভাবে রামচরিত বর্ণিত হইয়াছে । জৈনের রামচন্দ্রকে কিরূপ ভাবে দেখেন, তাহু! উক্ত পদ্মপুরাণ হইতে বেশ জানা যায় । জৈনদিগের পদ্ম দশরথের পুত্র, লক্ষ্মণ, ভরত ও শক্রপ্লের ভ্রাতা, সীতার ভৰ্ত্ত। ও রাবণের নিহস্ত বলিয়া কীৰ্ত্তিত হইলেও জৈন রামের কীৰ্তিকলাপ বাল্মীকি অথবা হিন্দু-পৌরাণিক-বণিত রামচন্দ্রের সহিত একতা নাই ; তাহার চরিত যেন সম্পূর্ণ ভিন্নরূপ। { পুরাণ শব্দে ৭•২-৩ পৃষ্ঠা ও জৈন পদ্মপুরাণ দ্রষ্টৰ । ] বৌদ্ধদিগের নিকট ও রামচরিত বিকৃত ভাব ধারণ করিয়াছে । বৌদ্ধদিগের দশরথজাতকে সীত। রামের ভগিনী অথচ পত্নীরূপে বর্ণিত হইয়াছেন। { দশরথ ও সীতা দেখ । ] রামচন্দ্র, দেবগিরির জনৈক রাজা । মহাদেধের ভ্রাতুষ্পপুত্ৰ । হেমাদ্রি ইহার প্রধান মন্ত্রী ছিলেন । রাজ্যকাল ১২৭১ ছষ্টতে ১৩০৯ খৃষ্টাব্দ । [ যাদবরাজবংশ দেথ । ] ১ গড়াদেশাধিপতি । ২ রায়পুরের কলচুড়িবংশীয় জনৈক রাজা । সিংহদেবের পুত্র ও মহারাজাধিরাজ হরিব্ৰহ্মদেবের পিতা । খধাবতী ( থলের ) নগরে ইহার রাজধানী ছিল । রামচন্দ্র, ক একজন গ্রন্থকারের নাম। ১ পদ্যামৃততরঙ্গিণীধুত একজন কবি । ইনি আযোধ্যক রামচন্দ্র নামে পরিচিত ছিলেন। ২ জনৈক আলঙ্কায়িক । বামনকৃত কাব্যালঙ্কারের টীকায় মহেশ্বর ইহার নামোলেথ করিয়াছেন। ৩ অধবিরেচন রচয়িত । অৰ্জ্জুনৰ্চন কল্পলতা, অর্জুনার্চপরিজাত, ছিন্নমস্তাপারিজাত, তন্ত্ৰচুড়ামণি, তন্ত্ৰীযুত, পুরশ্চরণদীপিকা ও স্বচগার্কার প্রভৃতি গ্রন্থ প্রণেতা। a মিতভাষিণী নামে অবিরোধপ্রকাশটীকা-রচয়িত।। ৬ আনন্দলহরীর টাকাপ্রণেত।। ৭ জাৰ্য্যাবিজ্ঞপ্তি নামক কাৰ্যরচয়িত । ৮ ঈশাবান্তোপনিষদ্বয়হস্তবিবৃতিরচয়িতা। ৯ কাৰ্বৰীৰ্য্যদীপদানবিধিপ্রণেতা। ১• কাব্যপ্রকাশগাররচয়িত । ১১ ফুণ্ডেtদধিপ্রণেতা। ১২ কৃষ্ণবিজয় নামক জলঙ্কারগ্রন্থগুণেতা। 8