পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৪৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামত্ব রামণ (পুং ) ১ গিরিনথ । ২ তিন্দুক । ( রাজনি• ) রামণি (পুং ) রমণের গোত্রাপত্য। রামণীয়ক ( ) রমণীয়স্ত ভাব ধর্মে বা রমণীয় ( যোগধাগুরূপে &মা,৭, । পা ৫।১১২২ ) ইতি বুঞ। রমণীয়ত্ব, রমণীয়ত। “পুরোপনী ও নৃপ রামণীষ্মকং দ্বিজাতিশেষেণ ধদে তদন্ধস । তদ গ্ৰ ষ্টে বgফলাশিন: পরং পরৈতি কাশ্যং যশস সমং বপুঃ ॥” ( ভারবি ১।৩৯ ) ( ) ২ রমণীয়, মনোজ্ঞ । রামতরায় ( 47*e ) egyszsq 1 ( Hibiscus edulis ) রামতরুণী ( স্ত্রী) রাম মনোহর তরুণীব। তরুণাপুষ্প, চলিত সেউতী ফুল । রামতর্কবাগীশ, জনৈক পসিদ্ধ বৈয়াকরণ। টীকাকার । রামতাপনীয় (প্লী) উপনিষভেদ, এষ্ট উপনিষদের নাম

  • গ্লামতাপনী” এইরূপ ও দেখিতে পা ওয়া যায় ।

রামতারণ চূড়ামণি, মাধুরী নাম গীতগোবিন্দটীকাকৰ্ত্ত । রামতাল, ব:থাগার দাড়িগঙ্গজেলার রামরী নদীর একটা বাওড়। এই সুবিস্তীর্ণ দীর্ঘক। লম্বে ৫৫০ গজ ও প্রস্থে প্রায় মুগ্ধবোধ JAA KKS DBB LLSBBSBB BBD 0S gg BBSB BBBBB যেগুণ কাঠের শুখন গুড়িসকল থ'{ড়া হয়ে আছে। ইহার খ। তার তা অধিক । পৰ্ব্বতে পর ই হরি প্রাকৃতিক সোন র্য্য অতুলনায় । #ff=fāzī ( (foss ) fests" i , Verbesina Sativa) রামতীর্থ, মৈত্ৰ,পনিষদীপিকারচয়িত। রামতাৰ্থ, হিন্দুতীর্থভেদ। রামঠাথমাছাত্ম্যে ইহার বিশেষ বিবরণ আছে । [ রামটেক দেখ। ] রামতীর্থ যতি, পদক্ষোজনিক নাম উপদেশসাহস্ৰাটক, সুরেশ্বরকৃত মানসোল্লাসের মানসোল্লাসরু স্বাস্তবিলাস নামক টীকা, বস্তুতত্ত্ব প্রকাশিকা, বাক্যাথদর্পণ, ও বিদ্বল্বমনোরঞ্জিনী নাম্নী বেদান্তসাল্লটক, সংক্ষেপশারীরিক ব্যাখ্যা ও স্তুতিতরঙ্গটীকা প্রভৃতি গ্রন্থ রচয়িত। ইনি কৃষ্ণ তীর্থের পুত্র ও শিষ্য এবং পুরুষোত্তম মিশ্রের গুরু। রামতুলসী ( দেশজ ) তুলসবিশেষ। (oeyman Gratis simum ) রামতোষণ শৰ্ম্ম, প্রাণতোষিণী তন্ত্রসঙ্কলয়িত । ইনি ১৮২১ খুষ্টাব্দে খড়দহবাসী বিখ্যাত ধনী প্রাণকৃষ্ণবিশ্বাসের উস্কোগে এই পুস্তক সঙ্কলন করেন । রামত্ব ) রামের ভাব বা ধৰ্ম্ম । রামচন্দ্র ত্ব । স্থাপিত を 5頭i羽 [ 8१० ] রামদাস রামদত্ত, মিথিলারাঞ্জ নৃসিংহের মন্ত্রী। ইনি ষোড়শ যহাদান পদ্ধতি প্রণেত ভাবশনার প্রতিপালক ছিলেন । রামদত্ত, ১ অয়নবাদ, গণকভূষণটকা, মকরনসারিণী, মুহূঃভূষণটক, লগ্নবাদ, লঘুঞ্জাত কটক লীলাবতীটপ্পণ, শ্ৰীপsি. পদ্ধতিটকা, ষোড়শযোগটক, সমরসারটীকা ও সহমচন্ত্রিক। প্রভৃতি জ্যোতিগ্রস্থ প্রণেত। । ২ গীতগোবিন্দটীক।-রচয়িত । ৩ পাষণ্ড মুথমর্দনপ্রণেতা। ৪ বিবাহপদ্ধতিপ্রণেতা। ইনি মিথিলারাজমন্ত্রীর পৌত্র। রামদত্ত (মঞ্জিন), মিথিলারাজমন্ত্রী। ঘণ্ডুৰ্ব্বেদীয় উপনয়নপদ্ধতি, দানপদ্ধতি ও বিবাহপদ্ধতি-প্রণেতা । বিশ্বেশ্বরের ভ্রাতুষ্পুত্র ও গণেশ্বরের পুত্র । রামদয়ালু, - লৌকিকস্তায়সংগ্রহগুণেত রঘুনাথ বৰ্ম্মনেঃ গুরু । ২ জ্যোতিষোও “করণগ্রন্থ"প্রণেতা। ৩ বৃত্তিচন্ত্রিকা-রচয়িত । রামদাস (পুং ) হনুমান । রামদাস, ১ মুলতান আকবরের মন্ত্রী। ইঃার আশ্রয়ে থাকি৷ পণ্ডিতবর রামচন্দ্ৰ ( ১৬২৪ খৃঃ ) ‘রামবিনোদ করণ’ রচন। করেন। ২ একজন কবি । ৩ অৰ্ঘ্যদীপক প্রণেতা । ৪ কাতঞ্জ ব্যাখ্যাসাররচয়িত। উজ্জ্বলদত্ত ও রায়মুকুট ইহার উল্লেখ করিয়াছেন। ৫ ভীমরূপিস্তোত্র প্রণেতা । ৬ রাসমঞ্জরা রচয়িত।। ৬ রামসেতু প্রদীপরচয়িতা। উদয়রাজের পুত্র ও চণ্ডারায়ের পেত্র। ইন আকবরের সভায় বিদ্যমান ছিলেন। ৭ মুহূ গণপতি প্রণেতা। রামদাস (নগর), পপ্পাবপ্রদেশের অমৃতসহর জেলার অঙ্গনালা তহসালের অন্তর্গত একটি নগর । কিন্নুরাদ নদীতটে অবস্থিত। অক্ষ ৩১৫৮° উঃ এবং দ্রাঘি০ ৭৪'৫৮ পূঃ । শিখগুরু বাবা নানকের প্রিয় শিষ্য বাপ। এই নগর প্রতিষ্ঠা করেন. পরে গুরু রামদাসের নামামুস:রে পরিচিত হয় । এধানে একট সুন্দর শিথমন্দির আছে । রামদাস, শিখসম্প্রদায়ের চতুর্থ গুরু। ১৭৭৪ খৃষ্টান্ধে তৃতীয় শুরু অমরদাসের মৃত্যুর পর, তাহার জামাতা রামদাস গুরুপদ প্রাপ্ত হন । লাহোরে তাহার জন্ম হয় । দারিদ্র্য বশত: তাহার পিতামাতা স্বদেশ পরিত্যাগ করিয়া গোবিন্দবালে আসিয়া বাস করেন। তাহারা সোধি শাখাভূক্ত ছত্রি ছিলেন। এখানে আসিয়। রামদাস শস্তবিক্রয় দ্বারা পিতামাতার জীবিকানিৰ্ব্বাহ করিতে চেষ্টা করেন । তাহার কার্য্যতৎপরতা ও বুদ্ধি লগা করিয়া তাহার প্রভু চমৎকৃত হইয়াছিলেন । তিনি শাস্ত, নিৰ্ব্বিরোধ, দমাবান, ধাৰ্ম্মিক, উচিতবক্তা, বাগী ও উদ্যমশীল ছিলেন ।