পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৬৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রুষিয়া [ ७१8 ] রুষিয়া রুষধমাট জারের সন্মানরক্ষা করিয়াছেন। এরূপ মহামুভবতার পরিচয় বৌদ্ধজীবনের উচ্চতম নিদর্শন । উক্ত ৰষের ৬ই সেপ্টেম্বর তারিখে উভয়পক্ষ সন্ধিপত্রে স্বাক্ষর করিয়া পরম্পরের বন্ধুত্ব মুদৃঢ় করেন। রেলপথ বিস্তারের সঙ্গে সঙ্গে যুদ্ধবিগ্রহ ও বৈদেশিক বাণিজ্যের প্রভাব যেমন দেশ হইতে দেশাস্তরে বিস্তৃত ছইয়াছিল, তদনুরূপেই স্বদেশীয় শিল্পজাত ও পরিশ্রমলব্ধ বস্ত্রাদি পণ্যদ্রব্য গ্রস্তুতের ও আদর বাড়িয়া উঠিhছিল। | পণ্যদ্রব্য সরবরাহের সুবিধা থাকায় ও বৈদেশিক রাজধানীর সহিত সংশ্রব হেতু ক্লৰিয়ার কারবার কারখানা সমুহ দেশজাত দ্রব্যোৎপাদনে প্রভূত শ্রম ব্যয় করিয়াছে। দ্রব্যবিশেষের ক এক বৎসরের ব্যবহার বা খরচ তালিক লক্ষ্য করিলেই বর্তমান বাণিজ্যের প্রভাব হৃদয়ঙ্গম করা যায় । ১৮৮৭ হইতে ১৮৯৭ খৃষ্টান্ধ মধ্যে এথানকার নানা বিষয়িণী শিল্পোন্নতি কার্য্যে ১৩১৮০ ৪৮ জন স্থলে ২০৯৮২৬২ জন লোক কার্য্য করিতেছে। ১৮৮৬ খৃষ্টাধে সমগ্র রধগম্বুজো স্বত্রনিৰ্ম্মাণকল্পে ১১৭০ লক্ষ কিলোগ্রাম তুল ব্যবহার হইত, কিন্তু ১৮৯৮ খৃষ্টাব্দে উহ। ২৫৭০ লক্ষ কিলোগ্রাম বদ্ধিত হইয়াছে। যে লোজ, নগর ১৮৭৫ খৃঃাবে একখানি সামান্ত গওগ্রাম for, otoith to s ofttis (Cotton Industry) পরিবুদ্ধি হেতু উছার জনসংখ্যা ৩ লক্ষেরও অধিক হইয়াছে। ১৯৭২ সালের আগষ্ট মাস পর্য্যস্ত রন্ধসাম্রাজ্যে প্রায় ৬৯৭০ • • • চর্ক বা স্থতাকাটাকল ( Spindle ) ছিল । লোহা, ইস্পাত ও মেটেতৈলের ( Petroleum ) কারবার যথেষ্ট শ্ৰীবৃদ্ধি লাভ করে । ১৮৯২ হইতে ১৯০৯ খৃষ্টাব্দের মধ্যে এই সকল দ্রব্যের মুল্য ১৪২০ লক্ষ হইতে ২৭৬• লক্ষ রুবল মুদ্র। পর্য্যন্ত বৰ্দ্ধিত হইয়াছিল। দেশের অবস্থtবিবরণীর ( Statistics ) উপরোক্ত অঙ্কসংখ্যাগুলি অনুধাবন করিলে স্বতঃই বুঝা যায় যে, রাখিলেই রাখে” এই কথার সাথকত। রুষে পুর্ণমাত্রায় বিস্তমান । ব্যবসায় প্রতিষ্ঠা বা স্থিতি হইতেই রুষের সাময়িক সমৃদ্ধি সাধিত হইয়াছে, কিন্তু উহ। দেশে অর্থনীতিসঙ্কট ঘটাইয়াছে। যদি হেনী নৰ্ম্মান কুত “All the Russias” নামক পুস্তকে (লণ্ডন, ১৯৯২) KBB BBBB BB BBBDDHH BBBS KBB BBB BBBS করি, তাহ হইলে এই অর্থসঙ্কটব্যাপার অধিক অবিশ্বাস্ত বলি বোধ হইবে না । তাছার গ্রন্থের একস্থলে লিখিত্ত হইয়াছে যে, ১৯০১ খৃষ্টাব্দে গ্ৰtয় ৫৮০ট ব্যবসামীকোম্পানি ১০ কোটি ৫০ লক্ষ পাউণ্ড মুদ্র মূলধন লইয়া কার্ধ্য আরম্ভ করেন। তাহার। ঐ বৎসরেই নয়মাসের মধ্যে অংশীদারদিগকে শতকরা ১৯ টাকার অধিক লাভাংশ দিতে সমর্থ হইয়ঃছিলেন । বাণিজ্যের এইরূপ অভাবনীয় উন্নতির জন্য স্থবিজ্ঞ ও কাৰ্য্যকুশল রাণস্বসচিব M. Witte অকাতর পরিশ্রমে রাজ্যের মঙ্গল সাধন করিয়াছেন । ধৰ্ম্ম । এই বিস্তীর্ণ রুষরাজ্যে বহুসংখ্যক লোকের বাস খেতু সাম্প্রদায়িকতা ও বিশেষরূপে প্রবল। আদম মুমারির তালিকাভুসারে ঐ সকল বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জনসংখ্যা এইরূপ নির্ণীত হইয়া থাকে ;– প্রকৃত গ্ৰীক সমাজ ও তন্মত-নিরপেক্ষসম্প্রদায়ভুক্ত ব্যক্তিগপের সংথ্য প্রায় ৯ কোটি ৬০ লক্ষ ; ইউনাইটেড় চার্চ ও আৰ্ম্মেণীয় ১৩ লগ ৫০ হাজার ; রোমান কাথলিক ১ কোটি ২২ লক্ষ ; প্রোটেষ্টাণ্ট ৬৭ লক্ষ ৫০ হাজার, য়িহুদী ৪০ লক্ষ ৫০ হাজার, মুসলমান ১ কোটি ২১ লক্ষ ৫ হাজার ও বিভিন্ন ধৰ্ম্মাবলম্বী সৰ্ব্ব-সমেত ২৭ লক্ষ । সমগ্র কৃষণাগ্রাজ্য ৬৪টা ধম্মাচায্যের ধৰ্ম্মশাসনের ( Bishopic) সীমাভুক্ত । ধৰ্ম্মাচাৰ্য্যদিগের অধিকারভুক্ত ঐ রূপ বিভাগগুলিতে ৩ জন প্রধান ধৰ্ম্মাচাৰ্য্য ( Metropolitau৪ } qqs so wa koto (Arch-bishops aud bishops ) নিযুক্ত আছেন। বর্তমান সময়ে রুষিয়ার বিস্তীর্ণ ধৰ্ম্মসমাজে মঠের সংথ্যা অনেক পরিবদ্ধিত হইয়াছিল । ১৮৯৭ *j&tcT GRttA EIR 8»^ Rð ( Monasteries ) S Rev ব্ৰহ্মচারিণী-নিবাস (Nuunery ) ছিল এবং তাহাতে সৰ্ব্বসমেত ৮•৭৬ যতি (Monk ) ও ৬৯৭৮ ব্রহ্মচারী ( Male aspirants) ots vo8R SAF (Nun )“ s Rase- oz ব্ৰহ্মচারিণী (Female-aspirauts ) বাস করিয়া থাকেন। $fúis **f« , x*t**A** ( The Holy synoJ ) সাধারণে উল্লেখযোগ্য । এই ধৰ্ম্মসভার ধনভাণ্ডার ও আয়ুবিবরণ শুনিলে চমৎকৃত হইতে হইবে । উক্ত সভাসম্পৃক্ত ভূসম্পত্তির প্রভূত রাজস্ব এবং অসংখ্য গীর্জ ও মঠসমুহ নিদ্ধারিত গুপ্তদানে ইহার ভাণ্ডারগৃহ স্বতঃই পুর্ণ হইয়৷ রহিয়াছে। এতদ্ভিন্ন বিগত ১৯•• খৃষ্টাব্দে রাজকীয় আল্পব্যয়-বিবরণীতে এই সভার ভাণ্ডারে ২৩,৫০• • • • রুবলমুদ্রা-দানের হিসাব লিপিবদ্ধ দেখা যায়। শিক্ষাপ্রণালী । এখানে বিদ্যাশিক্ষার বিশেষ অাদর নাই। পদার্থবিজ্ঞানে অনাস্থা ও শিল্পবিষয়ে হতাদর এবং পাশ্চাত্য রাজ্যসমূহের faux'ss ( Democratic Government), Swfowl s বৈদেশিক ভাষা শিক্ষা প্রভৃতি বিষয়ে ধনবান ব্যক্তিদিগের