পাতা:বিশ্বকোষ ষোড়শ খণ্ড.djvu/৭৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেবাকাস্থা [ ৭৩৯ ] রেবারি রেব, ৰাঘেলখণ্ডের অন্তর্গত রেবারাজ্যের প্রধান নগর। অক্ষা২৪-৩৯৩• উ:, দ্রাঘি• ৮১°২• পু: ; আলাহাবাদ হইতে ১৩১ মাইল দক্ষিণপশ্চিমে অবস্থিত। লোক-সংখ্যা প্রায় ২৫ হাজার, তন্মধ্যে হিন্দুর সংখ্যাই প্রায় বিশহাজার। এই নগর তিনট দুর্গপ্রাকার দ্বারা মুরক্ষিত, তন্মধ্যে শেষ প্রাকারের মধ্যে রেবারাজের প্রাসাদ অবস্থিত । রেবাকাস্থা (রেব অর্থাৎ নন্মদার কণ্ঠ বা কিনার)—বোম্বাই গবমেন্টের অধীনে একটা পলিটিকাল এজেন্সি । ৬১ট ছোট বড় মিত্র বা করদ রাজ্য লইয়া ১৮২১-২৬ খৃষ্টাকে এই এজেন্সি গঠিত। এই ৬১ট রাজ্যের মধ্যে ৩টাকে কর দিতে হয় না, এটা বুটশ গবমেন্টের করদ ( হহার মধ্যে তিনটর নিকট বরোদার গাইক বড়ি ও কর পাইয় থাকেন ), ১ট ছোট উদয়পুরের এবং অপশি8গুলি বরোদার গাইকবাড়ের অধীন করদ । রাজ্যগুলি অক্ষাও ২১-২৩ হইতে ২৩"৩৩ উঃ এবং দ্রাঘি০ ৭৩°৩ হইতে ৭৪*১৮ পূঃ পৰ্য্যন্ত, নম্মদ নদীর দক্ষিণকুল হইতে বরাবর ৫• মাইল, এবং মহানদী ছাড়াইয়া নয়দার উত্তরাংশে ১২ মাইল পর্য্যস্ত বিস্তৃত । ইহার উত্তর সীমায় দুঙ্গরপুর ও বাদবাড়ার মেবাড়ু রাজ্য ; পূৰ্ব্বে ঝালোদ উপfবভাগ, পাঁচমহলের দোহাদ, খাদেশ জেলা ও ভোপাবরএজেtহসর ও কতক গুলি ক্ষুদ্র সামস্তরাজ্য, দক্ষিণে বরোদারাজ্য ও স্বরাত জেল ; এবং পশ্চিমে ভরোচ, বরোদরাজ্য, পাঁচমহল, খেড় ও আহ্মদাবাদ জেলা। উত্তরদক্ষিণে দৈর্ঘ্য ১৪•.মাইল এবং পুৰ্ব্বপশ্চিমে বিস্তার ১• হঠতে ৫• মাইল । মোট ভূপরিমাণ ৪৭৯২ বর্গ মাইল। এই ভূভাগের দক্ষিণে রাজপিপল গিরিমালা ও মধ্যভাগে বিন্ধ্যাদ্রি প্রসারিত হইয়াছে। এখানে নানাস্থানে নানা খনিজ দ্রব্যের আকর পাওয়া যায়। ঐ খনিজ দ্রব্যের মধ্যে অর্কীক, চুনি, নান বর্ণের মৰ্ম্মর ও নানাপ্রকার দানাদার পাথর আছে। ইহার অধিকাংশ বনভূভাগ, তাছাতে পছন্ম, মেহগনি, শিশু, বেহেদ, তিস্তড়ী, নানাপ্রকার আম্র, অর্জুন, বিহু, খদির প্রভৃতি বৃক্ষ জন্মে। জীব জস্তুর মধ্যে এখানে ব্যাঘ্ৰ, চিত, ভল্লুক, বহু বরাহ, শাস্তুরহরিণ, চিন্মযুগ, নীলগাই ও বাইসন মহিষ এবং পক্ষিজাতির মধ্যে নানা প্রকার হংস, কারওথ, তিক্তিরি ও জলচর পক্ষী দেখা যায়। পৃষ্ঠা ৮ম হইতে ১০ম শতাব পর্যন্ত বোকাস্থা কোলি ও জীল সর্দারগণের শাসনাধীন ছিল। খৃষ্টীয় ১১শ, ১৭শ ও ১৩শ শতান্ধে দক্ষিণ ও পূৰ্ব্ব হইতে মুসলমান আক্রমণে রাজপুস্ত পর্দায়গণ এখানে আসিয়া কোলি ও ভালগণের অধিকার গ্রাস করিয়া বসেন। তন্মধ্যে রাজপিপলার রাজাই সৰ্ব্বপ্রধান। খৃষ্টীয় ১৬শ শতাৰে আহ্মদাবাদের মুলতানগণ সমস্ত রেবাকান্থা অধিকার করেন। খৃষ্টীর ১৮শ শতালে এই ভূভাগে यब्रांठानिtशग्न ७ध७iद दिएङ ङ्छ । এখানকার সর্দারগণের কনিষ্ঠ বংশ সময় সময় নূতন রাজ্য অধিকার করিয়া লইতেন, তাছাদের বংশধরেরাই এক্ষণে ক্ষুদ্র ক্ষুদ্র জমিদার বলিয়া গণ্য। মরাঠাদিগের লুটপাটে এই প্রদেশ ব্যতিব্যস্ত হইয়া পড়িয়াছিল। বরোদার গাছক বাড় তৎপ্রতিবিধানে মনোযোগী না হওয়ায় শাস্তিস্থাপনকল্পে বুটশ গণমেণ্ট এই প্রদেশে হস্তক্ষেপ করেন। ১৮২১ খৃষ্টাৰে বুটশ গবমেন্টের সহিত গাইকবাড়ের সন্ধি হয়। তাহাতে গাছকবাড়ের অধীনস্থ সমস্ত করদ রাজ্য বৃটিশ শাসনাধীন হইল । ১৮২৫ খৃষ্টাব্দে পাণ্ডুমেবাসের সর্দার বুটশগবমেন্টের অধীন হন। ঐ সময়েই সিন্ধিয়ার অধিকারভুক্ত পাঁচমহলের রাজনৈতিক কর্তৃত্ব বুটাশগবমেন্টের হস্তে গুপ্ত হয়। ১৮২৬ খৃষ্টাব্দে রেবাকান্থার পলিটিকাল এজেন্সি গঠিত হহল। ১৮২৯ খৃষ্টাব্দে ঐ এজেন্সি তুলিয়া দিয়া সর্দারগণের হস্তেই শাসনভার প্রদত্ত হয়। পরে ১৮৪২ খৃষ্টাব্দে পুনরায় এজেন্সি স্থাপিত এবং সর্দারগণের ক্ষমতা নির্দিষ্ট হইল। ৬১ট রাজ্যের মধ্যে রাজপিপলাই সৰ্ব্বপ্রধাম ও প্রথম শ্রেণীর সর্দার বলিয়৷ গণ্য। ছোট উদয়পুর, বারিয়া, শুঠ, লুনাবাড়া ও বালাসিনোয় এই কয়ট ২য় শ্রেণীর বলিয়া গণ্য ও স্ব স্ব প্রজার দ গুমুণ্ডের কর্তা। অবশিষ্ট ৫৫টর মধ্যে সংখেড় মেবাসের অধীন ২৬, পাণ্ডুমেবাসের অধীন ২২, দোল্পকামেবাসের অধীন ৩ট, এবং নিষ্কর কন্ধান ও সঞ্জেলি রাজ্য ৩য় শ্রেণির বলিয়া গণ্য। রেবাচল, গৌরাষ্ট্রের অন্তর্গত পৰ্ব্বত ভেদ। রেবাদগু, বোম্বাইপ্রেসিডেন্সীর কোলাবাজেলার অন্তর্গত একটা নগর ও বাণিজ্যবন্দর । আলীবাগ সদর হইত্তে ৩ ক্রোশ দক্ষিণপূর্কে অবস্থিত। অক্ষা- ১৮- ৩২ ৫০% উঃ এবং দ্রাঘি• ৭২° ৫৮ পূঃ । এখানে পর্তুগীজজাতির অনেক কীৰ্ত্তি আছে। কারণ একসময়ে ইহা পর্তুগীজাধিকৃত কোঙ্কণরাজ্যের মধ্যে শেষ উপনিবেশ ছিল। এখানকার গুৰেঙ্গপরিশোভিত কোলিদুর্গ ও নগরপ্রাচীর দেখিবার জিনিষ । কোগুলি কা নদীমোহানার ৰন্দরাংশ পোতাদি রক্ষার বিশেষ উপযোগী। ঐ স্থানের ভুল প্রায় ৩৫ ফিট গভীর। এখানে রেশমীবস্ত্রের বিস্তৃত কায় रुद्रः स्वेच्छ् । রেবারি, পঞ্জাব প্রদেশের গুরগাঁও জেলার রেবারি নামক স্থানবালী বেনিয়াজাতির একটী শাখা; ইছার প্রধানতঃ কাৰ্পাপ বস্তু