পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৌপ্যমুদ্রা _ নানারূপ মাষাপরিমাণ প্রচলিত থাকায় মুদ্রাবিশেষের ওজননির্দেশের বড়ই অসুবিধা ছিল। অধ্যাপক কোলক্ৰন্থ আকবরশাহের রাজ্যকালের বহুসংখ্যক পরিষ্কার স্বণ ও রৌপ্যমুদ্রার ওজন লইয়া ১৫.৫ গ্রেণ মাযার গড় ধাৰ্য্য করেন। অর্থাৎ এক একটী বিশুদ্ধ রৌপ্যমুদ্রা ১৭৪.৪ গ্ৰেণ পরিমাণে আকবরশাহের দ্বারা নিৰ্ম্মিত হইয়াছিল। জাহাঙ্গীর, শাহজাহান ও অরঙ্গজেবের সময়ে যে সকল মুদ্র অঙ্কিত হইয়াছে, তাছার পরিমাণও ১৭৫ গ্রেণ । মহম্মদশাহের রাজত্বকালে মুরাট, झैिौ, আহ্মদাবাদ ও বাঙ্গালায় ঐক্কপ ওজনের মুদ্রাই ঢালাই হইয়াছিল । সুতরাং মোগলাধিকারের আকবরী, জাহাঙ্গীরী, শাহজহানী, আলমগিরী, মহম্মদশাহী, আক্ষদশাহী, শাহ আলমী (১৭৭২ খৃ: ) মুদ্র একরূপই ছিল । মহারাষ্ট্র ও অষ্ঠাষ্ঠ হিন্দুরাজাধিকৃত প্রদেশে মোগলসম্রাট গণের নাম রাখিয়া স্বতন্ত্র মুদ্রাঙ্কণ চলে। ইংরাজের আধিপত্য-বিস্তারের সঙ্গে প্রচলিত মুদ্রারও অনেক পরিবর্তন সাধিত হয়। নানাস্থানে নানারূপ মুদ্রা প্রচলিত থাকায় ও দ্রব্যবিনিময়ে মুদ্রার মূল্যবিভ্রাটু ঘটায় ইংরাজকোম্পানি ১৭৯৩ খৃষ্টাব্দে ৩৫ ধারা দ্বারা শাহ আলমের রাজত্বকালে ১৯ বর্ষে সিকামুদ্রার সহিত দিল্লীর প্রাচীনমুদ্রার সমান করিয়া লন। মোগল সম্রাটগণের সুরাট মুদ্রার পরিমাণ ১৭৮.৩১৪ গ্রেণ ছিল । উহাতে ১৭২-৪ গ্রেণ বিশুদ্ধ রূপা থাকায় উহার মূল্য দিল্লী মুদ্রার সহিত সমান ছিল। পরে ১৮•• খৃষ্টাব্দে সুরাট মুদ্রা ১৭৯ গ্রেণ ওজন ১৬৪.৭৪ বিশুদ্ধ রূপায় পুনরায় ঢালাই হয় । ১৮২৯ খৃষ্টাৰে ইষ্টইণ্ডিয়া কোম্পানীর ডিরেক্টারগণ বোম্বাই ও মান্দ্রাজের মোহর ও টাকা ১৮০ গ্ৰেণ ধাৰ্য্য করিয়া ঢালাই করান । ১৭৮৮ খৃষ্টাব্দ পর্য্যন্ত আর্কট টাকা ১৭০ গ্রেণ বিশুদ্ধ রূপায় প্রস্তুত হইত, তৎপরে ১৬৬-৪৭৭ গ্রেণ বিশুদ্ধ বা ১৭৬-৪ গ্রেণ ওজনে ঐ টাকা প্রস্তুত হয় । পরে ১৮০ গ্রেণ ওজনই চলিত হয় । ইষ্টইণ্ডিয়া কোম্পানী কলিকাতায় প্রথমে যে সিন্ধা মুদ্রা ঢালাই করেন, তাহার এক পৃষ্ঠায় “হমি-ই-দিন-ই-মহম্মদ, সরা-হি ফজলউল্লা সিন্ধা জাদ বরহফত কিস্বর শাহ আলম বাদশ” এবং এবং অপর পৃষ্ঠে মুর্শিদাবাদ ও মোগলসম্রাট শাহ আলম্বাদশাহের “সৌভাগ্যশালী রাজ্যের ১৯শ বর্ষ অঙ্কিত হয় । পশ্চিম-ভারতের ফরুখাবাদ, বারাণসী ও সাগর নগরের টাকশালে যে মুদ্র প্রস্তুত হয়, তাহার এক পৃষ্ঠে ঐন্ধপ নাম ও উল্টাদিকে করুখাবাদ' নগর এইরূপ মুদ্রাহ্মণ আছে। মাদ্রাজ ও বোম্বাই মিন্টের টাক্লায় ঐক্ষপ স্থানের নামের পরিবর্তন ঘটিয়াছিল। ১৮৪• খৃষ্টাব্দে অঙ্কিত মুদ্রার এক পার্থে রাণী ভিক্টোরিয়ার মুকুটঃীন *fs: go to Queen Victoria cool to উল্টাদিকে [۹ ه لا ] রৌম One Rupee এক রূপেয়া । সিপাহী ষিত্রোহের পর ভারত ইংরাল্প-সাম্রাজ্যভূক্ত হইলে ১৮৬২ খৃঃ ষে রৌপ্যমুত্র প্রচলিত হয়, তাহাতে ভারতসম্রাজ্ঞী ভিক্টোরিয়ার মুকুট মণ্ডিত আবক্ষ "făr otrs Queen Victoria sqs sest forts One Rupee India 1862 cost statson পূৰ্ব্বেই উল্লেখ করিয়াছি যে, ১৬ আনায় এক টাকা হয়। কিন্তু রূপা বা তামার আনা মুত্রা হয় নাই। তামার অর্ধ আন ব। ছুই পয়সা, এক পয়সা, অৰ্দ্ধ পয়সা ও পাই পয়সা প্রস্তুত হইয়াছিল। উহাতে সিংহ ও ইউনিকরণ মূৰ্ত্তি এবং Auspicia regis at Senatua Anglae crist for i Brfx wstą *ttrf "East India Company-Hulf auna, ciri "if3' লেখা থাকে। ঐ তাম্র মুদ্রাগুলির পরিমাণ ডবল পয়সা-২ •• গ্ৰেণ (Troy ) $R است ه • لا-اس-11 t Fی অন্ধ পয়সা— ৫e . 顯像 পাই পয়সা—৩৩৫ - , বাঙ্গালার প্রথমে যে স্বর্ণমোহর প্রচলিত ছিল, তাহতে ৯৯৪ ভাগ সোণ দs খাদ দেখা যায় । ১৮ খৃষ্টাব্দের ১৪ ধারা অনুসারে }} সোণা ও ১২, খাদ মিশাইবার ব্যবস্থা হয়। পরে ১৮৩৫ খৃষ্টাব্দে ১৭ বিধিতে ঐ থাদ ধাৰ্য্য করিয়া ৩০ টাকা মূল্যে এক খানি ডবল মোহর, ১৮০ গ্রেণ ওজনের ১৫ টাকা মূল্যে মোহর, ১০ টাকা মূল্যে , মোহর এবং ৫ টাকা মূল্যে ? মোহর প্রস্তুত করিয়াছিলেন । ১৮৭০ খৃষ্টাব্দের ২৩ নং মুদ্রাধারা ( Indian Coinage Act XXIII of 1870) stuffs of গৃহীত হইয়া ঐরূপ মোহরাঞ্চনই প্রচলিত হয় । কেবল ডবল মোহরের মূল্য ৩২ টাকা ধাৰ্য্য থাকে । মুদ্রার পরিমাণ মোহরের দ্বিগুণ অর্থাৎ ৩৬০ গ্রেণ ও ৯১৬৬৮৬ ফস (tough)। মুর্শিদাবাদে যে আসরফি মুদ্র প্রচলিত ছিল, তাহার পরিমাণ ১৯০.৮৯৫ গ্রেণ ( troy ) সিঙ্গে ও হোলকর-রাজ প্রাচীন উজ্জয়িনীতে রৌপ্যমুদ্র চালাইতেন । হায়দরাবাদে আসফ জামী রাজবংশের আধিপত্য কালে সামগিরি ও হালী সিকা ও তামার ঢেবুয়া চলিত ছিল। ত্রিবাঙ্কুরে ফানম্ ও চক্রম্ মুদা চলিত। আসামে দুই প্রকার রৌপ্যমুদ্র প্রচলিত আছে। তন্মধ্যে একটর ওজন ৫৬৯ গ্রেণ ও অপরটা ৫৮৯৫ গ্রেণ। এরূপ বৃহৎ মুদ্র পৃথিবীর আর কোন দেশে নাই। ! রৌপ্যায়ণ ( পুং ) রূপ্যের গোত্রাপত্য। রৌপ্যায়নি (পুং ) রূপ্যের গোত্রাপত্য ! রোম (ক্লী ) রুমায়াং লবণাকরে ভবঃ, রুমা-মণ, শাস্তৱিলবণ । (অমরটকার রামাশ্রম )