পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোমসাম্রাজ্য [ ৫৩ } রোমসাম্রাজ্য ছিলেন। সিজারের মধ্যস্থতায় সেনেটও পম্পির এসিয়াবিজয়কার্য্যের সমর্থন করিতে বাধ্য হইলেন। তৎপরে সিজার পম্পির সহিত বন্ধুতা চিরস্থায়ী করিবার জন্য নিজের একমাত্র ছহিত জুলিয়াকে পম্পির সহিত বিবাহ দিলেন। সিজার ক্রমে সকল পক্ষের প্রিয়পাত্র হইয়া উঠিলেন। সিজার রোমসাম্রাজ্যের প্রাধান্তলাভের জন্ত সেনাবল বৃদ্ধির উপায় দেখিতে লাগিলেন, তৰ্জ্জন্ত তিনি গলপ্রদেশের শাসনকর্তৃত্ব প্রার্থনা করিলেন, এবং ট্ৰিবিউন ভোটনিয়াসের অনুকূলতায় তিনি সিসালপাইন গল ও ইন্নিরিকায় প্রদেশের শাসনভার ৫৮ হইতে ৫৪ খৃঃ পূঃ পৰ্যন্ত প্রাপ্ত হইলেন । এইস্থানে তিনি এক সুবিশাল সৈন্যদল সুশিক্ষিত করিতে লাগিলেন। যে গলগণ এক সময়ে ইতালীর বহু অনিষ্ট সাধন করিয়াছিল, তিনি তাহাদিগকে দমন করিবার আশা মনে মনে পোষণ করিতে লাগিলেন । উক্ত ত্রয়ম্বীর-সমিতি বা ট্রায়ান্তিরেট সিসিরোকে আহবান করিলেও সিসিরে তাহাদের দলে মিলিত হন নাই। এই সুত্রে টিবিউন পি, ক্লডিয়াস্ সিসিরোর শক্ৰতাচরণ করিতে চেষ্ট পাইলেন। ৬২ খৃঃ পূঃ সিজারের স্ত্রীর “বোনাডিয়া” বতোপলক্ষে পুরুষের প্রবেশাধিকার নিষেধসত্ত্বেও ক্লডিয়া রমণীর বেশে এই স্ত্রীদলে প্রবেশ করিয়াছিলেন । ক্লডিয়াসের অভিযোগ সম্বন্ধে সিসিরোর সাক্ষাদানই উভয় পক্ষের বিরোধের কারণ । বিচারকগণের অবিচারে ক্লডিয়াস, মুক্তি লাভ করেন। ক্লডিয়াস, এক্ষণে এক আইন প্রণয়ন করিলেন যে, যাহারাবিন-বিচারে রোমবাসীর প্রাণদও করিয়াছে, তাহারা নিৰ্বাসিত হইবে । সিসিরে তজ্জন্ত ৫৮ খৃঃ পূঃ রোম পরিত্যাগপুৰ্ব্বক গ্রীসে গমন করিলেন। এই কাৰ্য্য সম্বন্ধে ক্লডিয়াস, ট্রায়াস্তিরগণের পরামর্শ গ্রহণ করেন নাই। পুৰ্ব্বে পম্পিকর্তৃক কারারুদ্ধ টাইগ্রেন্স কে মুক্তিদান করায় পম্পির সহিত তাঙ্কার বিরোধ উপস্থিত হইল। পম্পি ইহার প্রতিশোধ লইবার জন্ত সিসিরোর পুনরাহবানের জন্য চেষ্টা করিতে লাগিলেন। সেনেট পম্পির প্রার্থনা পূরণে কৃতসঙ্কল্প হইয়৷ এই বিষয়ে সাধারণের মত জিজ্ঞাসা করিলেন। অধিক সংখ্যক ব্যক্তিই সিসিরোর পুনরাগমনে সন্মতি জ্ঞাপন করিল। তদহুসারে ৪ঠা সেপ্টেম্বর ৫৭ খৃঃ পূঃ সিসিরো রোমে পদার্পণ করিলেন। তাহার কল্যাণ কামনায় জুপিটরের মন্দিরে পূজা প্রদত্ত হইল। সিজার ৪৮-৫০ খৃঃ পূঃ পৰ্য্যস্ত গলপ্রদেশে রোমকশাসন বদ্ধমূল করিতে নানা যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকিয়া সমগ্র ট্রান্সাল্লাইন গলে, রাইন নদীর অপর তীরে এবং বৃটেনে রোমক আধিপত্য বিস্তার করিতেছিলেন । বৃটেন এতদিন পৰ্য্যস্ত রোমকদিগের অজ্ঞাত ছিল। সিজার ৫৮ খৃ: পুঃ হেলভেটিয়াই নামক গলদিগকে ত্ৰিবোক্ট নামক স্থানের XVII 8 যুদ্ধে পরাজয় করেন। এই সময়ে গলগণ অরিওভিষ্টাস নামক জৰ্ম্মণ রাজার বিরুদ্ধে সিজারের সাহায্য প্রার্থনা করে। সিজার তাহাকে পরাজয়পুৰ্ব্বক রাইন নদী পর্যন্ত রোমের রাজ্যসীমা বিস্তার করেন । ৫৭ খৃঃ পূৰ্ব্বাস্কে মধ্য ও উত্তর গলের বেলগাও সম্প্রদায় সিজারের বিরুদ্ধে ৩ লক্ষ সৈন্য লইয়া যুদ্ধার্থ প্রস্তুত হইল। কিন্তু তাহার ক্রমে ক্রমে সিজারের নিকট পরাভূত হইয়া রোমক প্রাধান্ত স্বীকার করিল। মার্ভাই নামক বেলজিক জাতি সিজারের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করিয়াছিল। লিজারের বিপুল বিক্রমে জয়লাভ করিলেন । ৬ লক্ষ নার্ভাই সৈন্সের রক্তস্রোতে রণভূমি প্লাবিত হইয়াছিল। ৫৬ খৃঃ পূঃ সিজার বুটানী প্রদেশে ভেনেট জাতির বিরুদ্ধে অভিযুন করেন এবং তথা হইতে ক্যালে ও বোলন প্রদেশের সমীপবৰ্ত্তী মরিনি ও মেনাপাই জাতিগণের দুর্ভেদ্য তুর্গ সকল অধিকার করেন । এই অভিযানে সিজার রাইন নদীর তীরবর্তী কেপ্টিক জাতির সহিত যুদ্ধে লিপ্ত হন। এই যুদ্ধে জৰ্ম্মণগণ সিজারের নিকট সম্পূর্ণরূপে পরাজিত হইলেন । জয়লাভ করিয়া সিজার ss s:າ: -- দশদিনের মধ্যে একটী সেতু নিৰ্ম্মাণ করিয়া કર્યું ਾਂ রাইন নদী অতিক্রম করিলেন এবং কোলন ও সেলাম্বী নামক স্থানের অধিবাসীদিগকে পরাজিত করিয়া গলে প্রত্যাগমন করিলেন। সিজার এই সময়ে বৃটেন আক্রমণ করিৰার সঙ্কল্প করিয়া ক্যালের নিকটবর্তী ইটিয়াস নামক স্থানে জাহাজে চড়িয়া সাউথফোরলও নামক স্থানে অবতরণ করিলেন । বৃটনগণ ভীম বিক্রমে যুদ্ধ করিয়াও পরাজিত হইল। বাসস্তিক ক্রান্তিপাতের পূৰ্ব্বে সিজার গলমুখে যাত্রা করিলেন। সিজারকর্তৃক জৰ্ম্মণদিগের পরাজয় এবং মুদূরবী বৃটেন বিজয়সংবাদশ্রবণ রোমকগণ অত্যন্ত উৎসাহিত হইয়া উঠিলেন ; কিন্তু কেটে তাহার তীব্র প্রতিবাদ করিয়াছিলেন । এইবার সিজার ৫ট লিজন লইয়া বৃটেনে উপস্থিত হইলেন। ., organa বুটনগণ মিডলসেক্স এবং এসেক্স প্রদেশের এম অভিযান। অধিপতি কাসিভেলানাসকে সেনাপতি করিয়া যুদ্ধার্থ অগ্রসর হইলেন। বুটনগণ উপযুপিরি কয়েকটা যুদ্ধে সিজারের নিকট পরাজিত হইল। সিজার কিংসটনের সন্নিকটে টেম্সনদী পার হইয়া এসেক্স ও মিস্থলসেন্স অধিকার করিলেন । তখন কাসিভেলানস সন্ধির প্রস্তাব করিলেন। সিজার বুটনদিগের নিকট বার্ষিক কল্প ধাৰ্য্য করিয়া গল যাত্রা করিলেন । এই সময়ে গলে তুর্ভিক্ষ দেখা দিল, অন্নপীড়িত এরানস ও নার্ডাইগণ বিদ্রোহী হইয়া উঠিল। তাহার রোমক