বিষয়বস্তুতে চলুন

পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোমসাম্রাজ্য ] لأن l রোমায়াল ছিলেন। অবশেষে তিনি প্রিটোরিয়-রক্ষিদলের প্রিফেক্টকেই সুবন্দোবস্ত ও প্রতিষ্ঠাষ্ঠোতক হইয়াছিল ; সুতরাং আবশ্বক বোধে রোম হইতে ভিন্ন স্থানে রাজপাটপরিবর্তনের ব্যবস্থা গুচিত হয়। ডোমিটিয়াস ব্যতীত ভেস্পেনিয়ান হইতে ঔরেলিয়াস পৰ্য্যন্ত নরপতিবর্গ সেনেটের সহিত একযোগ হইয়া অতীব গুরুতর রাজকাৰ্য সমুদায় সম্পাদন করিতেন। কিন্তু কালক্রমে গ্ৰীক দর্শনশাস্ত্র শিক্ষার প্রভাবে যখন রোমকগণের মানসিক শক্তি পরিবর্কিত হইল, তখন তাহারা জ্ঞানামুশীলনে প্রবত্ত হইয়৷ সময়ামুরূপ একটা সংস্কৃত রাজকীয় শাসনপদ্ধতির ( Imperial Systern of government ) stqarrel Bosfk gftofs t. তদনুসারে তাহার একমাত্র সম্রাটের হস্তেই সমগ্র শাসনপ্রণালী কেন্দ্রীভূত করিয়া রাখিলেন। হাদ্রিয়ান্‌ এ বিষয়ের উদ্‌ষোক্তা ছিলেন। তাহার এই অভীষ্টসিদ্ধির স্বারা রাজ্যের শাসন বিভাগের সমূহ উন্নতি সাধিত হইবার আশা ছিল ; কিন্তু তাহা না হইয়া বরং তস্থার সাম্রাজ্যশক্তির অনেক হ্রাস ঘটিয়াছিল। মার্কাস ঔরেলিয়াসের মৃত্যু হইতে ডাওক্লিসিয়ানের সিংহাসনাধিকার পর্য্যস্ত শতাব্দকালে ৫১৮০-২৮৪ খৃঃ অঃ) রোমের প্রাচীন অগাষ্টান পদ্ধতির সম্যক্‌-বিলয় সাধিত হইয়াছিল। পার্টনক্স সেভেরাস আলোকসান্দার মাক্সিমাস ও বালবিনাস্ এবং টাসিটাস প্রভৃতি সম্রাটুগণ সেনেট কর্তৃক রাজপদে নির্বাচিত হইলেও সেভেরাস আলেক্সান্দার ব্যতীত তাছাদের মধ্যে অপর কেহই লিঞ্জনের আবশুৰ্কীয় আনুগত্যলাভ করিতে পারেন নাই। খৃষ্টীয় ৩য় শতাদের রোমক সম্রাটুগণ প্রধানত: সেনাসঙ্ঘের নির্বাচন দ্বারাই মনোনীত হইতেন। এই সকল সম্রাটুগণ সীমান্তপ্রদেশবাসী নগণ্যব্যক্তির সস্তান। তাহার ঐশ্বৰ্য্যগৰ্ব্বে মত্ত হইয়া পরের মৰ্ম্মবেদন বুঝিতে সমর্থ হইতেন না। অত্যাচার ও নিষ্ঠুরতা তাহাদের অঙ্গের আভরণ হইয়াছিল। অনায়বিক অত্যাচারে তাহার সাধারণকেঞ্চা করিয়া আপন আপন পাশবপ্রবৃত্তি চরিতার্থ করিতেন । এই সকল নীচপ্রকৃতিক নৃপতিগণের নিকট সেনেট সৰ্ব্বদাই অপদস্থ, লাঞ্ছিত ও বিড়ম্বিত হইতেন। যাহার রাজ্যশাসনের উপযোগী এবংসদাচারী ও দয়াবান্‌ ছিলেন, তাহারাও সেনেটকে গবমেন্টের কাৰ্য্যে হস্তক্ষেপ করিতে দিতেন না। সেপ্টিমিয়াস সেভেরাস আফ্রিকাবাসী ছিলেন। oorzittaforse eiers wifers (Formal Confirmation) wil লইয়া তিনি রাজকাৰ্য্যভার গ্রহণের পথ প্রদর্শন করেন। রোমে থাকিয়াই তিনি “প্রোকাসল” উপাধি ধারণ এবং ফোরামে উপৰেশনপূর্বক শাসন ও বিচারকার্য সমাধা না করিয়া প্রাসাদপ্রাচীরের অভ্যন্তরেই সেই সকল কাৰ্য্য সমাধানের ব্যবস্থা করিয়া সম্রাটের অধস্তন রাজকৰ্ম্মচারিরূপে নিয়োজিত করিয়া যান । XVII של ইহাতে র্তাহার অসীম প্রভুজের পরিচয় পাওয়া যায়। র্তাহার শিলাফলকে তিনিই প্রথমে সম্রাটুকে, “donoipus" vtrg উল্লিখিত করেন। - ২৪৯ খৃষ্টাম্বো ডিসিয়াসের অভু্যদয় ও রোমসাম্রাজ্যাধিকার হইতে আমরা দানিয়ুব প্রবাহিত প্রদেশসমুদ্ভূত কএকজন সুদক্ষ, সম্রাটুকে উপযুপিরি রোমসিংহাসন অলঙ্কৃত করিতে দেখিতে পাই। সেই নরপতিগণের রাজ্যকাল হইতেই রোমসাম্রাজ্যের সামরিক ও রাজকীয় শক্তির পূর্ণপ্রতিষ্ঠা হয় এবং ক্রমশঃই তাহা উত্তরোত্তর বৰ্দ্ধিত হইতে থাকে। সেই সময় হইতে “ইম্পিরিয়াল” ও “সেনেটোরিয়াল” প্রদেশ বিভাগ বিলুপ্ত হয় এবং রাজকোষ ও সম্রাটের নিজস্বের পার্থক্য ঘুচিয়া যায়। তদনন্তর সেনেটরগণ সামরিক ও রাজকীয়কাৰ্য্যে স্বাধিকারবিচ্যুত হন। যাহা কিছু অবশিষ্ট ছিল, বিখ্যাত বীয় ঔরেলিয়ানের ( ২৭৯-২৭৫ খৃঃ অঃ ) যত্নে । তাছা সম্পন্ন হইল। তিনি রাজ্যশাসনের কঠোর দও স্বহস্তে লইয়া প্রাচীন প্রথার সম্পূর্ণ বিলয় সাধন করিলেন । তিনি স্বীয় অধিকারকালে রোম-গৱৰ্ণমেণ্টে ডাইওক্লিসিয়ানের অস্থকরণেই রাজশক্তির পরাকাষ্ঠ প্রদর্শন করিয়াছিলেন এবং প্রাচ্য জনপদসমূহের সমৃদ্ধি অনুকরণপূর্বক তিনি স্বীয় রাজসমৃদ্ধির গাম্ভীৰ্য্য বৃদ্ধি করিয়াছিলেন। পূৰ্ব্বেই লিখিত হইয়াছে যে, জুলিয়াস সিজার রোমসাম্রাজ্যে সীমা বৃদ্ধি করিয়া, নানা বিষয়ে সংস্কার সাধন করিয়াছিলেন ; কিন্তু মুহুমুই যুদ্ধবিপ্লবে বিপৰ্য্যস্ত রোমীয় জগতের শান্তি বিস্তার বিষয়ে তিনি কিছুই করিয়া যান নাই। মহানুভব অগাষ্টাস ধীরপাদবিক্ষেপে স্ববুদ্ধিবলে সেই কাৰ্য্য সমাধা করিয়া যান। রোমীয় প্রজাতন্ত্রের নির্বাচিত সেনাপতিবৃন্দ এবং স্বয়ং সিজার দক্ষিণ ও পশ্চিম ভূভাগ জয় করিয়া যান, সুতরাং আফ্রিকার মরুপ্রদেশ ও আটলাণ্টিক মহাসমুদ্র ভিন্ন রোমরাজ্যসীমা আর অধিক বিস্তৃত হইতে পারে নাই। সিজার গলরাজ্যজয় করিয়াছিলেন বটে, কিন্তু তাহার ভ্রাতুপুত্র অগাষ্টাসই এই সকল জনপদে সুলম্বন্ধ শাসনপদ্ধতি বিস্তার এবং রাজশক্তির পত্তন করিয়াছিলেন এবং সেইরূপ রাজকীয় বিধিতেই তিনি রোমরাজ্যসীমারক্ষায় তৎপর হইয়াছিলেন । ২৫ খৃঃ পুঃ নিউমিডিয়ারাজ্য প্রাচীন আফ্রিকা প্রদেশের অন্তভূক্ত, এবং তৎসংলগ্ন ইজিপ্তজনপদ একটী স্বতন্ত্র প্রদেশরূপে পরিগণিত হয়। স্পেনের উত্তর-পশ্চিমাংশবাসী অসত্য পাৰ্ব্বত্যজাতিকে জয় ও লুসিটানিয়ার শাসন বিস্তার করা হইয়াছিল। ২৭ খৃঃ পূঃ অগাষ্টাস আকুইটানিয়া গলজুনেসিস ও বেলজিক প্রদেশ রাজ্যভুক্ত করিয়া ইউক্সাইন হইতে জৰ্ম্মণসাগরতীয় পৰ্য্যন্ত স্লোমসাম্রাজ্যের সংক্ষেপ ইতিবৃত্ত