পাতা:বিশ্বকোষ সপ্তম খণ্ড.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वेी ८खग । चक्रं १२” ७४ं श्रॆड ०७.०* Gः श्नः গ্রাধি’ ৭১- ৫১ হইতে ৭৩• • • পুং । পঞ্জাবস্থ ৩২টা জেলার মধ্যে এই জেলা পরিমাণফলানুসারে ৯ম এবং অধিবাসীর সংখ্যাকুসারে ১৮শ স্থানীয়। পঞ্জাবপ্রদেশের শতকরা প্রায় ৩৬৭ অংশ ভূভাগ ও ৩.১৪ অংশ অধিবাসী এই জেলার অন্তর্গত। ইহার উত্তরে রবিলপিণ্ডি জেলা, পূৰ্ব্বে বিতন্ত (क्षिणम्) नौ, मक्रिó१ दिउख ननैौ ७ *ांश्शूद्र cजणां 4बर পশ্চিমে বর ও শাহপুর জেলা অবস্থিত। পরিমাণফল ৩৯১• বর্গমাইল । ঝিলমনগর শাসনকাৰ্য্য ও বাণিজ্যাদির সদর । বিলমের ভূমি রাবলপিণ্ডির স্থায় পাৰ্ব্বত্য না হইলেও সমতল নহে। লবণপৰ্ব্বত হিমালয়ের একটা শাখা, এই প্রদেশে অবস্থিত । এই শাখা দুইভাগে বিভক্ত হইয়া পরস্পর সমান্তরাল ভাবে পূৰ্ব্ব হইতে পশ্চিমদিকে জেলার মেরুদণ্ডের ষ্ঠায় বিস্তৃত। পৰ্ব্বতের পাদদেশে বিতস্তাতীরবর্তী সমতল ভূমি অতিশয় উর্বর এবং অগণ্য বর্ধিষ্ণু গ্রাম দ্বারা সুশোভিত । গৈরিকবর্ণ লবণগিরি এই স্থলে দুরারোহ এবং স্থানে স্থানে ধূসরবর্ণ গহবরাদি দ্বারা পরিব্যাপ্ত। এই পৰ্ব্বতে লবণের ভাগ অধিক, সেই জন্যই উহার নাম লবণপৰ্ব্বত হইয়াছে । থিউরাতে গবর্মেন্টের তত্ত্বাবধানে বহু পরিমাণে লবণ উৎখাত হইয়া থাকে। শু্যামল গুল্মাচ্ছাদিত গিরিদরী দিয়া প্রবাহিতা স্রোতস্বিনীসমূহের জল প্রথম প্রথম বেশ বিশুদ্ধ থাকে, কিন্তু লবণাক্ত ভূমির উপর আসিতে আসিতে শীঘ্রই লবণাক্ত হইয় পড়ে, তখন আর ঐ জলে সেচন কাৰ্য্য হয় না । উল্লিখিত দুই পৰ্ব্বতশ্রেণীর মধ্যে একটা মুন্দর মালভূমির উপর চতুর্দিকে অমুচ্চপৰ্ব্বতবেষ্টিত কল্পারকহার হ্রদ বিরাজিত। এই হ্রদের দুই প্রান্ত সম্পূর্ণ বিপরীত ভাবাপন্ন ; একদিকের দৃপ্ত কতকটা মরুসাগরের অনুরূপ লবণময় কুল তৃণগুল্ম বা জলপ্রাণী বিবর্জিত অপর প্রান্তু আবার হ্যামল বনরাজি-পরিবেষ্টিত এবং হংসকারগুবাদি অসংখ্য কলনাদী জলচরপক্ষী সমাকুলিত। লবণপৰ্ব্বতের উত্তরস্থ প্রদেশ উচ্চ বন্ধুর মালভূমি এবং স্থানে স্থানে নদীপ্রপাতাদি দ্বারা ব্যবচ্ছিন্ন হইয়া অবশেষে এই প্রদেশ অগণ্য পৰ্ব্বতসমাকীর্ণ রাবলপিণ্ডির নিকট গিয়া মিলিয়া গিয়াছে। লবণপৰ্ব্বতের সহিত সমকোণ করিয়া এই জেলাকে উত্তরদক্ষিণে ভাগ করিলে উহার পশ্চিমভাগের জল সিন্ধু ও পূৰ্ব্বভাগের জল বিত্তস্তায় আসিয়া পড়ে। এই বিতন্ত৷ নদী জেলার পূর্ব ও দক্ষিণভাগে প্রায় ১•• মাইল স্থানে नैौभांक्रप्* श्रदश्डि । ५हे ननैौ८ड cनोकांनेि विश्लम् नशंरब्रद्र কিছুদূর উপর পর্য্যস্ত যাতায়ান্ড করিতে পারে। WII ఫిలి ( ' } লবণপৰ্ব্বত বহৰিৰ মূল্যবান আকরিক পদার্থ পূর্ণ। মনোহর মৰ্ম্মর ও অট্টালিকা-নিৰ্ম্মাণোপৰোগী প্রস্তর ব্যতীত নানাপ্রকার চূর্ণ প্রস্তর প্রভূত পরিমাণে পাওয়া যায়। তম্ভিয় বহুপ্রকার খনিজ বর্ণদ্রব্য, কয়লা, গন্ধক, মেটেতৈল এবং স্বর্ণ, তাম্র, সীসা, লৌহ প্রভৃতি ধাতু পৰ্ব্বতে বাহির হয় । কোন কোন স্থানে লৌহের ভাগ এত অধিক যে, দিগদৰ্শন-যন্ত্রের কাটা বাকিয়া দাড়ায় । সমস্ত পঞ্জাব প্রদেশে যত লবণ খরচ হয়, তাহার অধিকাংশ এই জেলা হইতে উৎপন্ন হইয়া থাকে। বস্তুতঃ লবণ ব্যতীত অন্তান্ত আকরিক হইতে জেলার অল্পই লাভ হইয়া থাকে। সম্প্রতি রেলপথ বিস্তার হওয়ায় ইহার আকরিক হইতে অয়ের একটা পন্থা বাহির হইয়াছে। খিউরা, সন্ধি, মক্রাচ, কাঠা ও জতানায় লবণের এবং মক্রাচ পিড, দাঙ্গোত ও কুনালে কয়লার খনি আছে। এখানকার কয়লা তত উৎকৃষ্ট নহে । ইতিহাস। এই জেলার প্রাচীন ইতিবৃত্ত অস্পষ্ট। হিন্দুদিগের মধ্যে প্রবাদ অাছে, ইহার লবণপৰ্ব্বতে পাণ্ডবেরা কিছুকাল অজ্ঞাতবাস করিয়াছিলেন। বর্তমান পুরাতত্ত্ববিদগণ স্থির করিয়াছেন, মাকিদনবীর আলেক্সান্দর এই জেলারই কোন স্থানে বিতস্তা (হাইডাসপেস) তীরে পুরুরাজের সহিত যুদ্ধ করিয়াছিলেন। জেনারেল কানিংহাম অনুমান করেন, বর্তমান জলালাবাদের নিকট আলেক্সান্দর বিতস্ত উত্তীর্ণ হইয়া যে দিকে গুজরাট নগর অবস্থিত সেই দিকে চিলিয়ানবালা যুদ্ধক্ষেত্রের সন্নিহিত মংনামক স্থানে পুরুর সহিত যুদ্ধ করেন। ইহার পর মুসলমান অধিকারকাল পর্য্যস্ত ইহার বিবরণ অজ্ঞাত । জঙ্গুয়া ও জাঠজাতি এখন এই জেলার অধিকাংশ স্থানে বাস করে। বোধ হয় ইহারা বহুপূৰ্ব্ব হইতেই এখানে আসিয়া বাস স্থাপন করিয়াছে। ইহার পর গন্ধরগণ পূৰ্ব্ব ও মাওবানগণ পশ্চিম হইতে এই জেলায় প্রবেশ করে । মুসলমান আক্রমণের সময় ও বহুকাল পর পর্য্যন্ত এই গৰুরজাতি রবিলপিণ্ডি ও বিলমে প্রবল পরাক্রমে ও স্বাধীনভাবে রাজ্য করিতেছিল। [রাবলপিণ্ডি দেখ ] মোগলসাম্রাজ্যের উন্নতি সময়ে গঙ্করন্থপতিগণ সম্রাটের সর্বাপেক্ষ বিশ্বস্ত ও সন্ত্রাস্তু সামন্ত মধ্যে পরিগণিত হইতেন । মোগলসাম্রাজ্যের অধঃপতনের পর অন্যান্য সমীপবৰ্ত্তী স্থানের স্থায় ঝিলম ও শিখরাজ্যভুক্ত হইল । ১৭৬৫ খৃষ্টাব্দে গুজরসিংহ গঙ্কররাজকে পরাস্ত করিয়া লবণ ও মাড়ী পৰ্ব্বত্তবাসী পাৰ্ব্বত্যজাতিগণকে বলীভূত করিলেন। তাহার পুত্র ঐ প্রদেশে রাজা হইলে ১৮১০ খৃষ্টাব্দে অজেয় রণজিৎসিংহ ঐ প্রদেশ অধিকার করিয়া শিখরাজ্যভুক্ত করিলেন। লাহোর দরবার এত কঠোররূপে রাজস্ব