পাতা:বিশ্বমানবের লক্ষ্মীলাভ.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভয় নেই কিছু না কিছু আছে,— পথ দেখাবার ভারট। সেই আলোর উপর দিলেই মিটে যায়। যেটুকু আলো আছে প্রথম পা বাডাবার পক্ষে তাই যথেষ্ট কোনো দলকে দি বিরোধী মনে কর, তার একজনকে ভালোবাসতে পারলে দলের সঙ্গে বিরোধ ভঞ্জন হবে ও এক পা এগোলে পরের পা ফেলার জায়গা তখন দেখা দেবে । মিলেমিশে চল:ল আলে। বাড়ে, তাতে চলা যায় তাড়াতাড়ি । কিন্তু যে রকম করেই চলা হোক, চলার চেয়ে এগোবার সহজ কৌশল কেউ বাতলাতে এলে, তাকে সন্দেহের চোখে দেখে । যতদিনে তোমরা তোমাদের মাতি নাতনীদের সঙ্গে পোসগল্প করতে বসবে, তার মধ্যে আমাদের দেশে আশার উষা দেখা দেবার সময় এসে যাবে। অরুণোদয়ের লালে-লাল শোভা সামনে দে গলে তারি কথা নিশ্চয়ই তোমরা বলাবলি করবে। তথন আলোচনার বিষয় হাজার হাজার মাইল দূর থেকে টেনেবুনে আনতে হবে না । সেই ভরসায় উৎফুল্ল ইয়ে বুডো মানুষের কাপ|-গলায় আমি জিজ্ঞেস করি,—“আমরা কি দমে আছি।” তোমরা সিংহনাদে গর্জাও— ন ! না !! না ! כל של