পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՖԵ-8 নিঃস্ব কী অাশা নিয়ে এসেছ হেথা উৎসবের দল । অশোকতরুতল অতিথি লাগি রাখে নি আয়োজন । হায় সে নির্ধন শুকানো গাছে আকাশে শাখা তুলি কাঙালসম মেলেছে অঙ্গুলি ; সুরসভার অন্সরার চরণঘাত মাগি রয়েছে বৃথা জাগি । আরেক দিন এসেছ যবে সেদিন ফুলে ফুলে যৌবনের তুফান দিল তুলে । দখিনবায়ে তরুণ ফাল্গুনে শ্যামল বনবল্লভের পায়ের ধ্বনি শুনে পল্লবের আসন দিল পাতি ; মর্মরিত প্রলাপবাণী কহিল সারারাতি । যেয়ো না ফিরে, একটু তবু রোসো, নিভৃত তার প্রাঙ্গণেতে এসেছ যদি— বোসে । ব্যাকুলতার নীরব আবেদনে যে দিন গেছে সে দিনখানি জাগায়ে তোলো মনে ।