পাতা:বেণীসংহার নাটক.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । సిగి —আর কর্ণ এবে যার একমাত্র আশ্রয় অধম— জিত-শক্র সে রাজায় দূর হতে করিয়া দর্শন নাহি জিজ্ঞাসিনু তারে —আমি যে গো হতভাগ্য জন— “বেদন কি বৎস তব হইয়াছে কিছু উপশম” ? ( ধৃতরাষ্ট্র ও গান্ধারী:স্পর্শ করিতে করিতে নিকটে আসিয়া দুৰ্য্যোধনকে আলিঙ্গন ) গান্ধ! —বাছা ! বাণ-প্রহারের বেদনায় এত কাতর হয়েছ যে আমাদের সঙ্গেও কথা কইতে পারচ না ? ধৃত –বৎস দুৰ্য্যোধন ! পূৰ্ব্বে আমি কি কাজ করি নি, যার দরুণ তুমি আমার সঙ্গে কথা কচ্চ না ? গান্ধা।—বাছা! তুমি যদি আমাদের সঙ্গে কথা না কও, তা হলে কি দুঃশাসন, দুৰ্মষণ কিম্বা আর কেউ আমাদের সঙ্গে এখন কথা কইবে ? ( রোদন ) দুৰ্য্যো – আমি পাপী নরাধম, নিজ চক্ষে করিয়াও - অমুজের বিনাশ দর্শন না করিমু প্রতিকারং পিতা-মাতা উভয়েরি আমি-ই তো অশ্রীর কারণ ।