পাতা:বেণীসংহার নাটক.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 οιν. বেণীসংহার নাটক। দুৰ্য্যো –কর্ণের সে মুখ-চন্দ্র স্মরণ করিয়া শোকসিন্ধু মম এবে উঠে উথলিয়া । বাড়বাগ্নি সম ক্রোধ হয়ে প্রজ্জলিত আচ্ছন্ন করিছে তাহে এবে মোর চিত ॥ জননি! তাত ! প্রসন্ন হয়ে তোমরা আমাকে যুদ্ধে যেতে অনুমতি দেও। সুদুঃসহ শোকানলে নিরন্তর দহিতেছি আমি যে এখন ; —সমান বিপত্তি দুই– বরঞ্চ গো ভাল এবে সমরে মরণ ॥ ধৃত –( দুর্য্যোধনকে আলিঙ্গন ) সত্য বটে পুত্র ওগো ! অনিশ্চিত রণ-স্থলে জয়-পরাজয় ; কিন্তু সেই ভীম-কৰ্ম্ম ভীমে স্মরি ভয়ে দ্রব হয় যে হৃদয় । তুমি মানী দুৰ্য্যোধন শঠতায় নহ দক্ষ —রণে তব শৌর্যোরি প্রকাশ। শক্রগণ রণ-মাঝে করে ছল বহুতর —হায়! মোর হবে সৰ্ব্বনাশ ! গান্ধ! —জাছ! যে আমার শত পুত্রের যম সেই বৃকোদরের সহিত তুমি যুদ্ধ প্রার্থনা করচ ? দুৰ্য্যে। —জননি! বৃকোদরের কথা এখন থাক । হৃদি-মনোরথ যে গে, সৰ্ব্বাঙ্গ-চন্দন-রস, অমলেন্দু এ মোর নয়নে ;