পাতা:বেণীসংহার নাটক.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

): 3 বেণীসংহীর মটক । দ্রে –বল বাছা বল। পাঞ্চ —মহারাজ ! দেবি ! আপনার তবে শুনুন । মহারাজ যখন মদ্র-রাজ শল্যকে বধ করলেন, গান্ধার রাজের পতঙ্গকুল যখন সহদেবের অনলে প্রবিষ্ট হল, সেনাপতি-নিধনে নিরানন্দ হয়ে যখন বীরগণ রণভূমি ছেড়ে চলে যেতে লাগল ; খৃষ্টদ্যুম্ন ও আপনার অধিষ্ঠিত সৈন্তের ঘোর আক্রমণে শত্ৰু-সৈন্স পরাজিত হয়ে, যুদ্ধে পরাজুর্থ হয়ে, যখন উৰ্দ্ধশ্বাসে পলায়ন করতে লাগল; কৃপ কৃতবৰ্ম্ম অশ্বথামা যখন বিনষ্ট হল, আর যখন কুমার বৃকোদরের সেই অদ্য-পাল্য প্রতিজ্ঞা দুৰ্য্যোধন শ্রবণ করলে, তখন সেই রাত্মা কৌরবাধম যে কোথায় গিয়ে লুকালে ত৷ কেউ জানতে পারলে না। যুধি –তার পর ? দ্ৰেী –বল তার পর কি হল । , পাঞ্চ —মহারাজ ! দেবি ! অবধান করুন। তার পর, ভগবান বাস্থদেবের অধিষ্ঠিত এক রথে আরূঢ় হয়ে ভীমাৰ্জুন কুমারদ্বয়, আর আমরা সবাই, সমস্ত “সামন্তপঞ্চক”-ময় খুজে বেড়াতে লাগলেম, কিন্তু কোথাও সেই অনাৰ্য্যকে পাওয়া গেল না। তার পর,4আমাদের দ্যায় ভৃত্যবৰ্গ দৈবের আচরণে খেদ প্রকাশ করচি, কুমার অর্জুন উষ্ণ দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করচেন, বৃকোদর বর্ষা-নিশা-সঞ্চরিত বিদ্যুচ্ছটার দ্যায় পিঙ্গল কটাক্ষে নিজ গদাকে উদ্দীপ্ত করচেন, ভগবান নারায়ণ অবশিষ্ট স্বল্পকার্যের অসমাপ্তির দরুণ বিধাতাকে তিরস্কার করচেন, এমন সমযে একজন সংবাদ-দাতা, কুমার ভীম সনের নিকট এসে উপস্থিত হল। সে সদ্য একটা মৃগ বধ করায় সেই রক্ত তার চরণে