পাতা:বেণীসংহার নাটক.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8b" বেণীসংহার নাটক । যার তরে কাদি কাদি, গান্ধারীর তুল্য দশা হয়েচে মাতার ॥ দ্রেী ।-দেথ নাথ ! পরিজনেরা যে জল এনেচে এই জল স্বর্গে তোমার পাদোদক হবে। যুধি –অর্জুনাগ্রজ । মমানুজ ভীম ও গো ! প্রতিজ্ঞ না করি পূর্ণ গেছ তুমি চলি ; মুক্তকেশ হইয়াই দিলেন তোমার প্রিয়া এই জলাঞ্জলি ॥ দ্রে। — ওঠে। মহারাজ ! দেখ, তোমার ভ্রাতা দূরে চলে যাচ্চেন। যুধি –( দক্ষিণ চক্ষু স্পন্দন) পাঞ্চালি! স্বর্গে গিয়ে বৃকোদরকে আলিঙ্গন করতে পারবে, তারই এই নিমিত্ত-স্বচনা হচ্চে । আচ্ছা, এইবার তবে অগ্নি-মধ্যে শীঘ্র প্রবেশ করা যাকৃ। দ্রে –আ! এইবার আগুন জলেচে । ( নেপথ্যে কোলাহল ) ত্রস্তব্যস্ত হইয়া কুধুকীর প্রবেশ । কঙ্কু।—মহারাজ। রক্ষা করুন, রক্ষা করুন ! রক্তাক্ত-বসনে, যম-দণ্ডের দ্যায় রক্ত-লিপ্ত গদা-বজ উত্তোলন করে’, সাক্ষাৎ যমের মত সেই কৌরবাধম, পঞ্চাল-রাজ-তনয়াকে ইতস্তত অন্বেষণ করতে করতে এই দিকেই আসচে। যুধি –হ –দৈবই দেখুচি সন্ধান বলে দিয়েচেন। হা গাওঁীবধারী অৰ্জুন ! (মূচ্ছিত-প্রায় )