পাতা:বেণীসংহার নাটক.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । Ψη" না ল'ন ফিরায়ে মুখ; "চুয়ো না চুয়োন” বলি নাহি আর হই নিবারিত। এবেতন্বী ভয়-বশে হয়ে লগ্ন-পয়োধর করিছেন মোরে আলিঙ্গন । এই ব্রত-ভঙ্গে আমি ঝঞ্চারে বয়স্য ভাবি —নহে ইহা শক্র মুভীষণ ॥ আমার মনোরথ সম্পূর্ণরূপে সিদ্ধ হয়েচে—এখন আমি দারুপৰ্ব্বতে গিয়ে যথেচ্ছ বিহার করিগে। সকলে –( ঝটিকার বেগ বশতঃ অতি কষ্টে পরিক্রমণ) দৃশ্য—দারু-পৰ্ব্বত-প্রাসাদ। রাজা – ঘন-উরু সুন্দরি লো ! ধীরি ধীরি করহ গমন । এ হেন কম্পিত গতি - অয়ি প্রিয়ে । ছাড়গো এখন। বাহুলতা দিয়া তব বক্ষ মোর করহ পীড়ন ॥ ( দারু-পৰ্ব্বতে প্রবেশ ) এখন এই গৃহ-গহবরের মধ্যে আসা গেছে-এখানে ঝড়ের বাতাস আর আসতে পারবে না—এখন আর ‘চোখে ধূলি-কণা প্রবেশেরও আশঙ্কা নাই—প্রিয়ে ! এখন তবে নিৰ্ভয়ে চক্ষু উন্মী লন কর । -