*२ বেণীসংহার নাটক । ফুৰ্য্যে—(সংজ্ঞা লাভ করিয়া ) ভদ্র সুন্দরক! বয়স্ত অঙ্গরাজ, তার পর কি করলেন ? সুন্দ।--তার পর মহারাজ, পুত্রকে সেইরূপ নিহত দেখে, বিগলিত অশ্রুজল সম্বরণ করে, শক্রর প্রহার উপেক্ষা করে', প্ৰভু অঙ্গরাজ ধনঞ্জয়কে আক্রমণ করলেন। তার পর, সারথির নিধনে । কুষ্ট হয়ে, জীবনের আশা পরিত্যাগ করে ঐরূপ ভাবে তিনি আসচেন দেখে, ভীমসেন নকুল সহদেব প্রভৃতি পাণ্ডবেরা ধনঞ্জয়ের রথকে আগলিয়ে দাড়াল। দুৰ্য্যো –তার পর, তার পর ? সুন্দ।—তার পর, অর্জুনের ধনুরূপ প্রলয়-মেঘ হতে অজস্র শর-ধারা বর্ষণে দিষ্মণ্ডল আচ্ছন্ন হয়ে গেল, প্ৰভু অঙ্গরাজকে শল্য তখন এইরূপ বল্লেন —“দেখ অঙ্গরাজ! তোমার রথের অশ্বগণ নিহত, চক্রনেমি, যুগন্ধর ভগ্ন—এ অবস্থায় শক্রকে আক্রমণ করা তোমার উচিত নয়”—এই বলে রথ ফিরিয়ে দিলেন । এবং বহু প্রকারে বুঝিয়ে তাকে রথ হতে নাবালেন। দুৰ্য্যো।—তার পর, তার পর ? সুন্দ। তার পর, প্ৰভু অনেক ক্ষণ বিলম্ব করে', পরিজনদের অন্য রথ আনতে বলেন। পরিজনেরা অন্ত রথ এনেছে দেখে, আমার দিকে চেয়ে বল্লেন —“সুন্দরক! এই দিকে এসো”—আমিও । নিকটে গেলেম। তার পর মস্তক হতে একটা পত্রিক বার করে, নিজ দেহ-বিগলিত রক্তবিন্দুতে বাণ-মুখ লিপ্ত করে’, সেই বাণ দিয়ে মহারাজকে এই পত্র লিখুলেন। - (পত্রিক অর্পণ)
পাতা:বেণীসংহার নাটক.djvu/৯৯
অবয়ব