পাতা:বেণু ও বীণা.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b°☾ বেণু ও বীণা ৷ وقي صعصبح حصتهرع দ্বিতীয় চন্দ্রমা । স্বপনে দেখিন্তু রাতে, হে ভারত-ভূমি, সাগর-বেষ্টিতা অয়ি মর্ত্যের চন্দ্রমা, কুহকী নিদ্রার বশে সংজ্ঞাহীন আমি,— শুনিন্ত মহিমা তব অয়ি বিশ্বরমা ! দেখিলাম, মহাকুৰ্ম্ম সাগরের তলে, বলিছেন মন্দ্রভামে নাগদলে ডাকি, “খুলে দে বন্ধন যত, শিরে ধর তুলে, অপূৰ্ব্ব এ ভূমি, আয় দেবলোকে রাখি । পুথিবীর গন্ধ নাই—নিষ্কাম ভারত ! ধৰ্ম্মের ভবন চির ! দেব যোগ্য দেশ ! ধৰ্ম্ম বিভা পুথিবীরে দিয়েছ নিয়ত, এবে চন্দ্র সনে প্রভা বিতর অশেষ ।” সহসা দেখিলু, মুক্ত কপোতের মত উঠিলে অম্বরে, তুমি, দ্বিতীয় চন্দ্রমা ! চির জ্যোৎস্না হ’ল ধরা, চির আলোকিত ; অতত্র যুগল-চন্দ্ৰ—অপূৰ্ব্ব সুষমা !