পাতা:বেণু ও বীণা.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ ஆகளு. বন্যায় । বন্যায় গিয়েছে দেশ ভেসে । বনস্পতি,—পার্থী দলে, নিশীথে, জাগায়ে বলে’,— “প্রাণ বাচা”—পালা’ অন্ত দেশে । রক্ষা নাই আমার এবার, এবার আসিলে হানা, আর আমি টিকিব না, দেরি তোরা করিসনে আর ।” দেখিতে দেখিতে এল হানা, বনস্পতি,—গঙ্গাজলে, ছিন্ন মূল,—ভেসে চলে, তবু তারে পার্থীরা ছাড়ে না। “এখন’ যা” বলে বনস্পতি ; পাখী বলে “পুণ্য ম’লে— ভেসেছি গঙ্গার জলে ;” সুজনের এই ত’ পরিতি । ᎼᏄ