পাতা:বেণু ও বীণা.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ @తాకాక్సా কবাট দিলাম বন্ধ ক’রে, জানাল দিয়ে দিলাম তাই ; সন্ধ্যা বেলায় প্রদীপ জেলে, ভাবছি ব’সে কত কথাই। হঠাৎ, উড়ে, আলোয় প’ড়ে, প্রজাপতির জীবন গেল — হায়, অতিথি ! নয়ন জলে, নয়ন আমার ভ"রে এল । দুদিনের সেই অতিথিরে, হায়, সুদিনের স্থপ্রভাতে,— আমার স্নেহ—পাথেয় দিয়ে, পেলাম নারে আর পাঠা’তে । আবার আমি তেমনি ক’রে, অনল-দগ্ধ দেহটি তা’র, রেখে দিলাম ফুলের পরে ;– এ কে নিলাম বুকে আমার । শ্রাবণ ১৩০৪ সাল । > ә\з