পাতা:বেণু ও বীণা.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা। இ-கு হাসি-চেন । ওরে দিদি, দেখি, দেখি,—একবার আয়, ওই দুষ্ট হাসি যেন দেখেছি কোথায়! যে বুড়া হয়েছি আমি ভাই, সব কথা ভুলে ভুলে যাই । ওই যে চতুর হাসি সরল প্রাণের, ও যেন কায়দার্টুকু মধুর গানের ; হয়েছে,—ও হাসিটুকু, ভাই, যা’র ছিল, সে ও আর নাই । থাকিলে কি চ’ত বলা নয়ক সহজ, তো”তে আর তা’তে গোল বাধিতই রোজ ; আর মনে তা’র ঠাই নাই,— সে টুকু তোদেরি দিছি ভাই। অতীতের তরে শোক ?—আমার ত’ নাই ; যারা গেছে, আমি দেখি, তোরাও তারাই ! ভুল হ’য়ে যায় সব ভাই, বুড়া আমি—তাই ভুলে যাই ! ১১৭