এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বেণু ও বীণা।
আরম্ভে।
বাতাসে যে ব্যথা যেতেছিল ভেসে, ভেসে,
যে বেদন ছিল বনের বুকেরি মাঝে,
লুকান' যা'ছিল অগাধ অতল দেশে,
তারে ভাষা দিতে বেণু সে ফুকারি' বাজে!
মুকের স্বপনে মুখর করিতে চায়,
ভিখারী আতুরে দিতে চায় ভালবাসা,
পুলক-প্লাবনে পরাণ ভাসাবে, হায়,
এমনি কামনা—এতখানি তার আশা!