পাতা:বেণু ও বীণা.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বেণু ও বীণা৷

বসন্তে।

পুলক ঊষার কিরণ রাগে,
পুলক পাখীর আকুল-গানে;
ফুলের গন্ধে পুলক জাগে,
প্রেমের পুলক কিশোর প্রাণে!

নূতন ফুলের গন্ধ উঠে
দিক্ বিদিকে যায়রে লুটে,
চল্‌ রে ত্বরা, চল্‌ রে ছুটে,
চল্‌ রে ছুটে ফুলের পানে।

বাতাস বেয়ে, বাতাস ছেয়ে,
ফুলের গন্ধ দিশেহারা—
আকাশ পানে চ'ল্‌ল ধেয়ে,
যেথায় হাসে উজল তারা;

আধেক পথে তারার আলো,—
ফুলের গন্ধে মিশিয়ে গেল,
বইল ধরায় প্রেমের ধারা,
পুলক ধারা বইল প্রাণে।