পাতা:বেণু ও বীণা.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা। (ته O2 ধীরে মন্থরে গ্রামের ধরশে চলেছে গ্রামের লোকেরা, অলস গমনে জল বহে বধূ, মেঘে মিশে যায় বকেরা । ক’রে নাম ধ’রে ডাকে দূরে, দূর হতে তার ফিরে আসে সাড়া মাঠে মাঠে ঘুরে ঘুরে । গাভী সাথে লয়ে এক পথ দিয়ে চলেছে চাষার ঝিয়ারী, নুতন বয়স, সরস শরীর, চাহনি নুতন তাহারি ; তা’রে এ দিঠি শিখা’ল কে গো ? বয়সের রীতি কে শিখায় নিতি এ বিজনে, ব’লে দে গো ! সে যে অপরূপ বরষার মত,— আপনি উঠে গে৷ ভরিয়া, সে যে সচকিত দামিনীর মত প্রাণ অাগে লয় হরিয়া ! • ૨8.