পাতা:বেণু ও বীণা.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ ஆககு ধ্রুব-তারা নহি আমি ভাই, আলেয়ার পোড়া মুখে ছাই, পুড়ে মরি—পতি নাহি পাই ! শীতল হইবে তনু ব’লে— মাঝে মাঝে ডুবি গিয়া জলে, উঠিলে দ্বিগুণ পুনঃ জলে । মুখ দিয়া উগারি অনল, পবন ছড়ায় হলাহল, ক্ষণকাল—সকলি বিকল । আবার যা ছিল হয় তাই, শান্তি নাই—যন্ত্রণা সদাই, পরিণাম হ’ত যদি ছাই । ভাবিতাম বেঁচে সুখ নাই, এবে দেখি মরণেও তাই, পুড়ে মরি—পতি নাহি পাই।’ 8やタ