পাতা:বেণু ও বীণা.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ ©- 9. উল্কা । তিমিরের মসীলেপ নিমেষে ঘুচায়ে বিশ্বচিত্ৰপট হ’তে,—পরিস্ফুট করি’ প্রত্যেক পল্লবে, শাখে, তৃণে, জলাশয়ে, দেউলে, প্রাসাদে, পথে,—ফুটাইয়া, মরি, ভূজপাশে বদ্ধ সহচরে,—চকিতের মত, জ্যোংস্না-খণ্ড-রূপে হায়, চকিতে আবার কোথায় ডুবিলে উল্কা ? তারা লক্ষ শত মুদিল নয়ন, হেরি এ দশা তোমার। কোথা ছিলে ? কোথা এবে চলিয়াছ, হায় ! স্বৰ্য্যতেজে পুড়িতে কি পড়িতে ভূমিতে ? অথবা, অনন্ত কাল অভিশপ্ত প্রায়— অনন্ত অতলে শুধু রহিবে নামিতে ? ছিলে কি জীবের ধাত্রা পৃথিবীর মত ? কিম্বা চির বন্ধ্যা, শুধু, ধ্বংস তোর ব্রত ! Wッ8