পাতা:বেণু ও বীণা.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ © 9ة( প্রবাল-দ্বীপ । তিমিরে, তিমির অস্তি যেথা হয় শিলা, ছিন্দময় স্পঞ্জ-পুষ্প যেথায় বিকাশ, সেই সাগরের তলে, সুখে করে বাস— প্রবাল-দম্পতী এক ;—নিত্য নব লীলা । দিনে দিনে প্রবালের বাড়ে পরিবার, কেহ জীয়ে, কেহ মরে—রাখিয়া কঙ্কাল, পঞ্জরের বাড়ে স্ত,প, যত যায় কাল ; অজ্ঞাতে পূরণ করে ইচ্ছা বিধাতার। স্ত,পীকৃত বগান্তের প্রবাল-পঞ্জর— কোটি কোটি প্রাণ-পাতে হ’য়ে সংগঠিত, কোটি হৃদয়ের রক্তে হ’য়ে সুরঞ্জিতএকদিন তুলে শির সিন্ধর উপর । পলি পড়ে, শঙ্খ চরে, জাগে নব দ্বীপ, ধৈর্য্যশীল প্রবালের যশের প্রদীপ । \ッやタ・