পাতা:বেণু ও বীণা.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ இ-கு ‘স্বর্গাদপি গরীয়সী’ বঙ্গভূমি ! কেন মাগো হইলে উর্বরা ? তাই, মা, নয়ন বারি ফুরা’ল না তোর ; স্বৰ্গ হ’তে গরীয়সী জন্মভূমি মোর, এ স্বর্গে দেবতা কই ? দেখা’য়ে দে ত্বরা । বল মোরে, কোন হেতু, সুপ্ত আজি তারা ? অথবা, মগন কোন তপস্তায় ঘোর ? কবে ধান ভাঙিবে গো,—নিশি হ’বে ভোর ? কবে, মা, ঘুচিবে তোর নয়নের ধারা ? অসুরে ঘিরেছে, হায়, কল্প-তরুবরে, দেবতার কামধেনু দানবে দুহি’ছে ! আজি হ’তে অন্বেষি’ ফিরিব ঘরে, ঘরে, কোথা ইন্দ্র ?—ব’লে দেগো, কাদিসনে মিছে। সে যে তোরে অস্থি দিয়ে গ’ড়ে দিবে অসি ; অয়ি বঙ্গ ! অয়ি স্বর্গ ! অয়ি গরীয়সী ! অষাঢ় ১৩০ • সাল । br>