পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 4 o , বৈজ্ঞানিক জীবনী t ও জ্ঞানবৃদ্ধ ভণ্টার (Volta) সহিত র্তাহাদের সাক্ষাৎ হইল । এইখানে আর একজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ডিলা রাইভের (De La Rive) সহিত ফ্যারাডের পরিচয় হয় । তিনি ফ্যারাডের গুণের এত, পক্ষপাতী হইয়াছিলেন যে এক দিন ডেভী ও ফ্যারাডে উভয়কেই তাহার বাটীতে নিমন্ত্রণ করিয়া পাঠাইলেন । ডেভী এই নিমন্ত্রণ গ্রহণ করিতে স্বীকৃত হইলেন না, কারণ ফ্যারাডে যখন কোন কোন বিষয়ে তাহার ভূত্যের কার্য্য করিতেন তখন র্তাহার সহিত একসঙ্গে তিনি আহার করিতে পারেন না। ডিলা রাইভ এই উত্তরে দুঃখিত হইয়া বলিলেন “তাহা হইলে আমাকে একটি ভোজের পরিবর্তে দুইটি ভোজ দিতে হইবে”। ফ্যারাডে তাহার এই সৌজন্ত কখনও বিস্তৃত হন নাই, তাতার স্মৃতি চিরজীবন তিনি বহন করিয়াছিলেন । উত্তরকালে ডিলা রাইভের পুত্রকে ফারাডে লিখিয়াছিলেন “আপনার পিতার প্রতি কৃতজ্ঞ আছি। তিনি স্বয়ং জেনেভাতে, এবং পরে চিঠিপত্রে আমাকে উৎসাহিত এমন কি সঞ্জীবিত করিয়া রাখিয়াছিলেন”। - জেনেভা হইতে ডেভী সদলে ফ্লরেন্স সহরে উপস্থিত হইলেন। এখানে ফ্যারাডে সবিস্ময়ে গ্যালিলিও (Gallelio) কর্তৃক ব্যবহৃত দূরবীক্ষণ যন্ত্র দেখিলেন। এই ক্ষুদ্র যন্ত্রের সাহায্যে পুণ্যশ্লোক গ্যালিলিও নৈশগগনের তারকামণ্ডলীর সহিত রজনীতে সখ্যত স্থাপন করিতেন। গ্যালিলিও বৈজ্ঞানিক সত্যের প্রচারের জন্ত রাজদ্বারে সবিশেষ নিগৃহীত হইয়াছিলেন কিন্তু ভবিষ্যৎ বংশীয়গণ নিজেদের ভ্রম বুঝিতে পারিয়া তাহার দূরবীক্ষণ যন্ত্র অতি সযত্নে রক্ষা করিয়া, রাখিয়াছেন ।