পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* デリア বৈজ্ঞানিক জীবনী প্রত্যেক ইঞ্জিয়ের এক একটা প্রয়োজনীয়তা আছে। ষে ইঞ্জিয় জীবনযাত্রার পক্ষে অপ্রয়োজনীয় তাহী ক্রমশঃ পরিবর্তিত হইতে থাকিবে এবং নুতন উপগণের স্বষ্টি হইবে। জারজনন । (Intercrossing ) বিবিধ প্রকারের বৃক্ষলতা বা পশুপক্ষীর মধ্যে জারজননেও উপগণের উৎপত্তি হইয়া থাকে। অবশু সকল প্রকার বৃক্ষলতা বা পশুপক্ষীর মধ্যে জারজনন আদৌ সম্ভবপর নহে। পূৰ্ব্বে অনেক বৈজ্ঞানিকের বিশ্বাস ছিল যে জারজননের দ্বারা উৎপন্ন সন্তানগণের । আর সন্তান হয় না। ডাক্লইন দৃষ্টান্তের দ্বারা দেখাইয়াছেন যে এই সিদ্ধান্ত অনেকস্থলে সত্য নহে। উপরন্তু অনেক স্থলে জারজননের দ্বারা সন্তান আরও বেশী সবল ও সতেজ হয়। বৃক্ষলতাদের মধ্যে এই জারজনন কীটপতঙ্গ কর্তৃক রেণু বহনের দ্বারা সঞ্চাধিত হয়। ডারুইন দেখিয়াছেন যে, বিভিন্ন প্রকারের কপি, মুলা, পেয়াজ ও অন্তান্ত সবজী একসঙ্গে পুeিয় তাহাদের প্রত্যেকের বীজ সংগ্ৰহ করিয়া সেই বীজ হইতে সবজী উৎপন্ন করিলে তাহীদের অনেকগুলি পরিবৰ্ত্তিত হয়। তিনি এইরূপে ২৩১টি কপির চার রোপণ করিয়া দেখিলেন যে মাত্র ৭২টি চারা ঠিক আছে, বাকি চারাগুলি হইতে উৎপন্ন ফুল কতক পরিমাণে পৃথক হইয়া গিয়াছে। শশক ও খরগোসের সংযোগে যে জার উৎপন্ন হয় তাহ বন্ধ্য (sterile ) নহে, শশক বা খরগোসের ংযোগে তাছার বহু সস্তান হইয়া থাকে। সাধারণ