পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8२ বৈজ্ঞানিক জীবনী শুক্রগ্রহের ক্ষয়বৃদ্ধি। এই সকল অশ্রুতপূৰ্ব আবিষ্কারের পর গেলিলিওর মনে এই সুন্দর অনন্ত জ্যোতিষ্কমণ্ডলীর স্থিতি ও গতির রহস্ত উৎঘাটন করিবার বাসন ক্রমেই বলবতী হইতে লাগিল। চতুৰ্দ্দিকের অবিশ্বাস তাহাকে নিরুৎসাহ করিতে সমর্থ হইল না। পরস্তু তাছার উৎসাহ দ্বিগুণ বদ্ধিত হইয়া উঠিল ; তাঙ্গর অসাধারণ প্রতিভ ও মানসিক বল র্তাহাকে তাহার আরব্ধ কাৰ্য্য সুসম্পন্ন করিবার জন্ত সমধিক প্রোৎসাহিত করিতে লাগিল । তিনি শীঘ্রই আর একটি পরীক্ষামূলক আবিষ্কারের দ্বারা তাঙ্গর শক্রবর্গের আশা ভরসা চুৰ্ণবিচূর্ণ করির ধিলেন। তিনি শুক্রগ্রন্স (Venus ) পূৰ্ব্বে পরীক্ষা করিয়া দেখিয়াছিলেন যে উহা গোলাকার। একরাত্রে তিনি সবিস্ময়ে দেখিতে পাইলেন যে উহ্য তৃতীয়া বা চতুর্থার চাদের সরু ফলার স্তায় দেখা যাইতেছে। তাহার পর তিনি রাত্রির পর রাত্রি শুক্রগ্রহের পরিবর্তন পরীক্ষা করিতে লাগিলেন--ক্রমে ক্রমে উহা ফলকের আকৃতি হইতে মৃগোল পূর্ণচন্দ্রের স্তায় পূরিয়া উঠিল। তপন তাহার আর আনন্দ ধরে না । ইহা হইতে অবিসম্বাদীরূপে সপ্রমাণিত হইতেছে যে শুক্র.গ্রহও পৃথিবীর সহিত হুর্য্যের চারিদিকে ঘুরিতেছে। কোপাণিকাস পূর্কেই ভবিষ্যৎবাণী করিয়া গিয়াছিলেন যে মানবের দৃষ্টিশক্তি যদি সম্যক বদ্ধিত হয়, তাহা হইলে দেখা .যাইবে যে শুক্র ও মঙ্গল গ্রহ চন্দ্রের স্তায় ক্ষয় ও বৃদ্ধি পাইতেছে। গেলিলিও এই ভবিষ্যৎবাণী পরীক্ষণর দ্বারা সপ্রমাণ করিলেন। বিরুদ্ধবাদীরা এই নূতন প্রমাণের উপরে বিশ্বাস স্থাপনত